![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
প্রতিটি কাজের ভিত্তিতে যদি আল্লাহর একটি করে নাম দেওয়া হয় তাহলে অসীম কাজের কারনে আল্লাহর নাম অসীম সংখ্যক হবে।মহানবির (সাঃ) হাদিসে আল্লাহর ৯৯ নামের ফজিলতের কথা বলা হয়েছে। তবে হাদিসে ৯৯ নামের তালিকা প্রদান করা হয়নি। কোরআন ও হাদীসের উল্লেখ অনুযায়ী আল্লাহর ৯৯ নামের তালিকা প্রস্তুতের একটা রেওয়াজ প্রচলিত রয়েছে। যেহেতু এটা তালিকা প্রস্তুত কারকের ইচ্ছে অনুযায়ী হয়ে থাকে সেহেতু বিভিন্ন তালিকায় কিছুটা গরমিল দেখা যায়।আমি কয়েকটি তালিকা মিলিয়ে একটা তালিকা তৈরী করে অবশেষে আল্লাহর ৯৯ নাম নিয়ে সনেট লিখলাম। আমার সনেট লেখা থেকে তালিকার কোন নাম বাদ যায়নি। আমার তালিকায় নেই অন্য তালিকায় আছে এমন নামেও সনেট লেখেছি যা আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। তালিকার প্রতিটি নামে আমার একাধীক সনেট রয়েছে। আমি নিশ্চিত এ বিষয়ে বিশ্বের আর কেউ এতগুলো সনেট লেখেনি। কাজেই এটা একটা বিশ্ব রেকর্ড।
এ বিষয়ে আমি একটা কাব্য গ্রন্থ প্রকাশ করতে চাই। কবি নতুন নকিব ও সুলেখক পদাতিক চৌধুরী আমাকে এ বিষয়ে সহায়তা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।নতুন নকিব আল্লাহর প্রতিটি নামের বর্ণনা ও ফজিলত লিখবেন যা কবিতার উপরে স্থান পাবে। পদাতিক চৌধুরী বলবেন কোন কবিতার পর কোন কবিতা হবে।আমি কাছা-কাছি অর্থবোধক নামের কবিতা কাছা-কাছি থাকা পছন্দ করি।আপাতত কবিতাগুলো ইকবাল কবীর মোহনের ইসলামী নলেজ বই অনুসারে সাজানো আছে। আমি এর চেয়ে ভাল সাজানো চাই। কাজেই চৌধুরী সাহেবের কাজটাও বেশ গুরুত্বপূর্ণ। আমি সব ব্লগারের সহায়তা কামনা করি। ত্রুটি সংশোধনে সবার সহায়তা গ্রহণ করা হবে। আর মানবৃদ্ধি করণে সবার মূল্যবান পরামর্শ সম্পাদনা পরিষদ উপযুক্ত মনে করলে অবশ্য গ্রহণ করা হবে।আমরা চাই পাঠক যেন একটা ভাল বই হাতে পায়। তাতে কিছু সময় ব্যায় হলেও আমারা সে সময় ব্যয় করতে রাজি আছি।প্রত্যেকে তাদের কথা সংশ্লিষ্ট কবিতার কমেন্টে প্রকাশ করবেন। আমারা সেখান থেকে সে গুলো সংগ্রহ করব। এজন্য নীচে সব কবিতার লিংক প্রদান করা হলো।
১। আল্লাহ
২। আর-রাহমান
৩। আর-রাহীম
৪। আল-মালিক
৫। আল-কুদ্দুস
৬। আস-সালাম
৭। আল-মু’মিনু
৮। আল-মুহাইমিন
৯। আল-আজিজ
১০। আল-জাব্বার
১১। আল-মুতাকাব্বির
১২। আল-খালিক
১৩। আল-বারী
১৪। আল-মুসাব্বির
১৫। আল-গাফফার
১৬।আল-কাহহার
১৭। আল-ওয়াহহাব
১৮।আর-রাজ্জাক
১৯।আল-ফাত্তাহ
২০। আল-আলীম
২১।আস-সামী
২২। আল-বাসীর
২৩।আল-লতীফ
২৪।আল-খাবীর
২৫। আল-হালীম
২৬। আল-আজীম
২৭। আল-গাফুর
২৮। আশ-শাকূর
২৯। আল-আ’লী
৩০। আল-কাবীর
৩১। আল-হাফীজ
৩২। আল-মুকীত
৩৩। আল-হাসীব
৩৪।আল-কারীম
৩৫।আর-রাকীব
৩৬।আল-মুজীবু
৩৭।আল-বাইছ
৩৮।আল-ওয়াসি
