![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মানুষের কষ্ট দেখে অন্তর পোড়ায়
কি ব্যবস্থা করা যায় যন্ত্রণা লাঘবে?
অক্ষমের পাশে এসে সক্ষম দাঁড়াবে
বিশ্বজুড়ে এ ব্যবস্থা থাকা দরকার।
অযথা মানুষ কেন সংঘাতে জড়ায়?
মানুষ কি মানুষকে আস্ত গিলে খাবে?
তারা কি এমন করে অশান্তি ছড়াবে?
তারা কি ছেড়ে দিবেনা বৃথা অহংকার?
কে দিবে উত্তর এর? হে মানুষ বস
গড়ায় সুন্দর এক পৃথিবী অনন্য
না হও লোভেতে পড়ে পিশাচ রাক্ষস।
শুনেছি মানুষ নাকি মানুষের জন্য
বাস্তব এটাই হোক ক্ষোভের অনল
নিভিয়ে গড়ায় সুখী পৃথিবী নির্মল।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩১
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১০
আরোগ্য বলেছেন: সুদিন একদিন আসবেই।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২
সনেট কবি বলেছেন: অপেক্ষায় থাকলাম।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫২
অপু দ্যা গ্রেট বলেছেন:
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩
সনেট কবি বলেছেন: তেমনটাই শান্তিকামী মানুষের প্রত্যাশা।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০
রাজীব নুর বলেছেন: মৃত্যুর আগে কি সুন্দর একটা আনন্দময় পৃথিবী দেখে মরতে পারবো?
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫
সনেট কবি বলেছেন: কামনা করি আপনি যেন তেমনটা দেখতে পান।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ কবি।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভকামনা প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬
মাহমুদুর রহমান বলেছেন: শান্তি বিরাজ করুক সর্বত্র।
সনেটে ভালো লাগা।