নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার আরোগ্য

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩



ব্লগার আরোগ্য সব অসুস্থ্য মনের
চিকিৎসা কামনায় প্রচেষ্টা চালান
নিজের সর্বস্ব দিয়ে।তাঁর অফুরান
চেষ্টা রয়েছে সত্যের বোধগম্যতায়।
ব্লগে তাঁর বার্তা দেখি অবোধজনের
জানার নিমিত্তে যাতে তথ্যের সন্ধান
রয়েছে সাজানো সব, যাতে আছে টান
অনন্য সত্যের প্রতি মনমুগ্ধতায়।

কবিতা নিবন্ধে গুণী, নৈপূণ্যে অদ্ভুত
সুন্দর মন্তব্যে তিনি।অনবদ্য দেখি
পরিপটি লেখা তাঁর রয়েছে নিখুঁত।
আমরা অনেক কিছু তাঁর থেকে শিখি,
তাঁর উপস্থাপনের সেরকম সব
নিরন্ত করায় প্রিয় সত্য অনুভব।

ব্লগার আরোগ্য

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

হাবিব বলেছেন: মাশাআল্লাহ.........

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


নিকটা উনার জন্য ঠিক হয়েছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

সনেট কবি বলেছেন: আশাকরি আমরা সব সময় ভাল কিছু পাব।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



দারুন ।

প্রতি প্রিয় ব্লগারদের নিয়ে কবিতা ।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ! এই মুহূর্তে আমি বাকরুদ্ধ। সনেট পড়ে মন্তব্য করার শব্দ পাচ্ছি না।
শ্রদ্ধেয় সনেট কবি আমাকে ক্ষমা করুন। আমি খানিক পরে মন্তব্য করতে চাচ্ছি।
বারবার কবিতাটি পড়তে মন চাইছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর সনেটে আরোগ্যের পরিচয় পেয়ে মুগ্ধ হলাম। অনেক অনেক অভিনন্দন প্রিয় আরোগ্যকে। কবি ভাইকে ধন্যবাদ এমন সুন্দর উপস্থাপনের জন্য।

দুজনের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

নতুন-আলো বলেছেন: সুন্দর সনেটে ব্লগার আরোগ্যর বর্ণনা .......++

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর সনেট।
চমৎকার হয়েছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

ডার্ক ম্যান বলেছেন: আপনার একটা বই আমার সংগ্রহে আছে , অথচ আজ পর্যন্ত আমাকে নিয়ে কোন সনেট লিখলেন না। অবশ্য ব্লগারদের কমপক্ষে ১০টি বই আমার কালেকশনে আছে

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭

সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে এ মাত্র একটা সনেট লিখে শেষ করলাম। কাল পোষ্ট করার ইচ্ছে আছে।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

আরোগ্য বলেছেন:

"ব্লগার আরোগ্য সব অসুস্থ্য মনের
চিকিৎসা কামনায় প্রচেষ্টা চালান"
ইহা পড়িয়া ব্লগের তরে জাগিলো
হৃদয়ে অনন্ত যৌবনা নতুন প্রাণ।

" কবিতা নিবন্ধে গুণী, নৈপূণ্যে অদ্ভুত
সুন্দর মন্তব্যে তিনি।অনবদ্য দেখি
পরিপটি লেখা তাঁর রয়েছে নিখুঁত।
আমরা অনেক কিছু তাঁর থেকে শিখি,,"
ইহা পড়িয়া আমি হইলাম
লজ্জায় শতাধিক কুটি কুটি।

শ্রদ্ধেয় সনেট কবি যখন ব্লগারদের নিয়ে
সনেট রচনায় প্রতিনিয়ত ব্যস্ত।
উহা পড়িয়া আমিও ভাবিতাম
কবে আসিবে মোর নামটাও।

আমার ব্লগ বাড়িতে আজ খবর পাঠালো
আরেক সনেট কবি প্রিয় হাবিব স্যার।
দৌড়ে এসে সনেট দেখে স্তব্ধ আমি,
বলবো কী আর? আমি হতবাক!!!


সনেট পড়ে মুগ্ধ আমি, আমি বিমোহিত
শ্রদ্ধেয় সনেট কবিকে জানাই অনেক শুভাশীষ।

এত সুন্দর করে আরোগ্যের পরিচয় তুলে ধরার জন্য আমি সনেট কবির কাছে চির কৃতজ্ঞ। দোয়া রাখবেন।
আজকের সনেট কিন্তু সবচেয়ে ভালো হয়েছে।
;)
সদা আরোগ্য থাকুন।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

নজসু বলেছেন:


আমার পছন্দের একজন ব্লগার।
প্রিয় একজন ভাই।
অতি আপনার।
সবাইকে আপন করে নেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি,

আমার ছোট ভাইটাকে সুন্দর করে সিনেট তুলে আনার জন্যে।


আরোগ্য নিজ গুণে সমাদৃত ব্লগ পাড়ায়।


দুজনের জন্যে শুভ কামনা নিরন্তর।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: একজন সহব্লগারকে নিয়ে সনেট রচনা করে তাকে যে সম্মান প্রদর্শন করলেন, তার জন্য আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকে ব্লগে না দেখে সনেট মিস করি। আরোগ্যকে নিয়ে লেখা সনেট ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.