নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-জালিল

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৫



পরম মর্যাদাবান আল-জালিলের,
জুলুমের প্রতিকারে বিচারের দায়
ভুল পাপকারীদের অপার ক্ষমায়
পরিচয় মিলে তিনি কতটা মহান।
আয়োজনে নানারূপ মহামঙ্গলের
দৃষ্টি তাঁর পৌঁছে যায় সব সীমানায়
সর্বময় ক্ষমতার অসীম সত্ত্বায়
দেখি তাঁর কত দান আছে অফুরান।

তথাপি মানুষ ভোগে দুঃখ কষ্টে খুব
স্বল্পকালে।বিধাতায় দেখে সে সকল
কখনো তাদের কষ্ট করেন লাঘব।
অথবা জীবন কারো হয় যে বিফল
তাদের পাওনা পেতে পরকাল আছে
থাকেন তাদের তিনি অতিশয় কাছে।

জালীলু

জালীলু প্রভাবশালী সবার উপর
যারা জানে তাঁকে তাঁর মূল পরিচয়ে
অথবা যে জন তার নৈকট্য পেয়েছে
তাঁর জন্য তারা পারে জীবন বিলাতে।
অজ্ঞ জন তাঁর থেকে আছে দূরে পড়ে
অজ্ঞতায় তারা তাঁর দেয়না সম্মান
তাদের সন্ধান দোষে অন্ধকারে তারা
তাদের দৃষ্টিতে সত্য উদ্ভাসিত নয়।

অজ্ঞতা আঁধার ডেকে আনবে বিপদ
আধাঁর প্রভাবে সবে জাহান্নামে যাবে
বাঁচতে লাগবে দয়া প্রভাবশালীর।
প্রভাবশালীরে খুঁজে তাঁর দয়া পেলে
বিপদে আপদে তিনি রক্ষা করবেন
সেজন্য নৈকট্য তাঁর ভীষণ কাজের।


"আল-জালীল" নামের ফজিলত

হাবিবুর রহমান (হাবিব স্যার)

মহা সম্মানী মালিক জালীল নামেতে
কেহ নাই তাঁর সম রব দুনিয়াতে,
পরম মর্যাদাবান সঁত্তা অবিরতে
জালিলের স্মরণ রাখো সতত সালাতে।
মহান প্রতাপশালী সবার উপর
ঈমানেতে যদি থাকো বাড়বে কদর,
চারিদিকে দেখ তাকে কতো নেয়ামতে
সম্মান যদি চাও থাকো তাঁর পথে।

নিজের মর্যাদা তুমি বাড়াতে কি চাও?
ইয়া জালিলু জিকির মুখে তুলে নাও
দৃঢ় মনে সুবিশ্বাসে স্মরো সুখে-দুঃখে।
জালিলের গুণে রব দিবেন মর্যাদা
স্মরণে সতত যদি মানো তাঁর কথা
অন্তরে জালীল রাখো নাম স্মরো মুখে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

নজসু বলেছেন: আস সালামু আলাইকুম।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

সনেট কবি বলেছেন: ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: কেমন আছেন মুরু্ব্বী?

জালিল মানে কি?

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২

সনেট কবি বলেছেন: আল্লাহর কৃপায় ভাল আছি। জালিল মানে মহামর্যাদাবান। মন্তব্যের জন্য আপনার প্রতি নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

হাবিব বলেছেন: সুবহান আল্লাহ.................।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফরিদ ভাই
আশা করি আল্লহর ৯৯ নাম নিয়ে
নিরানব্বইটি সটেন পাবো।

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সনেট কবি বলেছেন: এটা ৯৫ তম। ৯৬ তম লেখা হয়েছে পোষ্ট করা হয়নি। ৯৭ তম শুরু করেছি। দোয়া করবেন।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর !! আল - জলিল।

শুভকামনা আপনাকে ।


১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

হাবিব বলেছেন:





"আল-জালীল" নামের ফজিলত


মহা সম্মানী মালিক জালীল নামেতে
কেহ নাই তাঁর সম রব দুনিয়াতে,
পরম মর্যাদাবান সঁত্তা অবিরতে
জালিলের স্মরণ রাখো সতত সালাতে।
মহান প্রতাপশালী সবার উপর
ঈমানেতে যদি থাকো বাড়বে কদর,
চারিদিকে দেখ তাকে কতো নেয়ামতে
সম্মান যদি চাও থাকো তাঁর পথে।

নিজের মর্যাদা তুমি বাড়াতে কি চাও?
ইয়া জালিলু জিকির মুখে তুলে নাও
দৃঢ় মনে সুবিশ্বাসে স্মরো সুখে-দুঃখে।
জালিলের গুণে রব দিবেন মর্যাদা
স্মরণে সতত যদি মানো তাঁর কথা
অন্তরে জালীল রাখো নাম স্মরো মুখে।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

সনেট কবি বলেছেন: আপনার সনেট পড়ছি এবং অবাক হচ্ছি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.