|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

কেন দূরে থাক
শুধু আড়াল রাখ
কে তুমি কে তুমি আমায় ডাক?
কেন দূরে থাক? 
মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে।।
সে মধুর স্বপ্ন ভেঙ্গো না কো
কেন দূরে থাক
শুধু আড়াল রাখ
কে তুমি কে তুমি আমায় ডাক?
কেন দূরে থাক? 
ভাবে মাধুরী সুরভী তার বিলায়ে
যাবে মধুপের সুরে সুরে মিলায়ে।।
তোমারি ধ্যায়ানে ক্ষণে ক্ষণে
কত কথা জাগে মোর মনে
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো।
কেন দূরে থাক
শুধু আড়াল রাখ
কে তুমি কে তুমি আমায় ডাক?
কেন দূরে থাক? 
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়*
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার*
এ্যালবামঃ শেষ পর্যন্ত 
* তথ্য ভুল হতে পারে।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১১:০৫
০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১১:০৫
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২|  ১৮ ই মে, ২০১৪  বিকাল ৫:১৩
১৮ ই মে, ২০১৪  বিকাল ৫:১৩
আমি ইহতিব বলেছেন: গানটা কি এতোটুকুই নাকি আরো কিছু কথা আছে? কনফিউজড আমি। 
শুনতে হবে। 
  ১৯ শে মে, ২০১৪  দুপুর ১:৫৩
১৯ শে মে, ২০১৪  দুপুর ১:৫৩
লিরিকস বলেছেন: এত টুকুই মূল কথা আপু।
আনেক ধন্যবাদ আপু।
বাবুকে আদর।
৩|  ০৪ ঠা অক্টোবর, ২০১৪  রাত ৯:৪৭
০৪ ঠা অক্টোবর, ২০১৪  রাত ৯:৪৭
মনিরুল হাসান বলেছেন: যাবে মধুপের সুরে সুর মিলায়ে।। -
যাবে মধুপের সুরে সুরে মিলায়ে।।
  ০৫ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৩:২৮
০৫ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৩:২৮
লিরিকস বলেছেন: ঠিক করেছি ভাইয়া।  
 
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪  দুপুর ১২:২৫
২৪ শে মার্চ, ২০১৪  দুপুর ১২:২৫
লাবনী আক্তার বলেছেন: আমার প্রিয় একটি গান।