নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার বাকপ্রবাস

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮



ব্লগার বাকপ্রবাস প্রবাসের বাক
পরিপাটি ভাবনার মোহনিয়তায়
বিমুগ্ধ কথার ফুলে মালা গেঁথে যায়
সুন্দর সজিব মনে কি চমৎকার।
ছড়া ও কবিতা তাঁর খাঁটি মৌ-মৌচাক
সাহিত্যের শাখা সব লতায় পাতায়
একত্রে জড়িয়ে থাকে মায়া-মমতায়
যেন তা নিপূণ দান সৃষ্টি বিধাতার।

আছে তাঁর বে-শুমার সাহিত্য সম্পদ
পাঠকেরা মন দিয়ে পড়ে যায় সব
সে রত্নের রূপরাশি বাক্য ছন্দ পদ।
প্রবাসে দেশের কথা করে অনুভব
স্বদেশের করে কত মঙ্গল কামনা
এগুণী করেন কত সাহিত্য রচনা।


সনেট কাব্যে সামু ব্লগার

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর সনেট । অভিনন্দন বাকপ্রবাস ভাইকে।


বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে ।

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় চৌধুরি ভাইকে।

২| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ভালো লাগা।
শুভ কামনা।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উভয়ের জন্য শুভ কামনা।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।

৪| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

টিয়া রহমান বলেছেন: আপনাদের জন্য শুভকামনা।
ছবিটা কি বাকপ্রকাশ ভাইয়ার?

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সনেট কবি বলেছেন: সেটা কবি বাকপ্রবাস ভাল বলতে পারবেন। কারণ ছবিটি তাঁর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

৫| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: বাকপ্রবাসকে অভিনন্দন। কবি সাহেব,আপনার সনেটের প্রতি আমার ভালোবাসা নিরন্তর।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৬| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এইটা অন্যরকম ছিল। সুন্দর লিখেছেন কবি সাহেব

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সনেট কবি বলেছেন: যেমন চাই তেমন যেন এখনো লিখতে পারিনা। দোয়া করবেন।

৭| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

চোরাবালি- বলেছেন: ভালো লাগল এবং সুন্দর হয়েছে।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৮| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

আরোগ্য বলেছেন: বাকপ্রবাস ভাইয়ের ছড়া আমার খুব ভাল লাগে।
আপনাদের দুজনকেই অভিনন্দন ও শুভ কামনা জানাই।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৯| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:০২

নজসু বলেছেন: কেউ যে সবচেয়ে সুন্দর ছন্দ তৈরি করতে পারেন তা বাকপ্রবাস ভাইয়ের লেখা না পড়লে বুঝতে পারতাম না।
উনার ছন্দ ছড়া আমার অত্যন্ত পছন্দের।
খুব মজা করে লেখেন।
উনাকে দেখে অনুপ্রাণিত হই আমি।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

সনেট কবি বলেছেন: তাঁর লেখা আসলেই খুব উপভোগ্য।

১০| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: হে পরম করুনাময় অতি দয়ালু স্রষ্টা বাকপ্রবাস আর আমার চাচাজ্বীকে ভালো রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.