|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

জন্ম আমার ধন্য হলো মা’গো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি।।
মরতে পারি তোমার বুকে ।।
বুকেই যদি রাখো আমায়-
বুকে যদি রাখো মাগো।।
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার কথায় কথা বলি পাখির গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত।।
তুমি আ–মা–র,
তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি,
এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি ।।
বুকে তো–মা–র,
বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।।
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আজাদ রহমান
গীতিকারঃ নইম গহর
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৮:৪৯
১৫ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৮:৪৯
লিরিকস বলেছেন: ঠিক বলেছেন। চমৎকার গান।
ভালো থাকবেন।
২|  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১১:৫২
১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১১:৫২
সুমন কর বলেছেন: চমৎকার গান।
  ১৬ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:১০
১৬ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:১০
লিরিকস বলেছেন: সহমত।
ভালো থাকবেন।
৩|  ২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৮:৫১
২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৮:৫১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: গান টা ভালো লাগে
  ২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৯:০৩
২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৯:০৩
লিরিকস বলেছেন: রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লাগে গানটা।
৪|  ১৮ ই মে, ২০১৪  বিকাল ৫:০৯
১৮ ই মে, ২০১৪  বিকাল ৫:০৯
আমি ইহতিব বলেছেন: খুব মনোযোগ দিয়ে গানটা শুনলে কেমন যেন গা কাঁটা দিয়ে উঠে, যেমন হয় জাতীয় সংগীত শুনার সময়। দারুন একটা গান। 
গানের অডিও ডাউনলোড লিংক এড করে দিতে পারেন। তাহলে গানের কথা পড়ার সাথে সাথে গানটা শুনেও নেয়া যাবে। 
  ১৯ শে মে, ২০১৪  দুপুর ২:০২
১৯ শে মে, ২০১৪  দুপুর ২:০২
লিরিকস বলেছেন: ঠিক বলেছেন আপু।
ইউটিউবের লিংক দিয়েছি।
শুভেচ্ছা আপু।
৫|  ২০ শে মে, ২০১৪  দুপুর ১:১০
২০ শে মে, ২০১৪  দুপুর ১:১০
আমি ইহতিব বলেছেন: অনেক ধন্যবাদ লিরিকস।
  ২১ শে মে, ২০১৪  সকাল ৯:৪৩
২১ শে মে, ২০১৪  সকাল ৯:৪৩
লিরিকস বলেছেন: ধন্যবাদ আপু।
৬|  ১০ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫১
১০ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫১
রাজিব বলেছেন: জীবনে একটা বছর দেশের বাইরে ছিলাম। এ গানের কথা খুব মনে পড়ত। গানটা আসলেই সুন্দর। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফেরদৌসি রহমান, শাহনাজ রহমতুল্লাহ- এরা আসলেই দুর্দান্ত ছিলেন। 
"তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,।।"
এই কথার জন্য বর্ণমালার জন্য আমাদের কতনা লড়তে হয়েছে আর প্রান দিয়েছিল ভাষা শহীদরা। 
  ১০ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১৬
১০ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১৬
লিরিকস বলেছেন: দেশের গান শুনলেই আমার যেন কেমন গা শিউরে ওঠে, আর উনারা যা দরদ দিয়ে গান গুলো গেয়েছেন তার কোন তুলনা নাই।
আপনার জন্য অনেক শুভ কামনা।
৭|  ২০ শে সেপ্টেম্বর, ২০১৪  সকাল ৮:৪৫
২০ শে সেপ্টেম্বর, ২০১৪  সকাল ৮:৪৫
মনিরুল হাসান বলেছেন: "তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,।।"  - 
'পাখি' বানান ভুল। 
বর্ণ কত শত - র পরে কমা, দাঁড়ি দু'টোই দেয়া।
দ্বিতীয় ও তৃতীয় প্যারার শেষ লাইনে কোনো বিরাম চিহ্ন দেয়া নেই।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:৪২
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:৪২
লিরিকস বলেছেন: চলবে এই ভাবে আমাদের বানান ঠিক করবার কাজ।
ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৮:৪০
১৫ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৮:৪০
ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার একটা গান ||