![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
দিঘীজলে দু’টি হাঁস এক সাথে ভাসে
মহুয়ার চোখে তারা মহুয়া-অমল
দাম্পত্যের জীবনেতে সহজ সরল
দু’জনার পথচলা মুগ্দতায় ভরা।
আগমন প্রতিক্ষায় কখন সে আসে
শুনাযাবে কন্ঠস্বর মধুর কোমল
হাঁসদের বিচরণে কাঁপে জলতল
চকিতে আনন্দে মহু হয় আত্মহারা।
‘মহু’ ডাক আসে কানে,বায়ু শন শন
বয়ে চলে একাধারে দোলে পদ্মপাতা
আনন্দ দোলায় দোলে মহুয়ার মন।
দৌড়ে হাসিতে জড়িয়ে ভাঙ্গে নিরবতা
তরুণীর মনে উঠে রোমাঞ্চের ঢেউ
পলাশে পাপিয়া ডাকে মধু স্বরে ‘পিউ’।
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: কবিতায় মুগ্ধ হয়েছি , শুভ কামনা নিরন্তর
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
হাবিব বলেছেন: প্রিয় সনেট কবি , কেমন আছেন?
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫১
সনেট কবি বলেছেন: অনেক দিন পর মেয়েরা এসেছে। সেজন্য ভাল লাগছে। এখানে আসলে তারা ব্লগিং এর সুযোগ পায়।আমি চাই ওরা সনেট লিখুক। কিন্তু অলাভ জনক কাজে ওদের আগ্রহ কম। গতরাতে আমি বলায় দু’জনে সনেট লিখে পোষ্ট দিয়েছে। সম্ভবত আপনি সেটা দেখেছেন। আমি মনেকরি জাতীয় গৌরব বৃদ্ধি পাওয়াও লাভ জনক।
পুস্তক প্রকাশ খুব কম ক্ষেত্রে লাভ জনক হয়ে থাকে। কারণ মানুষ এখন আর বই কিনে পড়তে চায় না। তবে সাওয়াবের আশায় বই প্রকাশ করে মসজিদে দেওয়া যেতে পারে। আর আমার বইয়ের বিষয়ে একজন যে আশা দিয়ে ছিল তার থেকে এখন পর্যন্ত আর কোন কিছু জানা যায়নি। আমিও তার সাথে আর যোগাযোগ করিনি। বিভিন্ন সমস্যার কারণেই অনেক কিছু আর করা হয়ে উঠে না। আর আল্লাহ কখন কাকে কিভাবে সাহায্য করবেন সেটা তাঁর মর্জি। আমি আমার চেষ্টা করছি এর সাথে আল্লাহর ইচ্ছা যোগ হলে সাফল্য আসবে। আপাতত এটুই বুঝার চেষ্টা করছি।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ভালো লেগেছে মামা।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫২
সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
তারেক ফাহিম বলেছেন: ভাসমান হাঁসদের চিত্র দেখতে ভালোই লাগে।
চমৎকার সনেট।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব তারেক ফাহিম।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১২
হাবিব বলেছেন:
অনেক দিন পর মেয়েরা এসেছে। সেজন্য ভাল লাগছে।
তাহলে তো আপনার এখন একাদশে বৃহস্পতি চলছে......
বাবাদের জন্য এটাই আনন্দের।
তা..... আমি কি দাওয়াত পেতে পারি?
এখানে আসলে তারা ব্লগিং এর সুযোগ পায়।আমি চাই ওরা সনেট লিখুক।
আপনার দুই মেয়ের সনেটই পড়েছি, খুব ভালো লেগেছে আগেরগুলোর চাইতে।
কিন্তু অলাভ জনক কাজে ওদের আগ্রহ কম। হা হা হা হা.......
আমি মনেকরি জাতীয় গৌরব বৃদ্ধি পাওয়াও লাভ জনক। অতীব উত্তম কথা বলেছেন... আমিও তাই মনে করি।
আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুন। আসলে আমিও একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি......
এ জন্যই বাকি আসমাউল হুসনার সনেটগুলো দিতে পারছি না। দোয়া করবেন।
ভাল কাজে অবশ্যই আল্লাহ সহায্য করবেন
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।