![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
‘সুখের সন্ধান চাই’ হারানো বিজ্ঞপ্তি
পড়ে আফসুস হলো; শুধু কেন সুখ
এমন হারিয়ে যায়? হায়নার ভিড়ে
সুখদের নিরুদ্দেশ যাত্রা হতাশা জনক।
দুঃখ পর্যাপ্ত থাকছে সবার জীবনে,
না চাইতে চলে আসে দুঃখদের ঝাঁক;
অথচ সুখের জন্য কত কষ্ট করে
মানুষেরা অসফল হয় নিত্য দিন।
তথাপি সুখ আরাধ্য, প্রবল প্রচেষ্টা
সুখের নিমিত্তে চলে কষ্টকর শ্রমে
বিনিয়োগ হয় মেধা প্রত্যাশা পূরণে।
হারানো সুখেরা ফিরে হতাশার শত
কুয়াশাচ্ছন্নতা ভেদে শ্রমের মঞ্জিলে
হাসি-খুশি যোগে চলে আনন্দ মিছিল।
মন ফুল বনে
ঝুমকো তোমার ঝুলে কানে দোলে দোলে
বায় বায় হায় হায় দেখি লতিকায়
তোমার মুখের রূপ তাতে উপচায়
তোমাতে হারায়ে আমি নিজেরে না পাই।
সুকেশি দিলে তোমার খোঁপাখানি খুলে
অপলক চেয়েথাকি ঠান্ডা জোছনায়
জানিনা সেথায় আমি রয়েছি কোথায়
দেখি হায় তুমি ছাড়া আর কিছু নাই।
তুমি আছ আমি আছি মন ফুল বনে
দু’পায়ে নূপুর বাজে রিনি ঝিনি সুরে
মোহিত আমার মন প্রেয়সির সনে।
একদা আমার থেকে ছিলে বহু দূরে
আজ তুমি কাছে এসে ভরে দিলে বুক
এভাবেই প্রিয়তমা জীবন চলুক।
বিঃদ্রঃ ২য় সনেট ১২ তম মন্তব্যের পর যুক্ত হয়েছে।
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সনেট কবি বলেছেন: যথাযথ বলেছেন।
২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শান্তির মা মরে গেছে। শান্তির ডাইবেটিস। শান্তির বাপ গেছে রাজনীতি করতে। আপনি কি করে শান্তির সাথে আরামে ঘুমাইবে। বলুন।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০২
সনেট কবি বলেছেন: শান্তির জন্য বড় কষ্ট হয়!
৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের সুখ আমাদের নেতাদের হাতে,। আর সুখ কাকে বলে তা শিক্ষা নেয়া ওই শুশিল সমাজ আর বুদ্ধিজীবী দের হাতে। আমরা সব ♣♣♣♣♣♣
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫
সনেট কবি বলেছেন: আমরা সবাই দারুণ হতাশ।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
তারেক ফাহিম বলেছেন: প্রথ্যাশা সম্ভবত প্রত্যাশা হবে।
চাইলেও সুখে থাকা যায় না, বর্তমান সভ্যতায়।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬
সনেট কবি বলেছেন: সুখের খরা চলে সর্বত্র।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
আরোগ্য বলেছেন: নির্মল আনন্দ এ পৃথিবীর জন্য নহে।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭
সনেট কবি বলেছেন: তথাপি মানুষ সেটা তীব্রভাবে কামনা করে।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
ওমেরা বলেছেন: সুখ- দুঃখ আছে পাশাপাশি , সুখের জন্য কত কষ্ট, কত শ্রম দিতে হয় তবু সে আসতে চায় না। আর দুঃখ তাকে আমরা চাই না তবু কোন কষ্টও করি না তার জন্য তবু সে আমাদের ভালবেসেই আসে।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯
সনেট কবি বলেছেন: সুখের জন্য মানুষ দেশ ছেড়ে বিদেশেও পাড়ি জমায়।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
হাবিব বলেছেন: কবি সাহেব অনেক কাল পর আপনার মূল্যবান ব্লগের দেখা পেলাম। ধন্যবাদ। আপনি সবসময়ই ভালো লিখেন। এটাও তার ব্যতিক্রম নয়।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪০
সনেট কবি বলেছেন: কিন্তু কালজয়ি কিছু যেন লেখা হয় তেমন দোয়া কামনা করছি। অনুরূপ আপনার থেকেও প্রত্যাশা করি।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর সনেট .
