|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

সব লোকে কয় লালন কী জাত সংসারে,
লালন কয় জাতের কী রূপ
দেখলাম না এই নজরে।
সব লোকে কয় লালন কী জাত সংসারে।।
সুন্নত দিলে হয় মুসলমান,
নারী লোকের কী হয় বিধান,
বামণ চিনি পৈতায় প্রমাণ,
বাওণি চিনে কিসে রে?
সব লোকে কয় লালন কী জাত সংসারে।।
কেউ মালা কেউ তছবি গলে,
তাইতে কি জাত ভিন্ন বলে
যাওয়া কিম্বা আসার কালে
জাতের চিহ্ন রয় কারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে।।
জগত্ জুড়ে জাতের কথা,
লোকে গল্প করে যথা তথা
লালন বলে জাতের ফাটা
ডুবাইছি সাধ বাজারে।
সব লোকে কয় লালন কী জাত সংসারে।। 
সুরকারঃ ফকির লালন সাই
গীতিকারঃ ফকির লালন সাই
 ৯ টি
    	৯ টি    	 +০/-০
    	+০/-০  ২১ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০৫
২১ শে জানুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০৫
লিরিকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২|  ১২ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫৮
১২ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫৮
রাজিব বলেছেন: লালন তার সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। গানের কথাগুলো এখনকার যুগের কবিরাও এত সুন্দর করে বলতে পারতেন কিন সন্দেহ। হয়তো লালনের সঙ্গে অনেক কিছুতেই আমরা একমত হতে পারিনা বা ঐ ধরনের জীবন যাত্রাও আমাদের সঙ্গে মেলেনা কিন্তু লালনের গানে এমন এক ধরনের জাদু আছে যা অন্তরকে ছুয়ে যায়, আমাদের চিন্তা করতে বাধ্য হয়। কত সহজেই না কত বেশি শক্ত কথা বলতে পেরেছিলেন তিনি।
  ১৩ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:১৭
১৩ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:১৭
লিরিকস বলেছেন: লালনের গানে এমন এক ধরনের জাদু আছে যা অন্তরকে ছুঁয়ে যায়।
চমৎকার।
৩|  ১৩ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৫২
১৩ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি গভীর অনুভব!
মানবতার কি জয়গান!
ভোগ আর পূজির বিরুদ্ধে কি বিদ্রোহ!!!!
গুরু লালন সাইয়ের চেতনায় সমাজে জাত্যাভিমান দূর হতো যদি -কত সমস্যা আাপনাতেই বিলিন হয়ে যেত।
  ১৪ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:১২
১৪ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:১২
লিরিকস বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা ভাইয়া।
ধন্যবাদ।
৪|  ০২ রা অক্টোবর, ২০১৪  রাত ১১:৩১
০২ রা অক্টোবর, ২০১৪  রাত ১১:৩১
মনিরুল হাসান বলেছেন: গানের লিরিকস লিখতে চাইলে কপি পেস্ট করার বদলে গান শুনে লেখা উচিৎ। এই লিরিকসে অনেক ভুল। এক প্যারার জায়গায় অন্য প্যারা লেখা, অতিরিক্ত শব্দ লেখা, শব্দ  বাদ দিয়ে লেখা, আবার ভুল শব্দ লেখা ('গল্প' না লিখে 'গৌরব' লেখা) - পুরো লিরিকসটাই লিখে দিলাম।
সব লোকে কয় লালন কী জাত সংসারে,
লালন কয় জাতের কী রূপ
দেখলাম না এই নজরে।
সব লোকে কয় লালন কী জাত সংসারে।। 
সুন্নত দিলে হয় মুসলমান,
নারী লোকের কী হয় বিধান,
বামণ চিনি পৈতায় প্রমাণ,
বাওণি চিনে কিসে রে?
সব লোকে কয় লালন কী জাত সংসারে।। 
কেউ মালা কেউ তছবি গলে,
তাইতে কি জাত ভিন্ন বলে 
যাওয়া কিম্বা আসার কালে
জাতের চিহ্ন রয় কারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে।।
জগত্ জুড়ে জাতের কথা,
লোকে গল্প করে যথা তথা
লালন বলে জাতের ফাটা 
ডুবাইছি সাধ বাজারে। 
সব লোকে কয় লালন কী জাত সংসারে।। 
লিরিকস গান শুনে লেখা উচিৎ। অন্য ওয়েবসাইটে লালনের এই গানের লিরিকে যেই ভুল, এই পোস্টের লিরিকেও হুবুহু একই ভুল। 
  ০২ রা অক্টোবর, ২০১৪  রাত ১১:৫১
০২ রা অক্টোবর, ২০১৪  রাত ১১:৫১
লিরিকস বলেছেন: ভাইয়া কারন আগেই বলেছি এপ্রিল পযর্ন্ত এই রকম সমস্যা তিব্র থাকবে, তারপর দেখবেন কমতে শুরু করেছে। 
আমাদের শুদ্ধি অভিযান চলবে।  
 
৫|  ১৫ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:০৮
১৫ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৪:০৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: অধ্যাতিক গানে +
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৫৭
২১ শে জানুয়ারি, ২০১৪  সকাল ১০:৫৭
হেডস্যার বলেছেন:
সুন্দর গান...