নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মোঃ আল মামুন শাহ

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০



মোঃ আল মামুন শাহ ব্লগার এমন
অবসান চান যিনি অনৈতিকতার
আর চান পরিপাটি জীবন যাত্রার
সুন্দর স্বদেশ এক সুখ-শান্তিময়।
ইসলামী চেতনায় সিক্ত তাঁর মন
চায় এর সুমহান আদর্শ বিস্তার
জাহান্নাম হতে চায় মানব নিস্তার
আল্লাহর পথ যেন সবে প্রাপ্ত হয়।

মামুনের ইচ্ছেগুলো ব্লগের আকাশে
তারা যেন ঝাঁক বেঁধে তারা হয়ে ভাসে
নিপূণ কথায় রাজ্যে উজ্জ্বল্য প্রকাশে।
কল্যাণের কামনার সুচিন্তা বাতাসে
তাঁর মাঝে আছে যেন দূর্নিবার গতি
এমন বিরাজে তাঁর রত্নরূপ মতি।

ব্লগার মোঃ আল মামুন শাহ

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রিয় কবি , বরাবরের মতোই সুন্দর হয়েছে সনেট :)

আপনি কি ইংরেজিতে সনেট লেখেন না?

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

সনেট কবি বলেছেন: ইংরেজীতে সনেট লেখার চেষ্টা করছিনা। কারণ আমাদের গুরু মধু বাবু ইংরেজীতে লিখতে গিয়ে ছেড়ে দিয়েছেন।

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

হাবিব বলেছেন: বাহ বেশ ....... ভালো লাগলো প্রিয় সনেট কবি

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

সনেট কবি বলেছেন: রহমানের হাবিব, আপনার সনেট আমার অনেক প্রিয় হচ্ছে। সনেটে কোরআনের অনুবাদ অব্যাহত থাকুক, এ কামনা করি।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় লেখক।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মামুন ভাইকে অভিনন্দন। ভালো সনেট ।

শ্রদ্ধা ও ভালবাসা প্রিয় কবি ভাইকে।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১০

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা চৌধুরি ভাই।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: প্রিয় কবি,
আমার ব্লগ সম্পর্কে এত নিখুঁত পর্যবেক্ষণ। আমিই সত্যি ই বিস্মিত। আমি অত্যন্ত আনন্দিত যে আপনি আমাকে নিয়ে সনেট লিখেছেন। সত্যিই প্রত্যেকটা সনেট লেখার পূর্বে আপনি অনেক ভাবেন। আজকে তার প্রমান পেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবি ভাই।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২

সনেট কবি বলেছেন: সনেট মিলাতে একটু কষ্ট করতেই হয়। আর যার সম্পর্কে লেখা হয় তাঁকে নিয়ে একটু পড়া-শুনা না করলেও হয় না।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

বলেছেন: দুজনকে জানাই শুভ কামনা

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.