৩৯।আল-হাকীম
৪০।আল-ওয়াদুদ
৪১।আল-মুতি
৪২।আশ-শাহীদ
৪৩।আল-হাক্ক
৪৪।আল-ওয়াকীল
৪৫।আল-কাবী
৪৬।আল-মাতীনু
৪৭।আস-সোবহান
৪৮।আল-হামীদ
৪৯।আল-হাইয়্যু
৫০।আল-কাইয়্যুম
৫১।আল-ওয়াহিদ
৫২।আল-মুযিল্লু
৫৩।আস-সামাদ
৫৪।আল-কাদির
৫৫।আল-মুমিতু
৫৬।আদ-দার
৫৭।আন-নাফি
৫৮।আন-নূর
৫৯।আল-বাকী
৬০।আল-ওয়ারিস
৬১।আর-রাশীদ
৬২।আস-সাবুর
৬৩।আর-রাফি
৬৪।আল-মুকাদ্দিম
৬৫।আল-মুগনী
৬৬।আল-মানি
৬৭।আল-আউয়াল
৬৮।আল-আখির
৬৯।আজ-জাহির
৭০।আল-বাতিন
৭১।আল-ওয়ালী
৭২।আল-মুতাআলী
৭৩।আল-বার
৭৪।আত-তাওয়াব
৭৫।আল-মুকসিত
৭৬।আল-আফুউ
৭৭।আর-রাউফ
৭৮।আল-মুনতাকিম
৭৯।মালিকুল মুলক
৮০।যুল জালালি ওয়াল ইকরাম
৮১।আল-জামি
৮২।আল-গাণী
৮৩।আল-বাসিত
৮৪।আর-রাব্ব
৮৫।আল-মুইজ
৮৬।আস-সাত্তার
৮৭।আল-আদল
৮৮।আল-হাদী
৮৯।আল-বাদী
৯০।আল-ওয়াজিদ
৯১।আল-মাজিদ
৯২।আল-মুকতাদির
৯৩।আল-মুয়াখখির
৯৪।আল-কাবীদ
৯৫।আল-জালিল
৯৬।আল-মুহয়ী
৯৭।আল-মুঈদ
৯৮।আল-মুনইমু
৯৯।আল-মুহসী
# আল আসমাউল হুসনা (অবশিষ্ট সনেট)
# সনেট কাব্যে আল্লাহ
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০২
সনেট কবি বলেছেন: শুভেচ্ছা রইলো। আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আল্লাহর ৯৯ নাম নিয়ে আমি ৯৯ সনেট লিখেই ফেল্লাম।
................................. মন থেকে দোয়া করি আর সেফ করলাম,
পরে পড়ার জন্য,
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: এ বিষয়ে কোন ত্রুটি ধরার মত সাধ্য আসলে আমার নেই ।
শুধু জানাই অভিনন্দন সাথে শুভকামনা ।
৪ নং লাইনের মাঝে একটু টাইপো হয়েছে কবি । প্রকিটি - প্রতিটি
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ। টাইপো ঠিক করেছি।
৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
নজসু বলেছেন: অভিনন্দন । অভিনন্দন । অভিনন্দন ।
আল্লাহর রহমতে আপনার মনের আশাও পূরণ হলো।
আপনার এই পোষ্টটি আমি প্রিয়তে রেখে দিলাম।
আল্লাহর ৯৯ টি নামের সনেট একত্রে পেলাম।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন আপনাকে।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬
সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা জনাব চৌধুরী।
৬| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭
আরোগ্য বলেছেন: অভিনন্দন ! আল্লাহ আপনাদের এই ঊদ্যোগে সফলতা দিন।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন-আমিন।
৭| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অগ্রিম শুভ কামনা রইল।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৮| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১১
রাকু হাসান বলেছেন:
এটা খুব পরিশ্রমী কাজ । এটা খুব পরিশ্রমী কাজ । অভিনন্দন
