নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সময়ের স্বচ্ছস্রোতে

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭



উদাস দুপুর শেষে সুভদ্র বিকেল
ঘুমন্ত রাতের কোলে সস্তির আরাম
অসাঢ় সময় জুড়ে বিনম্র বিশ্রাম
প্রভাতে কাজের ডাকে ছুটে যেতে হয়।
লাগেনা সুখের জন্য সম্পদ অঢেল
ধরে রাখা চাই তীব্র লোভের লাগাম
একাজে থাকতে হয় ব্যবস্থা আগাম
না হয় জীবন যুদ্ধে ঘটে পরাজয়।

নিরিবিলি দিন মাস বছর প্রত্যেক
পেরিয়ে এখন ভাবি চলে যেতে হবে
রয়েছে অতীত কথা স্মৃতিতে অনেক।
কি পেয়েছি কি পাইনি কি পেরেছি দিতে?
সময়ের স্বচ্ছস্রোতে বুলিয়ে দু’চোখ
ত্যাগের শিশিরে দেখি জমে আছে সুখ।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


ছবিট নারীগুলোর জীবন কি এমন হওয়ার কথা ছিলো? শেখ হাসিনা বা বেগম জিয়ার দেশে এগুলো সম্ভব; জার্মানীর মার্কেল একজন রিফিউজীর জীবনও এত খারাপ হতে দেবেন না।

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

সনেট কবি বলেছেন: আমাদের ব্যবস্থা মার্কেলদের জন্মের পথ রুদ্ধ করে রেখেছে।

২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

রাকু হাসান বলেছেন:


শব্দের তালে পড়তে ভালো লাগলো কবি সাহেব ।

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

সনেট কবি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

রাফা বলেছেন: সনেট‘তো ভালোই হইছে।
তয় একটা জিজ্ঞাসা ,সচ্চ নাকি স্বচ্ছস্রোত ?
ভুল হইলে ডোন্ট মাইন্ড।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

সনেট কবি বলেছেন: ভুল ধরেছেন। খুশী হইছি।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার সনেট। +++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

সনেট কবি বলেছেন: আপনি পড়েছেন জেনেই অনেক খুশী।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

সনেট কবি বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর সনেট উপহার দিয়েছেন শ্রদ্ধেয় কবিবর, মুগ্ধ কবিতার কথামালায়।

শুভকামনা জানবেন সবসময়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: অনেকটা হতাশায় ভুগছি। অনেকেই বলছে সেক্সপিয়র মিল্টনদের মত হচ্ছে না। তবে চেষ্টাতো অনেক সময় করি কিন্তু এরপরও না হলে কি করব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.