নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দেখে নতুন ভোটার

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১



কি সুন্দর ভোট হতো একদা এদেশে
কি চমৎকার ছিল আহারে সে দিন
ভোটেতে সবাই ছিল নিতান্ত স্বাধীন
আর কি সে দিন ফিরে আসবে আবার?
দৃশ্যমান সব কিছু দেখে একপেশে
জানেনা কখন কবে আসবে সুদিন
আসবে কখন সব বিবেক অধীন
সে দিনের স্বপ্ন দেখে নতুন ভোটার।

হতাশায় দিনগণে ভোটারেরা বসে
কি লাভ ভোটার হয়ে হিসেব মিলায়
ভয়েতে তাদের স্বপ্ন ঝরে পড়ে খসে।
হতাশা শুধুই আসে নতুন মাত্রায়
লোকে ভাবে সুষ্ঠুভোট হবে দেশে কবে?
অবশ্য তা’ হতে পারে কল্পনায় তবে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাগলায় ভোট সুন্দর ছিলো আগে; কে, কাকে, কেন ভোট দিতো কেহ জানতো না, এখন কিছুটা খবর হচ্ছে।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সনেট কবি বলেছেন: কিন্তু ভোটাররা ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করছে।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

ব্লগ সার্চম্যান বলেছেন: সকলের ভোট দেয়ার অধিকার নিশ্চিত করার সময় এসেছে। বাগলায় ভোট সুন্দর ছিলো আগে । আমার বাগলায় যাওয়ার
বড় ইচ্ছে হচ্ছে।
:P

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২

সনেট কবি বলেছেন: ভোটের অধিকার নিশ্চিত না হলে আমরা সভ্য দুনিয়ার বাইরে থেকে যাব।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

হাবিব বলেছেন: ভোট পাবার মত যোগ্য প্রার্থী কতজন?

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

সনেট কবি বলেছেন: সুযোগ পেলে ভোটাররা এর মধ্য থেকে সবচেয়ে যোগ্য প্রতিনিধি বেছে নিতে পারবেন।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: তাহলে আপনার জন্য এই গানটি। আগে কি সুন্দর দিন কাটাইতাম

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

সনেট কবি বলেছেন: আমার বড় মেয়ে এবার প্রথম ভোটার। তাকে ভোট কেন্দ্রে পাঠাতে পারলে শান্তি পাব।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন ভোটারদের স্বপ্ন ধ্বংস করছে পুরোনো নেতারা...

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

সনেট কবি বলেছেন: দেশটাকে সভ্যদেশে পরিণত করা দরকার।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:




আগে ভোট দিতে মজা লাগত । দেখতেও মজা লাগত ।

আর এখন ভয় লাগে ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

সনেট কবি বলেছেন: ভোট দিতে আত্মায় জোর পাওয়া যায় না।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: সুষ্ঠু ভোটাভুটি এখন সুদূর পরাহত। আগে সভ্য হই, পরে দেখা যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.