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৯| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,
আমরা গর্বিত যে এমন একজন মানুষকে আমরা প্রত্যক্ষ করলাম , যিনি একটি বিরাট কর্মযজ্ঞ সমাপ্ত করেছেন। পাশাপাশি রেকর্ডও করেছেন। আমি আশাবাদী বাংলা সাহিত্যে আপনার নামে একটি ধারা শীঘ্রই স্বীকৃতি পাবে। আপনাকে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তাই অভিনন্দন জানানোর ভাষা নেই। আমার কাছে আপনি বাংলা সাহিত্যের রতন। আমরা আপনার সান্নিধ্যে রসাস্বাদন করছি মাত্র । পাশাপাশি যে কাজ আপনি দিয়েছেন, এখন বাস্তবে প্রচন্ড টেনশন হচ্ছে ভেবে যে এমন একজন মানুষের কৃত্তিকে আমার নাম্বারিং করার আদৌ যোগ্যতা আছে কিনা। তবুও আপনার ভালোবাসা ও দোয়া নিয়ে চেষ্টা করবো। বাকিটা উপরওয়ালা ভরসা।
শুভেচ্ছা নিয়েন প্রিয় কবিভাই।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১১
সনেট কবি বলেছেন: আপনি আপনার লেখালেখির মাধ্যমে প্রতি নিয়ত যোগ্যতার পরিচয় দিয়ে চলছেন। আশাকরি তিনজনের প্রচেষ্টা এবং অন্যদের সহায়তায় ভাল কিছু হবে।
১০| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনার অনেক উৎসাহ ও অনেক পরিশ্রমের সৃষ্টি এই কবিতাগুলো; আশাকরি, সবাই আপনাকে নিজ নিজ অবস্হান থেকে সাহায্য করবেন।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩
সনেট কবি বলেছেন: আপনি যেমন বলেছেন আমি তেমনটাই আশা করছি।
১১| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২১
নতুন নকিব বলেছেন:
অসাধারন! অভাবনীয়!! অনিন্দ্য সুন্দর!!!
মহান মালিক প্রভূ পালয়িতার সুন্দর নামসমূহের সনেট। অতঃপর একই পোস্টে সবগুলো সনেটের অনবদ্য কষ্টসাধ্য সংকলন!!!! জাজাকুমুল্লাহ! হাইয়াকুমুল্লাহ! অাকরামাকুমুল্লাহ! হৃদয় ছুঁয়ে যাওয়া এই সংকলন পোস্টে হৃদয় নিংড়ানো অভিবাধন!
প্রিয়তে এবং +++++
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১
সনেট কবি বলেছেন: এরপর যদি বই হিসেবে পাঠকের হাতে তুলে দেওয়া যায় তাহলেই পরিশ্রম অনেকটা স্বর্থক হবে। দোয়া করবেন প্রিয় কবি।
১২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৫
সাগর শরীফ বলেছেন: অসাধারণ! এই প্রকল্পের বাস্তবায়ন দেখার জন্য আশায় থাকলাম।
২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
সনেট কবি বলেছেন: আমারো তেমন কিছু দেখার খুব ইচ্ছা।
১৩| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫
মাহমুদুর রহমান বলেছেন: গ্রেট জব,আপনাকে অভিনন্দন।
২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
১৪| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪০
মাহমুদ আল ইমরোজ বলেছেন: অভিনন্দন ভাই সাহেব, আপনার সৃজনশীল সাহিত্যিক কর্মযজ্ঞের সফলতা কামনা করছি...
