নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মলাসইলমুইনা (নাইমুল ইসলাম)

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯



মলাসইলমুইনা আপনি হলেন
নাইমুল ইসলাম নিপূন কথায়
যে নিত্য নিজের কথা ব্লগের পাতায়
সাজায় সুন্দর করে স্নেহের আদরে।
ওমেরার প্রিয় ভাপু আপনি বলেন
পরিপাটি কথাগুলো কারুময়তায়
সুচিত্রে চমৎকার যেন সে কথায়
রাশি রাশি মনি-মুক্তা নিশিদিন ঝরে।

অপরার প্রিয় ভাপু সুহৃদয় কান্তি
আপনার লেখা পড়ে মুগ্ধতায় মজি
তাড়ায় সে লেখা যেন পাঠকের ভ্রান্তি।
আমরা পাঠক দল আপনাকে খুঁজি
গোচরেতে পেতে প্রিয় লেখা অনুপম
যে লেখা সরল পাঠে অতীব উত্তম।

মলাসইলমুইনা

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:
বাহ !!! বাহ !!!

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন।

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার লিখেছেন

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

সনেট কবি বলেছেন: তিনি অনেকের প্রিয় একজন ব্লগার। বিশেষ করে ব্লগার ওমেরা তাঁকে ভাপু বলে ডাকে।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @মলাসইলমইনা আপনি হলেন
ঠিক করেন।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ। ঠিক করেছি।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: আইডিটি একজন গুনি ব্লগারের সেটা সহজেই অনুমেয়, উনার লেখা পড়তে খুবই ভাল লাগে । আপনাকে ধন্যবাদ উনাকে নিয়ে লেখার জন্য।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সনেট কবি বলেছেন: তাঁর পোষ্ট পেয়ে যে ভাব এল তাতেই লিখে ফেল্লাম।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

নতুন নকিব বলেছেন:



দারুন। তিনি জ্ঞানের-প্রজ্ঞার-উৎকর্ষতার পেছনে ছুটে চলা আলোকিত অনন্য এক ব্যক্তিত্ব। তাকে নিয়ে সনেট সুন্দর হয়েছে। 'ভাপুকে'ও তুলে এনেছেন আপনার সহজাত গভীর অনুসন্ধিৎসায়।

শুভকামনা দু'জনের জন্য।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

সনেট কবি বলেছেন: তাঁর প্রতি ওমেরার ভক্তি বেশ ভাললাগে।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

সবুজের ইবনে বতুতা বলেছেন: ওনার নাম যে নাইমুল ইসলাম আপনার এ সনেট কবিতা না পড়লে হয়তো কোন দিনই বুঝতে পারতাম না!

সেজন্য, ধন্যবাদ সনেট কবি।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

নজসু বলেছেন: নাইমুল ভাইয়ের সাথে আমার পরিচয় নাই।
আপনার মাধ্যমে উনাকে শুভেচ্ছা জানাই।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সনেট কবি বলেছেন: তিনি খুব ভাল লিখেন।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনার দেয়া উৎসাহ কাজ করুক।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সনেট কবি বলেছেন: তিনি এমনিতেই ভাল লেখেন। আরো ভাল লেখলে সেটা বেশী ভাল হবে।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

অব্যক্ত কাব্য বলেছেন: বাহ্

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

অব্যক্ত কাব্য বলেছেন: শুভ কামনা কবি! আমার ব্লগ পাড়ায় ঘুরে আসার নিমন্ত্রন

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

সনেট কবি বলেছেন: আপনার ব্লগ পাড়ায় ঢুঁ মারলাম। ভাল কিছু আছে বলে মনে হলো।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

আখেনাটেন বলেছেন: গুণী মানুষ।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

সনেট কবি বলেছেন: আমার গত বইমেলায় প্রকাশ পাওয়া বইয়ে তাঁর একটা মন্তব্য আছে।

১২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: চমৎকার।
সামু ব্লগকে নিয়ে লিখবেন না?

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সনেট কবি বলেছেন: আল্লাহ চাইলে হয়ত লিখব কোন এক সময়।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পড়লাম। আর ভালোবাসা রেখে গেলাম। আপনার এই কবিতা দেখে আপনার প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো।সুন্দর

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সনেট কবি বলেছেন: পাশে থাকার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

হাবিব বলেছেন:




দারুন উপস্থাপনা...................
সনেটে..++++
১৪ জনের একজন হতে পেরে অনেক ভালো লাগছে....

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

সনেট কবি বলেছেন: বিষয়টা চমৎকার।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: উভয়ের জন্য শুভকামনা

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভ কামনা।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: গুণীর প্রতি গুণীর নম্রতা । সুন্দর সনেট । অভিনন্দন জানাই মান্যবরেষুকে ।

দু'জনকেই বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা রইল।।


০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

সনেট কবি বলেছেন: কিছু লোক মান সম্পন্ন পোষ্ট দিয়ে ব্লগের মান বাড়ান। নাইমুল ইসলাম তাদের এক জন।

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

নূর আলম হিরণ বলেছেন: আপনার উৎসাহ আশাকরি কাজ করে।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

সনেট কবি বলেছেন: তাহলেই আমার পরিশ্রম স্বার্থক।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

কানিজ রিনা বলেছেন: হা হা হা মুসাইমালানা নামটা এখনও ভাল
মত উচ্চারন পারিনা। অত্যান্ত ব্যক্তিত্ববান
ব্লগার। ওমেরা আফরা তো আমার অতিস্নেহের
ছোট বোন। সুন্দর পোষ্ট দিয়েছেন ওদের বন্ধুত্ব
চিরকাল টিকে থাক এই কামনা। ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

সনেট কবি বলেছেন: পুরো বিষয়টা কৌতুহল উদ্দিপক।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

পদ্মপুকুর বলেছেন: কানিজ রিনা বলেছেন: হা হা হা মুসাইমালানা নামটা এখনও ভাল মত উচ্চারন পারিনা।
হা হা হা হা, এইখানেও ঠিকমত উচ্চারণ করতে পারেননি। হবে মলাসইলমুইনা....

