![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
দেখছি আরো একটি প্রভাত উদয়
রাতের নিদ্রার পর প্রাণের সুবাস
ভোরের শিশির ভেজা কচি কচি ঘাস
সৃষ্টিরা সবাই জাগে পাখিদের গানে।
শুকরিয়া হে আল্লাহ, দৃষ্টির তলায়
নির্মল সুখেরা ঝরে, শান্তির নিবাস
সেথায় আমরা গড়ি, প্রবাহে বাতাস
জীবন ধারনে সব আপনার দানে।
দেহযন্ত্র কাজ করে ঠিকঠাক সব
দারুণ শ্বাস-প্রশ্বাস স্বরের সবাক
নির্ভার প্রশান্তি দেহে করি অনুভব।
চাই এরকম চির সব টিকে থাক
কষ্টারা হারিয়ে যাক দূর তেপান্তরে
হে প্রভু সুখেরা থাক আমাদের ঘরে।
বিঃদ্রঃ আমার অন্য ভাষায় অনুবাদযোগ্য কবিতা লেখার প্রথম প্রচেষ্টা এটি। এর আগে এমনটা ভাবিনি।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জনাব।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
নজসু বলেছেন:
আমাদের এখানে আজকে রবি মামার চেহারাই দেখা যায়নি।
আবহাওয়া বিষণ্ন।
প্রিয় সনেট কবির মনোমুগ্ধকর লেখা আর অরুণ আলোর ছটা দেখে
মনটা ভরে গেলো।
শুভ সকাল।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫
সনেট কবি বলেছেন: যাক রবিকে ছবীতে হলেও দেখলেন।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
সামিয়া বলেছেন: সুপ্রভাত কবি------------
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১২
পবিত্র হোসাইন বলেছেন: শুভ সকাল
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
কানিজ রিনা বলেছেন: অসাধারন হয়েছে শ্রদ্ধা সহ অভিনন্দন।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়া।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: সনেট ভালো লেগেছে +++
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
হাবিব বলেছেন: আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর খুব।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! নতুন আলোয় নির্মল প্রশান্তি।
সনেটে ভালো লাগা ।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা শ্রদ্ধেয় কবিভাইকে।