নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
নন্দিতা তোমার কথা আমি ভুলিনি এখনো
আমার কথা কী তোমার মনে পড়ে কখনো।।
ঝিলিমিলি রাতে আকাশে যখন থাকে চাঁদ
জোছনার মায়াবি আলোতে ভালবাসা ফেলে ফাঁদ।।
তখন আমায় ভেবে দু'ফোঁটা চোখের
ফেলেছ কি জল কখনো।।
নন্দিতা তোমার কথা আমি ভুলিনি এখনো
আমার কথা কী তোমার মনে পড়ে কখনো।
একদিন তুমি আমি ছিলাম কাছাকাছি
এখনো দূরেও হলে আমি শুধু তোমারই আছি।।
তুমি কি আমার মত ভেবেছ আমায়
ঘুম হারা চোখে কখনো।।
নন্দিতা তোমার কথা আমি ভুলিনি এখনো
আমার কথা কী তোমার মনে পড়ে কখনো।।
শিল্পীঃ শেখ ইশতিয়াক
অ্যালবামঃ নন্দিতা
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টুর
গীতিকারঃ আলী তৌফিক
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬
লিরিকস বলেছেন: জ্বী ঐ সময়ের গান।
ধন্যবাদ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫০
সাইবার অভিযত্রী বলেছেন: নীলন্জনা কৈ ?
ওটা ছাড়া ইশতিয়াক হয় নাকি ?
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০
লিরিকস বলেছেন: আছে তো।
পূর্ন সহমত।
ধন্যবাদ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২
সাইবার অভিযত্রী বলেছেন: পইসি !
Click This Link
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯
লিরিকস বলেছেন:
ধন্যবাদ।
৪| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০২
রাজিব বলেছেন: গানটি ভাল লাগলেও গানটির ভিডিও ভাল লাগেনি।
নন্দিতাকে ভুলে যাওয়াই ভাল আর নন্দিতার চোখের জল ফেলারও দরকার নেই। সবাই সুখী হোক।
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১২
লিরিকস বলেছেন: ভিডিও টা আসলেই পচা।
সবাই সুখী হোক।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৯
মনিরুল হাসান বলেছেন: দুফোটা = দু'ফোঁটা
এখনো দূরেও হলে আমি শুধুই তোমারই আছি।। -
এখনো দূরেও হলে আমি শুধু তোমারই আছি।।
ঘুম হারা চোখ কখনো।।
ঘুম হারা চোখে কখনো।।
"তখন আমায় ভেবে দু'ফোঁটা চোখের" - এই লাইনটা দেখে হাসি আসলো, মানুষের চোখ আবার দু'ফোঁটা হয় কেমন করে?
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৬
লিরিকস বলেছেন: হয় ভাইয়া!!
ধরুন কোন ভাবেই কাঁদব না তারপরও কান্না চলে আসল, চোখ দিয়ে পানি বের হয়ে গেল, নিজেকে সামলে নেওয়া হল, তখন দেখা যাবে ২ ফোটাই পানি পড়েছে।
বোঝাতে পারলাম না মনে হয়
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪
সাইবার অভিযত্রী বলেছেন: ১৯৮৮ সালের কথা মনে পড়ে গেল ..