আমিও পারিনা, তাই মলাসই এর পর ডট ডট দিয়ে রেখে দিই। তিনি আমারও খুব প্রিয় ব্লগার। তবে আজকে জানলাম, সম্ভবত তিনি কিছুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন.... তথ্য হিসেবে আমার জন্য ভয়ংকর। কারণ ছাত্রজীবনে আমার প্রতিজ্ঞা ছিলো- দরকার হলে ফার্মগেটের ওভারব্রিজের উপর হকারি করবো, তবুও টিচিংয়ে যাবো না..

সনেট কবিকে কৃতজ্ঞতা। তিনি একটা অসাধারণ কাজ করে চলেছেন। ব্লগের সকল সদস্যকে নিয়েই তিনি সনেট লিখে ফেলেছেন। মহামতি পৈত্রাক নিশ্চয় আশির্বাদ জানাবেন তাঁকে।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

সনেট কবি বলেছেন: বেচারা আমার একটা কবিতা পড়ে যদি একটা মন্তব্য করতে পারতো তাহলে অনেক ভাল হতো।।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

কালো_পালকের_কলম বলেছেন: বাহ...

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

সনেট কবি বলেছেন: বেশ।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

তারেক ফাহিম বলেছেন: আমি উনার নিক আরবি হরফের ন্যায় ডানদিক থেকে পড়ি B-) তাহলে আর খটকা লাগে না।

উনি একজন গুনি ব্লগার।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

সনেট কবি বলেছেন: আমরা যে স্থানের অধিবাসী তাতে আমাদের এমনটাই হওয়ার কথা। লোকে আমাদেরকে জাপানী বলে।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

তারেক ফাহিম বলেছেন: আমরা যে স্থানের অধিবাসী তাতে আমাদের এমনটাই হওয়ার কথা। লোকে আমাদেরকে জাপানী বলে।

প্রতিত্ত্যর দেখে হাসতে হাসতে শেষ।

এখন আর এমন কেউ জাপানি বলে না।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

সনেট কবি বলেছেন: আমার বস আমাকে এখনো তেমন বলে।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

শায়মা বলেছেন: মলাভাইয়া আমারও অনেক প্রিয় আর আমি কষ্ট করে তার নাম পুরা লিখিও না! :)

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

সনেট কবি বলেছেন: কিন্তু আমি লিখলাম। ওটা এখন আমার মুখস্ত।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

তারেক ফাহিম বলেছেন: সামুতে বয়েস রেকর্ড থাকলে ভালো হত।

মালা ভাইয়াকে কে কেমন করে উচ্চারন করে শোনা যেতো B-)

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

২৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

মাহমুদুর রহমান বলেছেন: অভিনন্দন।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

জুন বলেছেন: অত্যন্ত গুনী ব্লগার মলাসইলমুনা জ্ঞ্যান যাকে অহংকারী করে তোলেনি।
তার সম্পর্কে আপনার প্রতিটি কথাই সত্য সনেট কবি । সত্যি প্রায়ই আমি তার ব্লগে গিয়ে নতুন লেখা খুজি ।
আপনার এই কঠোর পরিশ্রমের জন্য জানাই আন্তরিক মোবারকবাদ ।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সনেট কবি বলেছেন: আপনি তাঁর সম্পর্কে সুন্দর মূল্যায়ন তুলে ধরেছেন, সেজন্য আপনাকে নিরন্তর শুভেচ্ছা।

২৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৮

মলাসইলমুইনা বলেছেন: আর্জি ..

কবিবর আজ একি ! সনেট মন্দ না
সামান্য পাত্র নিয়েই, সনেট বন্দনা !
ধন্যবাদ একরাশ, তবু খুঁত খুঁত
মনে আজ সারাদিন, লাগছে অদ্ভুত ।
লিখি সব হাবিজাবি সামান্য ব্লগার,
তারেই নিয়ে সনেট,আদৌ দরকার ?
সনেট খুশি ছাপিয়ে লজ্জ্বা চাপা দায়,
কবিতাটা কি ড্রাফট আজ করা যায় ?

সনেটে বিশ্ব রেকর্ড আপন দখলে,
সামান্য ব্লগার আমি, রচনা কি চলে
আমাকে নিয়ে সনেট- পেত্রাকই শ্রষ্ঠা ।
অধমে বাদ দিয়েই,লিখুন দশটা
আরো সুন্দর সনেট,তাতেই আলোকিত,
হোক না ব্লগ ব্লগার, হোক সুরভিত ।

হায় হায় আর্জি জানাতে আমিও কি সনেট লিখে ফেললাম !তৌবা তৌবা ।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সনেট কবি বলেছেন: জুন যা বলেছেন আপনি আসলেই সেটা। আর আপনার সনেট প্রাণ ছুঁয়েগেল। আর আমি যে বইটি প্রকাশ করেছি তাতে আপনার একটি মন্তব্য ছাপা হয়েছে। আপনার কুরিয়ার ঠিকানা দিন আপনার জন্য এক কপি বই পাঠিয়ে দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.