![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
সাহিত্যের অগ্নি শিখা মনে হয় তাঁকে
কথারা এখানে এসে গল্প কবিতায়
একে একে বসে যায় প্রীতির নক্সায়
কল্পশিল্পে অভিনব শিখা রহমান।
তলিয়ে গল্পের তলে পাঠকেরা থাকে
মুগ্ধতা মতির রাজ্যে।পদ্যছন্দ ছায়
জোনাকের ঝাঁক উড়ে মৃদুমন্দ বায়
চন্দ্র জোছনায় শুনি ঝিঁঝিঁদের গান।
হে কবি হে গল্পকার নির্ভার অন্তর
সাহিত্যের মনি-মুক্তা রত্নফলা চাষা
আপনার সৃষ্টি সব অনিন্দ সুন্দর।
সাহিত্যে সমৃদ্ধ করে মায়ের এ ভাষা
করলেন কথা এর আরো অনুপম
যা করে মনের তৃষ্ণা নিত্য উপশম।
ব্লগার শিখা রহমান
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩১
সনেট কবি বলেছেন: তাঁর বিষয়টা আমি অনেক দিন থেকেই খেয়াল করছি। তিনি আসলেই ভাল কিছু করার চেষ্টা করছেন।
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
হাবিব বলেছেন:
আমি মুগ্ধ
.........................................
কত সুন্দর গাঁথুনিতে তৈরি আপনার
সনেটের ঝুড়ি। বাহ, মুগ্ধ হয়ে পড়ি,
পড়ি আর ভাবি একি! কিভাবে পারেন?
কিভাবে সাজান তিনি এমন কবিতা?
সনেটে তাঁহার ফুঁটে ছন্দের ঝঙ্কার
আহা, যদি পারতাম। তার মতো করে,
যদি পেতাম তাঁহার অল্প সহবত
মনে হয় পাল্টে যেত আমার কবিতা।
শব্দের তার তেমন বাধ্য ছেলে যেন
যেখানে বসায় সেথা চুপ মেরে থাকে
মন অন্তর আপ্লুত মুগ্ধ চেয়ে রই।
হে প্রিয় সনেট কবি, আপনার দেখা
জানা নেই হবে কিনা, তবু আশা মনে
আরো উচ্চতায় হোক জীবনের মই।
কোন প্রকার রাফ করা ছাড়া লিখেছি । ভুল মার্জনীয় ।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩২
সনেট কবি বলেছেন: আমরাও আপনার প্রতিভায় মুগ্ধ। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার সনেট দেখে মুগ্ধ হই বারবার
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩২
সনেট কবি বলেছেন: আপনার প্রতিভাও আমাদেরকে মুগ্ধ করে।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোনটাকে বাহবা দিবো !!
সনেট ভাই নাকি হাবিব স্যার !!
দু'জনেই চমৎকার লিখেন
বিশেষ করে হাবিব ভাইয়ের
তাৎক্ষনিক সনেট রচনা সত্যিই
ভাবায় আমাকে, কি দারুণ প্রতিভা !!
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪
সনেট কবি বলেছেন: হাবিব স্যার আসলেই খুব প্রতিভাবান।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
শিখা রহমানের পোষ্ট কেন যে পড়া হয়ে উঠেনি! উনি কি নিয়ে লিখেন?
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫
সনেট কবি বলেছেন: উনি বিভিন্ন বিষয়ে খুব চমৎকার লিখেন।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯
ল বলেছেন: কি সুন্দর উপস্থাপন করেছেন।খুব ভালো লাগলো পড়ে
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
শিখা রহমান বলেছেন: সনেট কবি আমি অভিভূত। আমাকে নিয়ে কেউ কখনোই কবিতা লেখেনি, সনেট তো দূরের কথা।
সনেট আপনি বরাবরই ভালো লেখেন। আর এটা যেহেতু আমাকে নিয়ে লেখা একটু বেশী ভালো লেগেছে, যদিও সনেটে আমার গুণ গুলো একটু বাড়িয়েই বলেছেন। অবশ্য কবিতা আর যুদ্ধে সব ঠিক।
ব্লগের এমন সব গুণী লেখক-কবিদের নিয়ে আপনি সনেট লেখেন যে আমাকে তাদের সাথে দেখে আমি আপ্লুত।
শুভকামনা। পোস্ট প্রিয়তে নিলাম। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯
সনেট কবি বলেছেন: আমি অবশ্য আপনাকে যথাযথ উপস্থাপনের চেষ্টা করেছি।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ মাহামুদ ভাই।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
এস এম ইসমাঈল বলেছেন: ব্লগার শিখা রহমান-কে নিয়ে সনেট কবির পংক্তিমালা বহমান
একজন যোগ্য ব্লগ লেখক পেলেন যথাযোগ্য সম্মান।
ধন্যবাদ ওগো সুপ্রিয় সনেট কবি।
বার বার দেখা হবে আশা করি।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪০
সনেট কবি বলেছেন: আপনার লেখা অবশ্য আমার ভাল লাগে। সময় পেলে আপনার ব্লগে ঘুরতে যাই।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
নীল আকাশ বলেছেন: ব্লগে আমার প্রিয় ব্লগার যে নিয়ে লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিতার উপমা গুলি শিখা আপুর জন্যই উপযুক্ত। আবারও আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল শুভ কামনা।