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
সনেট কবি বলেছেন: চেষ্টা করছি কিছু করার। তথাপি মাঝে মাঝে হতাশায় ভুগি। দোয়া করবেন যেন শনির দশা কাটে।
১৫| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৯
মলাসইলমুইনা বলেছেন: কুরআন শরীফে সূরা হাশরের শেষ তিন আয়াতে আল্লাহর নামগুলো যেই অর্ডারে আছে সেভাবেই সেই নামগুলো সবার আগে দিন I তারপর অন্য নামগুলো এলফাবেটিকলি দিন বাংলায় I
বিশ্ব রেকর্ডের জন্য না চমৎকার একটা কাজের শুভেচ্ছা নিন |
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
সনেট কবি বলেছেন: আপনার পরামর্শ বিবেচনায় নিলাম, দেখি কি করা যায়।
১৬| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ২:০১
ল বলেছেন: আপ্লুত হলাম এই সাদা মনের মানুষের কৃতিত্ব দেখে।
যে দুজন লোক সিলেক্ট করেছেন তারা আপন গুণে গুণী লোক।
আশাকরি সুষ্ঠুভাবে আপনার কাজ করে দেবেন।
আপনার মঙ্গল কামনা করছি আর অভিনন্দন জানাচ্ছি।
শুভ কামনা সতত।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
সনেট কবি বলেছেন: আল্লাহ সবার মঙ্গল করুন।
১৭| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯
জাহিদ অনিক বলেছেন: খোশ আমদেদ ! মোবারাকবাদ
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৮| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৮
সাইন বোর্ড বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা ।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৯| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৫
কে ত ন বলেছেন: বাংলা সাহিত্যে বোধ হয় একটি নতুন দিগন্ত উম্মোচিত হতে যাচ্ছে। বইটি হাতে নিয়ে দেখার লোভ সামলাতে পারছিনা। নাম কি দেবেন? আসমাউল হুসনা, নাকি অন্য কিছু? প্রচ্ছদ পরিকল্পনা করার সময় খেয়াল করবেন যাতে নীল রঙয়ের প্রাধান্য থাকে। সাগর ও আকাশের রং আল্লাহর বিশালতাকে রিপ্রেজেন্ট করবে। কিছু অংশে সবুজ থাকবে, মাখলুকাতকে বুঝাতে,আর থাকবে সাদা রং আলো বুঝাতে।
আমি অগ্রিম ২০ কপির অর্ডার দিয়ে রাখলাম।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
সনেট কবি বলেছেন: খুব সুন্দর পরামর্শ। আল্লাহ আপনার মঙ্গল করুন।
২০| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
অভিনন্দন নতুন রেকর্ডের জন্য।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২১| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৬
সমুদ্র দয়িতা বলেছেন: অভিনন্দন! অনেক অনেক শুভকামনা আপনার জন্য!!!
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২২| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬
এ.এস বাশার বলেছেন: মাশা-আল্লাহ.....আল্লহ আপনার মঙ্গল করুন।
প্রিয়তে এবং +++
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
সনেট কবি বলেছেন: এ পর্যন্ত যা করলাম তারপর আরো অনেক কাজ বাকী। দেখি আল্লাহ কতদূর এগিয়ে নেন। আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।
২৩| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: গ্রেট জব।
এখন সবাইকে জানাতে হবে।
সবচেয়ে ভালো হতো পত্রিকায় একটা ফিচার ছাপাতে পারলে।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সনেট কবি বলেছেন: কেউ সহায়তায় এগিয়ে আসলে ভাল হতো।
২৪| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮
হাসান মাহবুব বলেছেন: আপনার ডেডিকেশন প্রশংসনীয়।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২৫| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ!
আপনার ধৈর্য ও পরিশ্রমের প্রশংসা করছি !!
