নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

কবি শাহরিয়ার কবীরের ভাবনার রূপায়ন

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০



শাহরিয়ার কবীর মোহাচ্ছন্ন এক
স্বপ্নীল ছন্দের শিল্পী, বিস্তারে চিন্তার
অরণ্যে অমোঘ স্মৃতি, চঞ্চল রোদ্রের
ঝলক খোঁজে অক্লান্ত জীবন রক্ষায়।
বিষাক্ত সর্পের ফনা পিছনে বারেক
দেখে কুয়াশা আঁধারে, ছায়া মুর্তি কার?
সে কি কোন হতাশার ধোঁয়ার বিস্তার
করছে নির্ভাবনায় স্নিগ্ধ চন্দ্রিমায়?

ভাবনার ইঁদুরের দৌড়ে খরগোস
তাদের ভয়ার্ত দৃষ্টি যেন ধোঁয়া দেখে,
এলো মেলো মহাসৃষ্টি। জ্ঞানের তাপস
জিজ্ঞাসে জীবন বৃথা? কবি বসে লেখে,
কল্পনা থমকে যায়, ঝরে আঁখি জল
নিভাতে চেষ্ঠায় যেন অন্তর অনল।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মিল দিয়ে-দিয়ে লিখেছেন।
পড়ে মুগ্ধ হয়েছি।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনার প্রতি নিরন্তর শুভেচ্ছা।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


সনেট সুন্দর হয়েছে; শাহরিয়ার কবীর সমাজ নিয়ে কইছু লিখলে ভালো হতো।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯

সনেট কবি বলেছেন: আপনি সবার চাহিদা মিটাচ্ছেন বলে হয়ত এ বিষয়ে অনেকের গরজ কম।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

অপু দ্যা গ্রেট বলেছেন:


নিভাতে চেষ্ঠায় যেন অন্তর অনল!!!!!!


শেষের এই লাইনটা ছুয়ে গিয়েছে ।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

নজসু বলেছেন:



শুভেচ্ছা আর শ্রদ্ধা রইল।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬

সনেট কবি বলেছেন: আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

তারেক ফাহিম বলেছেন: উভয়ের জন্য শুভকামনা।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: অসাধারণ লেখণীর গভীর অনুভূতি বিজড়িত সনেট নান্দনিক কাব্য রূপায়নের অপরূপ কাব্যিকতায় মুগ্ধ হ'লাম কবি । আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিবেন। ভাল থাকবেন। কামনায় রেখে গেলাম সর্বাঙ্গীন মঙ্গল ও শুভকামনা।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যের পরথম বাক্যতেই আমি অজ্ঞান। দোয়া করবেন যেন আপনাকে কবিতায় ধারণ করতে পারি। You are a great poet of Samu.

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০১

শাহরিয়ার কবীর বলেছেন: @প্রিয় চাঁদগাজী ভাই সোশ্যালিজমের ভেতরেই তো পড়ে আছি, তাই ওসবের ভেতর থেকে বের হবার জন্যই রোমান্টিকতা নিয়ে কিছু লেখা। ওয়েল আপনি যখন বলেছেন ভবিষ্যতে সমাজ নিয়ে লেখার চেষ্টা করব। সবসময় ভালো থাকবেন, শুভকামনা।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

সনেট কবি বলেছেন: কবি কবিতা কিছুটা এডিট করলাম। জানিনা আগেরটাই ভাল ছিল নাকি নতুনটা ভাল হলো। তবে সব বাদ দিয়ে আপনি আমার একজন প্রিয় কবি।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

তারেক ফাহিম বলেছেন: অনেক দিন হল দেশী, বেড়াতে আসেন না। B-)




১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

সনেট কবি বলেছেন: বিবিধ কারণে সব কিছু ঠিকমত করা হয়ে উঠেনা।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

সামিয়া বলেছেন: অসাধারণ----------------

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবি শাহরিয়ার কবীরকে ভালো পাই। তাঁর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করি।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সনেট কবি বলেছেন: তাঁর কবিতাগুলো বেশ ভাল লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.