শুভেচ্ছা নিয়েন ।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২
সনেট কবি বলেছেন: এখনো পথ যেন অনেক দূর মনে হয়।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮
নজসু বলেছেন: কারও কাছে সামান্য প্রাপ্তিতে মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকার নাম সুখ,
কেউ হয়তো অনেকে সব কিছু থাকার পরও সুখী নয়।
সুখের খোঁজে ছুটতে থাকেন।
আসলে সুখ জিনিসটি পুরোপুরি মানসিক একটি ব্যাপার।
নিজেকে সুখী ও পরিপূর্ণ মনে করতে মনের শান্তিই হয়তো আসল সুখ।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪
সনেট কবি বলেছেন: নিজেকে সুখী ভাবার চেষ্টা করা হলেও অনেক সময় সুখ অধরা মনে হয়।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
এই সুখ, এই না- সুখ এর মাঝেই জীবন। সুন্দর সনেট।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪
সনেট কবি বলেছেন: এভাবেই বেঁচে থাকতে হয়।
১১| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২
ঢাবিয়ান বলেছেন: সুখ না হোক একটু স্বস্তিতে থাকতে পারলেই মানুষ আর কিছু যায় না।কিন্তু এই স্বস্তিটাও সোনার হরিন আমাদের দেশে।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫
সনেট কবি বলেছেন: এদেশের মানুষ এখন আশা করাই ছেড়ে দিয়েছে।
১২| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আগে বলেন হুট করে কোথায় নাই হয়ে গেছিলেন?
কোঠাও গেলে বলে যাবেন না।
যাই হোক, আপনার পোষ্ট পেয়ে ভালো লাগলো।
অত্যন্ত মনোমুগ্ধকর।
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮
সনেট কবি বলেছেন: নাই হয়ে যাচ্ছি না। হয়ত অন্য কাজে মন দিতে হচ্ছে। সে জন্য ব্লগে কম আসা হচ্ছে।
১৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০২
সূর্যালোক । বলেছেন: সনেট খুব হয়েছে । ভালো লেগেছে ।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩
সূর্যালোক । বলেছেন: সনেটে লাইক ।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।
১৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১০
আখেনাটেন বলেছেন: সুখ! একে যদি পরিমাপ করা যেত তাহলে ভালো হত। কে কি পরিমাণ সুখ বহন করছে?
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭
সনেট কবি বলেছেন: পরিমাণ যাই হোক এটা সবার কাম্য; যতপাই ততচাই কোনমতে তৃপ্তি নাই।
১৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৬
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। খুব সুন্দর
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০
খায়রুল আহসান বলেছেন: আশা ও সুখ ইনভার্সলী প্রোপর্শনাল। আশা বেশী হলে সুখ কম, আশা কম হলে সুখ বেশী।
দ্বিতীয় সনেটের শেষ দুটো লাইন খুব সুন্দর হয়েছে।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১
সনেট কবি বলেছেন: মাঝে মাঝে অনুপ্রেরণা যুগিয়ে থাকেন, ভাললাগে।
১৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫
নজসু বলেছেন: নতুন সনেটের প্রতীক্ষায়।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪
সনেট কবি বলেছেন: ভাবছি কি করা যায়।
১৯| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২
ল বলেছেন: অসাধারণ লিখেছেন প্রিয়
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
সভ্যতা এমন যায়গায় এসে পৌঁচেছে যে, মানুষের সুখ শান্তি শুধু নিজের উপর নির্ভর করছে না