|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
 
   
যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।।
হৃদয় আছে যার সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে।।
কেউ কি ভেবেছিলো শ্যামকে ভালোবেসে
রাধার ভালবাসা কাহিনী হয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।
গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোন ভাষা।।
চোখেরও আড়ালে মাটির নীচে ঐ
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।।
যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।
শিল্পীঃ মান্না দে
সুরকারঃ ড নচিকেতা ঘোষ
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার 
 ৯ টি
    	৯ টি    	 +০/-০
    	+০/-০  ২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৯:০৪
২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৯:০৪
লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাই। আশা করি পাশে পাবো।
ভাই আপনার ফেসবুকের লিংকটা দিবেন।
অনেক ধন্যবাদ। 
২|  ২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৯:১০
২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৯:১০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: অত্যন্ত দুঃখিত আমি, একাউন্ট আছে মাগার ব্যবহার করি না?
  ২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৯:১৫
২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৯:১৫
লিরিকস বলেছেন: ঠিক আছে। ভালো থাকবেন।
৩|  ১২ ই জুলাই, ২০১৪  দুপুর ১:২৯
১২ ই জুলাই, ২০১৪  দুপুর ১:২৯
রাজিব বলেছেন: হৃদয়ে লেখা নাম আসলেই শেষ পর্যন্ত টিকে থাকে কিনা জানি না। তবে এটুকু বুঝি যে ভালবাসার সঙ্গে তুলনা ভালবাসার সঙ্গেই শুধু হয়। জীবনে অনেক কিছুর জন্যই আমাকে সংগ্রাম করতে হয়েছে এমনকির বিয়ের জন্যও। কিন্তু ভালবাসার যে মাধুর্য তা সব কষ্ট ভুলিয়ে দেয়। 
চমৎকারের গানের জন্য অনেক ধন্যবাদ। 
  ১৩ ই জুলাই, ২০১৪  দুপুর ২:১৪
১৩ ই জুলাই, ২০১৪  দুপুর ২:১৪
লিরিকস বলেছেন: আপনার জীবন আড়ো সুন্দর হোক।
ভালো থাকুন।
৪|  ০৪ ঠা অক্টোবর, ২০১৪  রাত ৯:৫৬
০৪ ঠা অক্টোবর, ২০১৪  রাত ৯:৫৬
মনিরুল হাসান বলেছেন: যদি কাগজে লেখো নাম কাগজ ছিড়ে যাবে - 
যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে
রাধার ভালবাসা কাহিনী হয়ে যাবে
হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। -
রাধার ভালবাসা কাহিনী হয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে।। -
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।।
  ০৫ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৪:০৮
০৫ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৪:০৮
লিরিকস বলেছেন: ঠিক করেছি ভাাইয়া।
৫|  ১৫ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:০৫
১৫ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:০৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: অসাধারণ প্রেমের গান। মাঝে মাঝে গুন গুন করে গাইতাম।
ফিরছেন কবে। 
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৮:৫৩
২০ শে জানুয়ারি, ২০১৪  সকাল ৮:৫৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম, লিখতে থাকুন।