শুভ কামনা
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২৬| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
অভিনন্দন প্রিয় কবি আপনাকে।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
সনেট কবি বলেছেন: এখন সম্পাদনা করতে গিয়ে দেখি অনেক কাজ। দোয়া করবেন প্রিয় কবি।
২৭| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫
মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২৮| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১
তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন, শ্রদ্ধেয়।
পোষ্টটি সরাসরি প্রিয়তে স্থান পেল।
আপনার ধৈর্য্য আর পরিশ্রম অবশ্যই প্রশংসনীয়।
আল্লাহ্ আপনাকে উহার উত্তম প্রতিদান করুন।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
সনেট কবি বলেছেন: আপনার উৎসাহে অনুপ্রাণিত হলাম। নিরন্তর শুভেচ্ছা জানবেন।
২৯| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩
প্যালাগোলাছ বলেছেন: অসাধারণ কাজ । আপনাকে অভিনন্দন ।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩০| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাশাআল্লাহ! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন...
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩১| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
আলোর পথে বিডি বলেছেন: মাশাআল্লাহ! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২১
কাতিআশা বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা ।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০১
আরোহী আশা বলেছেন: সোবহান আল্লাহ। কত চমৎকার লেখা।
২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১০
ডঃ এম এ আলী বলেছেন: এই মহান কৃতির জন্য অন্তরের অন্তস্থল থেকে রইল অভিনন্দন । বাংলা সনেট কাব্য সম্ভার বিশেষ করে ইসলামী বিষয় ও আল্লার গুণাবলী বিষয়ক নামগুলিকে তাদের মুল ভাবার্থের সাথে সঙ্গতি রেখে একটি নিদৃষ্ট ফরমেটের কাব্য শৈলীতে প্রকাশ বেশ দুরুহ ও প্রয়াস লব্দ কাজ ।
এই মহতি কর্মের জন্য আল্লাহ আপনাকে পুরসকৃত করবেন ইনসাল্লাহ । বাংলা সাহিত্যের কাব্য ভুবনে একটি পৃথক অভিধায় অভিহিত হবেন বলেও আশা রাখি , শুধু আশা কেন দৃঢ়ভাবে তা বিশ্বাসও করি ।
আমার অসুস্থতার জন্য এ বিষয়ে আপনার সবগুলি সনেট পাঠ করতে পারিনি । তবে আপনার লেখা আল –বারী তে আমি একটি বেশ বড় আকারের সচিত্র মতামত রেখেছিলাম বলে মনে পড়ে । আরো একটু সুস্থ বোধ করলে সবগুলি সনেট পাঠ করব ইনসাল্লাহ।
আল্লা তায়ালার গুণবাচক ৯৯ টি নাম ক্রম আকারে আরবী, বাংলা বর্ণান্তর ও তার সংক্ষিপ্ত অর্থ ছক আকারে লিপিবদ্ধ করে আমার মোবাইল ও কম্পিউটাবরে সেভ করে রেখেছি । দীর্ঘ দিন ধরে নিয়মিত তা আমি পাঠ করে থাকি । আপনি চাইলে এই তালিকা আমি আপনাকে পাঠাতে পারি ।
আল্লাহ তায়ালার ৯৯ নাম ও তাঁর মহাত্ততা নিয়ে একটি বই প্রকাশ করবেন শুনে খুশী হলাম । বইটিতে স্বনাম ধন্য দুজন লেখক যথা নতুন নকিব ও পদাতিক চৌধুরী সহায়তা করবেন শুনে ভাল লাগল ।
