নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-হাদী

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২



মহাপথপ্রদর্শক আল-হাদী সব
পথসন্ধানকারীকে সে পথ দেখান
যে পথে রয়েছে চির অনন্য সম্মান
অনিবার শান্তিময় সুখের জান্নাত।
আন্তরিক সাধনায় প্রাপ্ত অনুভব
সুরম্য সঠিকতার মহাঅনুদান
দিয়েছেন যাদেরকে সে মেহেরবান
রয়েছে তাদের জন্য বিপদে নাজাত।

অযথায় বসে থেকে কে আর কি পায়
পায়না সে পথ তারা যা চায়না তারা
অকর্মা বিপদে পড়ে হয়ে নিরুপায়।
সুপথে সুবোধ জন হয়ে আত্মহারা
দেখবে শান্তির পথ সম্মুখে নির্মল
ফুটে আছে যেন কোন পদ্মশতদল।


হাদিউ

হাদিউ সবার জন্য পথ প্রদর্শক
যারা তাঁর কথা মানে তারা সেটা পায়
অবাধ্য জনের জন্য এ সুবিধা নেই
সে জন্য তাদের পথ উল্টা দিকে ঘুরে।
পথ যে তালাশ করে হাদিউ সে জনে
বেছেনেন সহায়তা প্রদান নিমিত্তে
অলস অবোধ জন বঞ্চনায় পড়ে
ভুলপথে হাঁটে যেথা কঠিন বিপদ।

ভাবখানা অনেকের এমন যেন কি
বিনাকষ্টে পাবে তারা সুপথের দেখা
অথচ সেজন্য লাগে সাধনা অনেক।
হাদিউ দেখান পথ যোগ্য হলে পরে
বসে থেকে আশা করে কোন লাভ নেই
সুপথ পেতে লাগবে সঠিক তালাস।


মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সনজিত বলেছেন: বেশ

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

স্রাঞ্জি সে বলেছেন:

পড়লাম ভাই.....

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

স্রাঞ্জি সে বলেছেন:

আপনাকেও উপরওয়ালা ভাল রাখুক।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সনেট কবি বলেছেন: আমিন।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

স্রাঞ্জি সে বলেছেন:
ছুম্মা আমিন...

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা। প্রীশু নিয়েন।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার সনেট
আসুন হাদীসের কথা শুনি !!

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। আল-আসমাউল হুসনা শেষ হলে কোরআন হাদিসের কথা নিয়ে না হয় লেখার চেষ্টা করব-ইনশাআল্লাহ।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

স্রাঞ্জি সে বলেছেন:
আপনি ব্লগার দের নিয়ে আর সনেট লিখবেন না। আপনার শরীর সুস্থ আছে।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সনেট কবি বলেছেন: এখন আল-আসমাউল হুসনা নিয়ে ব্যস্ত আছি। এটা ৮৮ তম। ৯৯ তম লেখা হওয়ার পর না হয় আবার অন্য দিকে মন দেব।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নজসু বলেছেন: আস সালামু আলাইকুম।

আল্লাহ আপনাকে এতো ধৈর্য্য দিয়েছেন ভেবে অবাক হই।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সনেট কবি বলেছেন: ওয়ালাইকুম সালাম। ধৈর্য্য আল্লাহর নেয়ামত।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর । ++

শুভেচ্ছা নিয়েন কবিভাই।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কথামালা, সনেটে মুগ্ধ

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: আপনার সনেট পড়ে আমার মন শান্ত হয়।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

সুদীপ কুমার বলেছেন: আমিও পড়লাম।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.