নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া ।।
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল।।
জানে কান্নার রং, জানে জোছনার ছায়া ।।
তবে এই হোক তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবণ।।
তুমি কান্নার রং, তুমি জোছনার ছায়া ।।
আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া ।।
শিল্পীঃ সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ হৃদয়পুর
সুরকারঃ বাপ্পা মজুমদার
গীতিকারঃ সঞ্জীব চৌধুরী
২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭
লিরিকস বলেছেন: খুব ভালো একটা গান।
ধন্যবাদ আপু।
২| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩
লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর একটা গান। আমারও ভালো লাগে বেশ।
২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮
লিরিকস বলেছেন: পছন্দের গান।
ধন্যবাদ আপু।
৩| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৪
রাজিব বলেছেন: সঞ্জীব চৌধুরীর অকাল মৃত্যু বাংলা গানের জন্য এক অপূরণীয় ক্ষতি করেছে।
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১১
লিরিকস বলেছেন: চমৎকার একজন গায়ক ছিলেন।
৪| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৮
দুঃখ বিলাস বলেছেন: অদ্ভুত সুন্দর গান।
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৫
লিরিকস বলেছেন: চমৎকার একজন গায়ক ছিলেন।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪
মনিরুল হাসান বলেছেন: ছাঁয়া = ছায়া
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩১
লিরিকস বলেছেন: ছায়া
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩
বৃষ্টিধারা বলেছেন: এটা আমার প্রিয় গান ।