বইটিতে আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে পারলে মনে হয় অনেকের আরো উপকার হতো । বইটিতে কোন এক অধ্যায়ে মহানবীর উপর রচিত কিছু বিখ্যাত দুরুদ এবং শেয়াংসে আল্লার নীজ কালামে উল্লৈখিত ও কোরানে বর্ণিত রাব্বানা দিয়ে শুরু ৪০ টি দোয়া অন্তর্ভুক্ত করে দিলে মনে হয় বইটি আরো মুল্যবান আকার ধারণ করত । অবশ্য বিষয়টি একান্তনই আপনার নীজস্ব ব্যপার । এখানে উল্লেখ্য যে, ৪০টি রাব্বানা দোয়া নিয়ে একটি বই প্রকাশের জন্য আমি একটি পান্ডুলিপি আমার বই এর প্রকাশকের কাছে জমা দিয়েছি । দোয়াগুলি অারবী , বাংলা ,ও ইংরেজীতে বর্ণনায়ন করা হয়েছে যাতে যারা বাংলা পড়তে জানেন না তারাও এটা পাঠ করতে পারেন । আপনি চাইলে এর একটি সারাংস আপনার কাছে পাঠাতে পারি ।
আপনার মুল্যবান এই বইটি প্রকাশের বিষয়ে আমার সাধ্যমত সহযোগীতার আশ্বাস রইল । আমার সাথে যোগাযোগ করতে পারেন । ই মেইল ঠিকানা আমার প্রশ্নপত্র ফাঁসে আপনার মন্তব্যের ঘরে দেয়া আছে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫
সনেট কবি বলেছেন: আপনার উপর কোন চাপ প্রয়োগ করতে আমি চাইনি। ভালকাজে আপনার অংশগ্রহণ অবশ্যই সাদরে গৃহিত হবে। এখন তালিকার প্রায় সব পোষ্টে একাধীক সনেট রয়েছে। তবে ছন্দে পার্থক্য আছে। আমার স্ত্রীর পছন্দের ছড়া ছন্দের সনেটও যুক্ত করার ইচ্ছা রাখি। আপনার সাজেশন গ্রহণ করা হলে অবশ্যই ভাল কিছু হবে। আমি কাজটা সময় লাগিয়ে করতে চাই। আপনার মন্তব্যের বিষয় আমার খুব পছন্দ হয়েছে। আপনার যে কোন সহায়তা অবশ্যই সাদরে গৃহীত হবে। আমি আপনার মন্তব্যে অত্যন্ত খুশী হয়েছি। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
খায়রুল আহসান বলেছেন: এমন চমৎকার একটি কাজ সুসম্পন্ন করার জন্য প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল 'আ-লামীন এজন্য আপনাকে উত্তম বিনিময় দান করুন!
এ পোস্টটিকে প্লাস ও প্রিয় তালিকায় তুলে নিলাম। + +
আপনাকে এ কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দেবার জন্য নতুন নকিব এবং পদাতিক চৌধুরিকেও আন্তরিক ধন্যবাদ ও সাবাশ জানাচ্ছি। ১০ নং মন্তব্যে চাঁদগাজী এর ন্যায় আমিও আশাকরি, সবাই আপনাকে নিজ নিজ অবস্হান থেকে সাহায্য করবেন।
১৫ নং মন্তব্যে মলাসইলমুইনা একটা চমৎকার পরামর্শ দিয়েছেন। সেটা বিবেচনায় নেয়ার জন্য ধন্যবাদ। কে ত ন এর পরামর্শটাও ভাল লেগেছে।
সবশেষে, উপরে বর্ণিত ডঃ এম এ আলী এর দেয়া পরামর্শগুলো বিবেচনায় নেয়ার সুপারিশ করছি।
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭
