নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মুহয়ী

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭



আল-মুহয়ী পরম জীবন দাতার
আসনে আসিন হয়ে জীবিত করেন
মৃতপ্রায় ধরনিকে।স্বযত্নে গড়েন
জগৎ সমূহ তাঁর দীপ্ত মহিমায়।
তাঁর কাজে এ জগতে কে আছে বাধার
যাকে চান তাকে তিনি উপরে তোলেন
এভাবেই তিনি শ্রেষ্ঠ বিধাতা হলেন
নিরাপদ সবে তাঁর স্নেহের ছায়ায়।

মৃতকে জীবিত করা যাঁর প্রিয় কাজ
তাঁর কাছে মৃত নয় প্রিয়জন কেউ।
সব কাজেতেই তাঁর আছে কারুকাজ
অবিরাম বয়ে চলে জীবনের ঢেউ।
মুখরিত করে রাখে জীবিতের দল
চৌদিকে ছড়িয়ে কত কল কোলাহল।

মুহইয়্যু

মৃত্যুর জীবনদাতা মুহইয়্যু হয়ে
মৃত্যুকে জীবিতরূপে ফিরাবেন তিনি
মনেপড়ে যাবে ফের অতীত জীবন
অতঃপর শুরু হবে হিসাব নিকাস।
পূণ্যবান পাবে তার কাজে পুরুস্কার
পাপাচারী অপরাধে দন্ড পাবে শেষে
কায়দা কানুন করে পাবেনা নিস্তার
অবশেষে পাপে পাবে নিদারুন শাস্তি।

মজলুমের অন্তরে এ শান্তনা আছে
একদিন পাপীদল খেয়ে যাবে ধরা
যদিও পাপীর দল মানেনা এসব।
প্রকৃত সত্যের তরে মানা ও না মানা
যে মানেনা তার জন্য মহাবিপদের
না মানলেও সত্যের ঘটনা ঘটবে।


আল-মুহয়ী নামের ফজিলত

- হাবিবুর রহমান (হাবিব স্যার)

জীবনদাতা মালিক মুহয়ী সতত
শ্রেষ্ঠ বিধাতা তিনিই নেই তাঁর মতো,
প্রানিকূল তাঁর দানে পেয়েছে জীবন
একদিন তাঁর ডাকে হবেই মরণ।
আল-মুহয়ী আল্লাহ এ নামের গুণে
পুনঃজীবনদাতা সেঁ বিচারের দিনে,
তাঁর দিকে সকলকে টেনে উঠাবেন
ভয় নাই তাঁর তরে হবে যে মুমিন।

আল- মুহয়ীর নামে জিকির সর্বদা
কষ্টরা পালাবে দূরে থাকবেনা ব্যাথা
মুহয়ীকে সাতবার জপো প্রতিদিন।
অঙ্গহানির আশংকা প্রাণনাশে ভয়?
থাকবেনা ক্লান্তি দেহে মন জিন্দা হয়
মুহয়ীর নামে রাখো আল্লাতে একিন।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

বলেছেন: ভালো লাগলো

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে চাচাজ্বী।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

আকতার আর হোসাইন বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর সনেট ।

শুভেচ্ছা নিয়েন কবিভাই।

১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৮

রাকু হাসান বলেছেন: বাহ

১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: কথাগুলো সুন্দর।


সনেট কবির রেকর্ডের খবর কি??

১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৯

সনেট কবি বলেছেন: এত দিন কোথায় ছিলেন। রেকর্ড হয়েছে, স্বীকৃতি মিলেনি।

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

হাবিব বলেছেন:





আল-মুহয়ী নামের ফজিলত

জীবনদাতা মালিক মুহয়ী সতত
শ্রেষ্ঠ বিধাতা তিনিই নেই তাঁর মতো,
প্রানিকূল তাঁর দানে পেয়েছে জীবন
একদিন তাঁর ডাকে হবেই মরণ।
আল-মুহয়ী আল্লাহ এ নামের গুণে
পুনঃজীবনদাতা সেঁ বিচারের দিনে,
তাঁর দিকে সকলকে টেনে উঠাবেন
ভয় নাই তাঁর তরে হবে যে মুমিন।

আল- মুহয়ীর নামে জিকির সর্বদা
কষ্টরা পালাবে দূরে থাকবেনা ব্যাথা
মুহয়ীকে সাতবার জপো প্রতিদিন।
অঙ্গহানির আশংকা প্রাণনাশে ভয়?
থাকবেনা ক্লান্তি দেহে মন জিন্দা হয়
মুহয়ীর নামে রাখো আল্লাতে একিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.