![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
হাজার সনেট লেখা এখন স্বপ্নের
ফ্রেমে আটকানো নয়।এখন বাস্তব
এ কঠিন কবিতার মহাঅসম্ভব
পর্বত শিখরে উঠে আনন্দ প্রকাশ।
স্বপ্ন পূরণ করতে অনেক যত্নের
প্রয়োজন হয়ে থাকে।তাহলে সম্ভব
হয় কামনা নিজের।নিত্য অনুভব
এখানে হারাতে নেই, কোন অবকাশ।
আমি চেয়ে অতঃপর দেখেছি কি হয়
হয়ত প্রচেষ্টা অত ছিলনা নিখুঁত
তথাপি দেখছি চেষ্টা অসফল নয়।
অবশেষে হয়েগেছি আমি অভিভূত
হাজার সনেট হয়ে আড়ালের এক
প্রত্যাশা পূরণে হলো আনন্দ অনেক।
বিঃদ্রঃ গতকাল আমার এক হাজারতম সনেট পোষ্ট করেছিলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
সনেট কবি বলেছেন: এক সময় ভাবতাম পারব কি না। এখন দেখলাম পেরেছি। আল্লাহ সহায় হলে ইচ্ছা পূরণ হয়।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯
গেছো দাদা বলেছেন: দারুন লাগলো । এভাবেই লিখে আমাদের আনন্দ দিতে থাকুন কবি ।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
সনেট কবি বলেছেন: এখন চাই এমন কিছু লিখতে যা সব ভাষায় অনুবাদ হবে। জানি না হবে কি না। আশা করতে দোষ কি?
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: সামু ব্লগ এবং ব্লগারগন গর্ব করতে পারে আপনাকে নিয়ে।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
সনেট কবি বলেছেন: এখন চাই এমন কিছু করতে যাতে সব মানুষ উপকৃত হতে পারে। জানি না হবে কি না?
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: অভিনন্দন
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন!
সহস্রাব্দের ( বছরে নয় ) সনেটের আঙিনায় পদার্পণে আমরা গর্বিত ।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা শ্রদ্ধেয় কবিভাইকে।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০
সুদীপ কুমার বলেছেন: চেষ্টা অসফল নয়।
লিখে যান সব সময়।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
হাজার সনেট এর জন্য শুভ কামনা কবি
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অভিনন্দন আপনাকে। এগিয়ে যান...