সনেট কবি বলেছেন: আমি সম্পাদনা করতে গিয়ে প্রথমে তালিকা নিয়ে বিপাকে পড়লাম। সব তালিকা সর্বসম ত্রিভুজের ন্যায় হুবহু মিলে যাচ্ছেনা। পরে বুঝলাম কাছাকাছি উচ্চারণের একটি নামকে অনেকগুলো নাম ধরায় তারা গুরুত্বপূর্ণ অনেক নাম তালিকায় স্থান দিতে পারেননি। যাক এখন আমার যে তালিকা দাঁড়ালো এ বিষয়েও আমার মতামত প্রয়োজন। আমি অনেকের মতে কিছু একটা করতে চাই। কাজটা নাজাতের কারণ হবে বলে আমি মনে করি। যারা নিজে থেকে কাজ করবেন তাঁরা সম্পাদনা পরিষদে এমনিতে উঠে আসবেন। যেহেতু কাজটা আল্লাহকে নিয়ে সেহেতু একাজে আল্লাহর বান্দাদের সকলের সহায়তা আমাদের একান্ত কাম্য। সাধারণ কবিতায় আপনার হাত যথেষ্ট পরিপক্ক। আপনি এ ক্ষেত্রে কিছু সাধারণ কবিতা যোগ করতে পারেন। সব মিলিয়ে না হয় পরে পুস্তকের একটা ভাল নাম দেওয়া যাবে।
মডুদেরকে ধন্যবাদ তারা আমার তিন মেয়ের দু’মেয়েকে সেফ করেছে। হঠাৎ আমি মারা গেলেও আশা করা যায় সবার সহায়তায় তারা কাজটা সম্পন্ন করতে পারে। আমি প্রতি দিন কিছুনা কিছু করছি। আপনি নিরীক্ষা করলে দেখবেন এতে কত সনেট আছে। সামু একটা বৃহৎ পরিবার। এখান থেকে ভাল কিছু বের হওয়া সময়ের দাবী। আল্লাহ আপনার সার্বিক মঙ্গল করুন। আপনার সার্বিক সহায়তা কামনা করছি। অনেকের মত থেকেই আসলে একটা ভাল সিদ্ধান্ত বেরিয়ে আসে।
৩৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
হাবিব বলেছেন:
প্রিয় সনেট কবি! ৯৮ নাম্বার সনেট নামের সাথে লিংকের সঠিক সংযোগ হয়নি। প্লীজ ঠিক করে দিবেন।
দুই দিনে আমার সনেটগুলোঃ
১. আল-মাতিন
২. আল-হামিদ
৩. আল-মুহয়ী
৪. আল-মুয়ীদ
৫. আল-ওয়ালিয়্যু
৬. আল-জালীল
৭. আল-মুমিতু
৮. আল-কাইয়্যুম
৯. আল-ওয়াজিদ
১০. আল-হাইয়্যু"
১১. আল-ওয়াহিদুল আহাদ"
১২. আল-মাজিদ"
১৩. আস-সামাদ
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
সনেট কবি বলেছেন: ৯৮ নং আল মুবদী নয় আল মুনইমু হবে ঠিক করে দিয়েছি। আল-মুবদী আল বাদতে পাওয়া যাবে। সমস্যা হলো মহানবি (সাঃ) আল্লাহর ৯৯ নামের কথান বলেছেন কিন্তু তালিকা প্রদান করেননি। এখন কোরআন ও হাদীস যায়ী একেক জন একেক রকম তালিকা করছে। আমি ভাবছি কাছাকাছি নাম গুলো একই নাম্বারে রাখব। সেজন্য ওয়াহেদ ও আহাদ একই নাম্বারে রেখেছি। আল-হান্নান, আল-মান্নান ও দাইয়ান সম্পর্কে কিছু জানা যাচ্ছেনা বিধায় এখনো সনেট লিখা হয়নি।
৩৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
হাবিব বলেছেন:
মডুদেরকে ধন্যবাদ তারা আমার তিন মেয়ের দু’মেয়েকে সেফ করেছে। হঠাৎ আমি মারা গেলেও আশা করা যায় সবার সহায়তায় তারা কাজটা সম্পন্ন করতে পারে। আমি প্রতি দিন কিছুনা কিছু করছি। আপনি নিরীক্ষা করলে দেখবেন এতে কত সনেট আছে।
তাদের নাম কি জানতে পারি? মানে সামু নাম?
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
সনেট কবি বলেছেন: ব্লগার ফাহিমা জেরিন জেবা
ব্লগার সাহিদা সুলতানা শাহী
ব্লগার টুনটুনি
৩৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬
হাবিব বলেছেন:
সনেট কাব্যে আল-আসমাউল হুসনার ফজিলতঃ "আল-মান্নান, আল-হান্নান, আদ-দাইয়ান"
আল-হান্নান
আল-হান্নান আল্লাহ দয়ালু অধিক
তাঁর করুনাতে প্রাণী বাঁচে ঠিক ঠিক,
এ নামের গুণে পাপী ক্ষমা পেয়ে যায়
অতএব নত হও তাঁর সিজদায়।
দুনিয়ার দাম কিছু তাঁর কাছে নেই
মশা মাছি ডানাসম? নহে তাও নয়!
