নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

শীত

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০



কুয়াশা চাদর গায়ে শীত বুড়ি আসে
লোকে তার ইশারায় কাঁপে থর থর
অনেকের ডরে ভয়ে গায়ে আসে জ্বর
কেউতো পালায় ছুটে শীতের তাড়নে।
কম্বলেরে এসময় লোকে ভালবাসে
বল কম হলেও যে রাতের প্রহর
নরম কম্বল হয় নিত্য সহচর
থাকে এর ভালবাসা সকলের মনে।

দরিদ্র মানুষদের আগুন বান্ধব
হাঁড় কাঁপানো শীতের প্রকোপে সবাই
আগুন পোহাতে বসে যতটা সম্ভব।
শীতের সবজি শাকে কত্ত স্বাদ পাই
রাতে জমে কলসিতে খেজুরের রস
তাতে হয় মজাদার পায়েস সরস।


উৎসর্গঃ সুপ্রিয় হাবীব স্যার

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন:

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪

সনেট কবি বলেছেন: শীতের কবিতায় শীত বস্ত্র। মন্তব্য চমৎকার হয়েছে।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬

সনেট কবি বলেছেন: তাদের সহায়ক কোন ব্যবস্থা গড়ে উঠা দরকার।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

শুভকামনা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬

সনেট কবি বলেছেন: সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

হাবিব বলেছেন: আমি অত্যন্ত আনন্দিত প্রিয় সনেট কবি...
আমার কথায় শিত নিয়ে লিখেছেন .।
সেই সাথে ঊতসর্গে আপ্লুত হলাম .

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭

সনেট কবি বলেছেন: আপনার মত গুণী জনের অনুরোধ রাখতে পেরে আমিও ধন্য হলাম।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার সনেট লিখেছেন আপনি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণীত হলাম।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



এখন আর সেই শীত নেই ।

পায়েস গুড় আর পিঠাও নেই ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

সনেট কবি বলেছেন: তবে উত্তারঞ্চলে অনেক শীত।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭

শিখা রহমান বলেছেন: ভালো লেগেছে শীত মাখানো সনেট কবিতা।

শুভকামনা সতত!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২০

সনেট কবি বলেছেন: আপনার লেখা অগ্নিশিখা হয়ে পুড়ে ফেলুক অনাচার। মন্তব্যে অনুপ্রাণীত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.