নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মুয়াখখির

১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫



আল-মুয়াখখিরের মহা অবকাশ
দানকারী গুণনামে অন্তর আত্মায়
হতাশার আঁধারেতে প্রত্যাশা ছড়ায়
গতিপাবে হয়তবা অচল জীবন।
সহসাই হত যদি শাস্তির প্রকাশ
থাকতোনা তবে কারো বাঁচার উপায়
গ্রেফতার হত সবে হয়ে নিরুপায়
অনায়াসে ভঙ্গহত সুখের স্বপন।

ভুল করে পাপ করে ফিরে পাপীদল
প্রভুর গুণের নামে।ছড়াতে বিভ্রান্তি
অপারগ শয়তান, মস্তিষ্ক বিকল
মনে ভোগে গুরুতর কষ্টের অশান্তি।
অপরাধী পূণ্যবান হয় যে আবার
ফিরবার অবকাশে সুপথে সবার।


মুয়াখখিরু

মুয়াখখিরু সর্বদা অপেক্ষা করেন
শাস্তিদানে বান্দাদের পাপের বেলায়
অবকাশ দেন তারে তাওবা করার
অবকাশ শেষ হলে দন্ড দেন তিনি।
বিলম্ব শাস্তির ক্ষেত্রে মুয়াখখিরুর
এ ক্ষেত্রে পশ্চাতে তিনি থাকেন সর্বদা
শাস্তিদানে তাড়াহুড়া নেই তাঁর মাঝে
বান্দার বিপদ তিনি চাননা ঘটাতে।

সকল মনুষ্যে দোষ কমবেশী আছে
তরায় প্রদানে দন্ড ক্ষতিগ্রস্থ্য হয়ে
এজাতি বিলিন হবে ধরাতল থেকে।
মুয়াখখিরু বিলম্ব করার কারণে
অনেকেই ভুলপথ থেকে ফিরে আসে
এতে সব মানুষেরা উপকৃত হয়।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার ধর্মীয় বিষয়ে
রচিত আপনার সনেটের জন্য
ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: আপনার নূর (আলো) সাথে চাই। আশাকরি হয়ত পাব।

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

হাবিব বলেছেন:




সুবহান আল্লাহ, কতো সুন্দর লেখা।
অনেক দিন পড়ে আপনার লেখা পেলাম।
খুব ভালো লাগছে। আশা করি ভালো আছেন।
আল্লাহ নামের গুন গানে মুগ্ধ।
কবিতায় ভালোলাগা।
চমৎকার।
একাধিক +

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
কেমন আছেন?
অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

নূর আলম হিরণ বলেছেন: আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে?

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬

সনেট কবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

বলেছেন: অবার এলে তো ফিরে নিয়ে পূর্ণের বাণী -
সুধাময়ী সনেটে প্রাণ ভরে।

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯

সনেট কবি বলেছেন: আল-আসমাউল হুসনা পর্ব প্রায় সমাপ্তির পথে। দোয়া করবেন যেন শুভ সমাপ্তি ঘটে।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পরে শ্রদ্ধেয় কবিভাইকে দেখে আনন্দ পেলাম। বরাবরের ন্যায় সুন্দর সনেট। ++


শুভকামনা প্রিয় কবিভাইকে।


১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬

রাকু হাসান বলেছেন:

বেশ কয়েকদিন পর সনেট কবির সনেট পড়লাম । কেমন আছেন ? +

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৭

সনেট কবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ব্লগে না দেখে, সব ব্লগারেরা উৎকন্ঠিত ছিলেন!

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৫

সনেট কবি বলেছেন: তাদের আন্তরিকতার বিষয়টি নজরে এসেছে। এটা ব্লগিংকে উৎসাহিত করার মত বিষয়। আপনার সুস্থ্যতা কামনা করছি।

৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.