তাইতো সকল জীব খাদ্য (অন্ন) পায়
পাপীরাও থেকে বাঁচে তাঁর করুনায়।
আল-হান্নানে সম্মান সকল মর্যাদা
অনুগ্রহ পেতে চাও? মানো তাঁর কথা
দুনিয়াতে সদা তাঁর ইমানেই থাকো।
ক্ষমা পাবে পরপারে মহান সে দান
পাঁচবার সালাতে যে গাহে গুনগান
আল-হান্নান জিকিরে আল্লাহকে ডাকো।
আল-মান্নান
আল-মান্নান পরম (মহা) উপকারী
সবকিছু পৃথিবীর কল্যান তারই,
অধিক দয়ালু সঁত্তা মহা দয়াবান
জীবন জীবিকা তাঁর অনুগ্রহ দান।
মান্নানের নাম মুখে স্মরণের আগে
সীমাহীন দান তাঁর করুনারা জাগে,
নানাবিধ নেয়ামত করেন প্রদান
না চাইতে দেন যিনি বাড়িয়ে সম্মান।
অঢেল স¤পদ তবু পিছে রোগ থাকে?
অথবা অভাব সদা সুখ নাহি জাগে?
মুক্তি মিলবেই নাম স্মরণে মান্নান।
মান্নান নামেতে রব সতত হাজির
ঈমানেতে তাঁকে রাখো তিনিই নাজির
পেয়ে যাবে তাঁর গুণে সাজানো উদ্যান।
আদ-দাইয়ান
আদ-দাইয়ান তিঁনি মহা বিচারক
শেষ বিচারের দিনে মহান চালক,
পাপ-পূন্যের হিসাবে মহা বিবেচক
সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব তিনি করবেন।
দয়ার পরশ ছাড়া বাঁচবেনা কেহ
পাপীরা দুঃখিত হবে পুড়ে যাবে দেহ,
সতত আল্লাকে ডাকো আদ-দাইয়ান
বিচার সহজ তাঁর রাখে যে ঈমান।
কেয়ামতে জালিমেরা করে হা-হুতাশ
যতই করুক ভারী আকাশ বাতাস
সাজা হবে সেই দিন মহা প্রতিদানে!
দাইয়ান আল্লাহর (জিকির) স্মরণে
মাফ পেয়ে যেতে পারে মহিমার গুণে
সব কাজে মানুষেরা যদি তাঁরে মানে।
৩৯| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
হাবিব বলেছেন: অঢেল সম্পদ তবু পিছে রোগ থাকে?
৪০| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
হাবিব বলেছেন: الديان (আদ্-দাইয়ান/ মহা বিচারক): যিনি বান্দাদের হিসাব নিয়ে প্রতিদান প্রদান করেন। কিয়ামতের দিন যিনি বান্দাদের মাঝে বিচার-পরিচালনা করবেন।
الحنان (আল-হান্নান/ অধিক দয়ালু): বান্দাদের প্রতি অতি দয়ালু, মহাঅনুগ্রহশীল। সৎকর্মশীলদের সম্মানিত করেন। পাপীদের ক্ষমা করেন।
المنان (আল-মান্নান/ অধিক উপকারী, পরম করুনাময়) : প্রার্থনা করার পূর্বেই যিনি অনুগ্রহ শুরু করে দেন। অধিক দাতা- যার দানের সীমা-পরিসীমা নেই। নিজ বান্দাদের সকল প্রকার দান ও অনুগ্রহ করেন। নানাবিধ নিয়ামত ও রিযিক প্রদান করার মাধ্যমে করুনা করেন।
৪১| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্যার আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অভিনন্দন