নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
নীলাঞ্জনা
ওই নীল নীল চোখে চেয়ে দেখ না,
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারি না।
নীলাঞ্জনা।।
বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায়
না পাওয়ার আধাঁরে খুঁজেছি তোমায়,
কত গুলো ফাগুন গিয়েছে ফিরে
আশা গুলো কেঁদেছে তোমার দ্বারে।
আজ সব ব্যাথা ভুলে যাব
চেয়ে দেখ না,
তোমার ওই দুটি চোখে
আমি হারিয়ে গেছি;
আমি বোঝাতে তো কিছু পারি না।
নীলাঞ্জনা।
বহুদিন পরে এসেছে মধুমাস
তোমার যতসুখ সে তো আমার সন্ন্যাস,
মেঘে ডানায় রূপে সোনালী ছায়ায়
প্রেমে ভরা চোখে সুখের নীড় সীমানায়।
সেই সুখ-চোখ দিয়ে আমায় সুখী করনা,
তোমার ওই দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারি না।
নীলাঞ্জনা
ওই নীল নীল চোখে চেয়ে দেখ না
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারি না।।
শিল্পীঃ শেখ ইশতিয়াক
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টুর
গীতিকারঃ ??
অ্যালবামঃ নন্দিতা
সালঃ ১৯৯৩
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০০
লিরিকস বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া।
ধন্যবাদ।
২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:০১
রাজিব বলেছেন: ১৯৯৩ সাল- সে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। সময় কিভাবে কেটে যায় কিন্তু গান কবিতা গল্প এগুলো বেচে থাকে। নচিকেতার নীলাঞ্জনা গানটি আমার খুব ভাল লাগে। শেখ ইশতিয়াক এর নীলাঞ্জনাও অনেক সুন্দর। অনেকবার শুনেছি। বাস্তবের নীলাঞ্জনা'র সঙ্গে যখন পরিচয় হল তখন কোন কিছুই বোঝাতে হয়নি- এমনিতেই বুঝে নিয়েছে।
১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪০
লিরিকস বলেছেন: আপনার নীলাঞ্জনা'র জন্য রইল শুভেচ্ছা।
ভালো থাকুন আপনারা।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১০
মনিরুল হাসান বলেছেন:
আধারে = আঁধারে,
আমি বোঝাতে তো কিছু পারি না।। -
আমি বোঝাতে তো কিছুই পারি না।।
আশা গুলো কেদেছে তোমার তরে। -
আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে।
মেঘে ডানায় রূপে সোনারই ছায়া -
মেঘের ডানায় রূপে সোনালী ছায়ায়
প্রেমে ভরা চোখে সুখের নীলিমা। -
প্রেমে ভরা চোখে সুখের নীড় সীমানায়।
সেই সুখে চোখে নিয়ে আমায় সুখী করনা, -
সেই সুখ-চোখ দিয়ে আমায় সুখী করনা,
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭
লিরিকস বলেছেন: ঠিক করে দিয়েছি।
পার্থ বলে আমি বোঝাতে তো 'কিছুই' পারি না।
অরজিনাল 'কিছু'
আরেকবার দেখবেন প্লিজ।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭
সাঈদ সারওয়ার সাদী বলেছেন: লিরিক্স এ ভুল আছে ভাই। গানে শুনলাম- ''মেঘের ডানায় রূপে সোনালী ছায়া- প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা...
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১
সাইবার অভিযত্রী বলেছেন: হুম, এতদিনে এতআ আমার চোখে পড়ল !
ক্লাস নাইনে-টেনে এটা শুনে মোহাবিষ্ট হয়ে থাকতাম !