নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার হাবিব স্যার

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮



জনাব হাবিব স্যার সালাম নিবেন
ভাল থাকুন আপনি প্রভুর দয়ায়
পাঠকেরা আপনার নিপূণ লেখায়
সকলের খুশীমন প্রশান্ত অন্তর।
দয়াময় আপনার ভাল করবেন
স্থান পেয়ে মহানের স্নেহের ছায়ায়
ভাল হোক আপনার সর্ব অবস্থায়
আপনার কথা হোক অনিন্দ সুন্দর।

হে জনাব ইসলামী বিষয়ে লিখে
আপনি সকলে দেন সুশিক্ষা অনেক
তার থেকে লোক জন ভাল জ্ঞান শিখে।
আপনার জ্ঞানরাজ্য জগৎ আরেক
সেথাকার সুনক্সায় আছে কারুকাজ
এভাবে চলুক তবে আপনার কাজ।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

আরোগ্য বলেছেন: হাবিব স্যারকে অভিনন্দন জানাই।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে নিরন্তর শুভেচ্ছা।

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০২

এস এম ইসমাঈল বলেছেন: অভিনন্দন হে প্রিয় সনেট কবি
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজন সনেট কবির কবিতায়
মুগ্ধ আমি হায়, মুগ্ধ হইল সবাই
নয় শত ঊনত্রিশ সনেটের গড়া
গড়েছেন একক রেকর্ড, বিশ্ব জোড়া।।
ব্লগার ফরিদ আহমেদ নামে চিনে
সনেট কবি আরেক নাম রেখো মনে
অনুসারী জানি তাঁর একশত তিন
লিখেছেন তাই নিয়ে সনেট রংগীন।।
ধর্ম কর্মেও দেখছি আছে তাঁর মন
পাক নামে করেন সনেট বিরচন
সদা হাসি খুশী তিনি, মহা গুনীজন
ব্লগের কবিরা সবে তাঁর ভক্তজন।।
তাঁর গুণ মুগ্ধ ভক্ত আমি অভাজন
বেঁচে থাক সনেট কবি, দীর্ঘ জীবন।।

সুপ্রিয় সনেট কবিকে বিনম্র শ্রদ্ধায় নিবেদিত পংক্তি মালা ।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: আপনার সনেট প্রচেষ্টাও ভাল হয়েছে। যদিও সব লাইনে ৮+৬ ঠিক থাকেনি। তবে কবিতা ভাল হয়েছে। নিরন্তর শুভেচ্ছা আপনাকে। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২১

এস এম ইসমাঈল বলেছেন: আল হামদু লিল্লাহ! এই প্রথম সনেট লেখার প্রচেষ্টায় আপনার মুল্যবান মম্তব্য পেলাম। আপনার সুবিজ্ঞ মন্তব্য আর নিখুঁত সমালোচনা আমার পাথেয় হয়েই থাকবে। এর আগে কখনো সেভাবে সনেট লেখার চেষ্টা করিনি। অনেক অনেক ঋণী হলাম আমি, সুপ্রিয় সনেট কবি।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

সনেট কবি বলেছেন: তবে আপনি পারবেন বলেই আমার মনে হয়। আপনি হয়ত জনেন আমি আপনার লেখার একজন ভক্ত।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: হাবিব ভাই আমার চাচা আপনাকে নিয়ে সনেট লিখেছেন।
আমার চাচাজ্বী গ্রেট।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৫

সনেট কবি বলেছেন: ভাতিজারা চাচা সম্পর্কে হয়ত এমনই বলে।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: হাতে হারিকেন আর বাঁশ কেন ভাই?

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

সনেট কবি বলেছেন: ওটা তাঁর ব্লগ থেকে নেওয়া হয়েছে। সুন্দর লেগেছে অনেকটা সেজন্য।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

এস এম ইসমাঈল বলেছেন: সনেট লেখার তরে উৎসাহ দিয়ে অধমকে প্রাণিত করার আর বিশ্বাস রাখার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই, ওগো সুপ্রিয় সনেট গুরুজী।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

সনেট কবি বলেছেন: আপনার প্রতিভার প্রতি সুবিচার করা উচিৎ বলে মনেকরি।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: অপূর্ব মিথস্ক্রিয়া! আজ যদি শিষ্য গুরুর প্রতি বন্দনা করে থাকে তো গুরুজিও শেষে প্রাপ্তি স্বীকার করে সনেটির মাধ্যমে শিষ্যের গুরু বন্দনা কে স্বীকৃতি দিলেন। অভিনন্দন দু'জনকেই।

দুজনকে আমার অন্তরের হার্দিক শুভেচ্ছা।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

সনেট কবি বলেছেন: হাবিব স্যারের সাহিত্য প্রচেষ্টা আসলেই আমাকে বেশ মুগ্ধ করেছে। ধন্যবাদ চৌধুরি ভাই।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন,সত্যিই চমকপ্রদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর সনেট রচনা। হাবিব স্যারের সুন্দর বর্ণনা উঠে এসেছে। ভালো থাকবেন কবি

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

হাবিব বলেছেন:


এইতো আশা


প্রিয় সনেটর কবি আবেগে আপ্লুত
কিছুই বলার ভাষা খুঁজে নাহি পাই,
কেন এড়িয়েছিলাম কিভাবে জানিনা
এতো মধুর বর্ণনা কোথা গেলে পাই।
ক্ষমাতেই রাখবেন এইতো আশা
কি আর বলবো আমি নেন ভালোবাসা,
অধমের তরে কিছু দোয়া চেয়ে যাই
অল্প সহবত যেন আপনাতে পাই।

কলমের শক্তি যেন বাড়ে বহুগুণ
বাতিলের মসনদে ধরবে আগুন
অগ্নিঝরা লেখা সদা যেন থাকে।
হে আল্লাহ দয়াময় কবুল করুন
উত্তম জাযাহ দিন সনেট কবিকে
সতত যেন সদ্ভাব আমাদের থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.