নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র মুক্তিপাক

১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯



‘গণতন্ত্র মুক্তিপাক’ ঠিকঠাক ভোটে
নূরের আত্মার কান্না শুনি যেন কানে
অথচ কি হবে ভোট কি জানি কে জানে
এদেশে নীতির ক্ষেত্রে নিশ্চয়তা নেই।
জানেনা ত্রিশ তারিখ ভোটের কি ঘটে
ভোটারের মন ভাসে জিজ্ঞাসার বানে
সে যেন হারিয়ে যায় সন্দেহ তুফানে
না জানি হারিয়ে ফেলে কেউ নিজেকেই।

কাড়াকাড়ি কারবারে গণতন্ত্রকাত
বঞ্চিতের মনরাজ্যে জমে থাকে শোক
আনন্দে বাজায় তালি ভোটের ডাকাত।
কতিপয় চায় শুধু ঠেঁকাঠেঁকি হোক
যে ভাবেই হোক লোকে জয় শুধু চায়
সে দুঃখে অঝোরে কাঁদে নূরের আত্মায়।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সনেট কবি ভাই
কৃতিমানদের নিয়ে লেখা
আপনার সনেটগুলো পড়ি
মনোযোগ দিয়ে। শুভেচ্ছা রইলো

১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সনেট কবি বলেছেন: কৃতজ্ঞতা জানবেন জনাব।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: অনেক ভাবিলাম। ভাবিতে ভাবিতে বেলা কাটিতে লাগিল। একবার মনে হইল নিরুদ্দেশ হইয়া যাই না কেন?

১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সনেট কবি বলেছেন: কিন্তু সাধুভাষা একালে চলে কি?

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

ডার্ক ম্যান বলেছেন: গণতন্ত্র বলিতে আপনি কি বুঝেন

১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সনেট কবি বলেছেন: কি বুঝি সে বিষয়ে গবেষণা চলছে!

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

আফসানা মারিয়া বলেছেন: করুণ কাহিনীতেই জীবন রস!

১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সনেট কবি বলেছেন: তাহলেতো মনে হয় আমরা ভালআছি।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: প্রবীনদের দ্বায়িত্ব হচ্ছে সত্যের পাশে দাঁড়িয়ে তরুনদের সঠিক পথ দেখানো। দুঃখজনক যে আমাদের দেশে সেই প্রবীনরাই সচেয়ে বেশি পথভ্রষ্ট, যা শুধু দৃষ্টিকটুই নয়, বড় পীড়াদায়ক।
অনেক অনেক শ্রদ্ধা ও শুভকামনা রইল আপনার জন্য।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

সনেট কবি বলেছেন: জানিনা কবে নাগাদ এ জাতি পথের দিশা পাবে।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

মাহমুদুর রহমান বলেছেন: আমি পালিয়ে যাব এ দেশ থেকে।অস্থিরতা বড় অসহ্যকর লাগে আমার কাছে।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০

সনেট কবি বলেছেন: পালাব যে কোথায় সেটাও খুঁজে পাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.