![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ধুসর স্বপ্নেরা উড়ে কল্পনা আকাশে
মোহনীয় শ্বেতশুভ্র বলাকার ঝাঁক
যেন তারা, অবিরাম মেঘ করে ফাঁক
নিমিশে মিলিয়ে যায় নীল নীলিমায়।
কে চায় ঐশ্বর্য দেখে কোন অবকাশে?
স্বপ্ন যার হয়ত সে চায় কেটে যাক
সোনালী সে দিনগুলো, সেরকম থাক
প্রত্যাশার প্রজাপতি হয়ে চন্দ্রিমায়।
ভাসমান প্রত্যাশারা জলে ভেসে আসে
আবার হারিয়ে যায় হতাশার স্রোতে
তথাপি হৃদয় ভরে সে ফুল সুবাসে।
তারা আরো কাছে আসে কাছাকাছি হতে
টানা আর পোড়নেতে হতাশার কালো
কেটে গিয়ে ফের জ্বলে স্বপ্নের সে আলো।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।
২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সোনালী সে দিনগুলো,
সেরকম থাক প্রত্যাশার প্রজাপতি হয়ে চন্দ্রিমায়।
.......................................................................
হৃদয় ভরে গেছে ফুলেল সুবাসে।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
সনেট কবি বলেছেন:
এভাবেই ফুল যেন ঝরে ঝরে পড়ে
ফুলের প্রেমির জন্যে সুবাস বিলাতে।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভালো লাগল।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
সনেট কবি বলেছেন:
কোন এক সৌরভময় রাতে
জোনাকির দল যেন ঝাঁক বেঁধে উড়ে।
-হঠাৎ ভাবের রাজ্যে অনুপ্রবেশ এবং বিচরণ। তবে সেটা এখনো চলছে।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সাম্প্রতিক কালের মধ্যে শ্রেষ্ঠ লাগলো আজকের সনেটটি । ++++
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
সনেট কবি বলেছেন:
মনে হয় হেঁটে চলি সমূদ্র সৈকতে
প্রেয়সির হাত ধরে তারাভারা রাতে।
ভাবের সমূদ্র যেন এখন উথাল-পাথাল
ঢেউ গুলো ক্রমাগত আছড়ে পড়ে কুলে।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
ভালো লেগেছে সনেটের ছন্দ ও ভাবনা
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১
সনেট কবি বলেছেন:
জীবন হয়ত সিক্ত হয় কোন বরষায়
হয়ত কখনো কোন স্বপ্নীল ভরসায়
আপনার জন্য শুভ কামনা।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনি কি আবৃত্তি করতে পারেন?
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২
সনেট কবি বলেছেন:
হয়ত কিছুটা পারি সেরকম নয়
তেমনটা পাইনা যে অনেক সময়।
৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২
নজসু বলেছেন:
আঁধার কেটে আলো আসুক সবসময়।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
সনেট কবি বলেছেন:
স্বপ্নের বালু চরে হাঁটছি একলা
অনেকটা সময় পার হয়েছে ওবেলা।
-মন্তব্যে শুভেচ্ছা জানবেন।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
আরোগ্য বলেছেন: স্বপ্ন অমূল্য, সত্যি হলে মূল্য কমে যায়।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১০
সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।
৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
আহমেদ জী এস বলেছেন: সনেট কবি,
স্বপ্নেরা অমনই , খাবি খেতে থাকে জলে আর আকাশে, যখন তখন।
সুন্দর হয়েছে সনেটের ভাবনারা।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১২
সনেট কবি বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে নিরন্তর শুভেচ্ছা।
১০| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
হাবিব বলেছেন: প্রিয় কবি স্বপ্ন তো অসাধারন লাগলো..................
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১২
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১১| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
ইয়োডা বলেছেন: শেক্সপিয়র,মিল্টন,জন ডান সহ অনেকের সনেটের সাথে আপনার সনেটের মৌলিকত্বের মিল পাই না । তবে ছন্দের মিল ভাল করতে পারেন। সনেট নামে যেগুলো চালাচ্ছেন ,বাহবা পাচ্ছেন । সেগুলো কতটুক সনেট হলো উচ্চতর পাঠকদের উপরে ছেড়ে দিলাম।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
সনেট কবি বলেছেন: তুলনা মূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: চমৎকার।