|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

আমার মনের ফুলদানীতে
রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে
মনেরও মতন।।
তুমি যেন ভুল বুঝোনা আমায় উদাস দেখে
মনের মাঝে মন দিলে হায় অনেক বাধাই আসে ।।
মনেরও সেই ফুলদানীতে ফোটে যদি ফুল
বেলি-গোলাপ-গন্ধরাজ আর সুবাসী বকুল।
আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে মনেরও মতন।
কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে
যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে ।।
তোমার মাঝে আমি যেনো ডুবেছি এমন
ডুবে যায় সাগরেতে তরণী যেমন। 
আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে মনেরও মতন ।।
শিল্পীঃ শেখ ইশতিয়াক
অ্যালবামঃ নীলাঞ্জনা
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ??
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৫৪
০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৫৪
লিরিকস বলেছেন: খুব ভালো গান টা।
ধন্যবাদ।
২|  ০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৫০
০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৫০
তূর্য হাসান বলেছেন: আমার খুব প্রিয় একটি গান। অসাধারণ গায়ক শেখ ইশতিয়াক।
  ০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৫৭
০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৫৭
লিরিকস বলেছেন: অকালে আমরা গায়ক শেখ ইশতিয়াক কে হারিয়েছি।
ধন্যবাদ।
৩|  ০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৫১
০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৫১
তূর্য হাসান বলেছেন: নীলাঞ্জনা অ্যালবামটা কোথাও পাওয়া যাবে? কোন লিংক আছে?
  ০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:০০
০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:০০
লিরিকস বলেছেন: অ্যালবামটা এ্যলিফেন্ট রোডে পেতে পারেন সিডি আকারে।
লিংক খুজে পেলে জানাবো।
ধন্যবাদ।
৪|  ০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:০৯
০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:০৯
হেডস্যার বলেছেন: দিলামঃ   
 
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১০:৫৭
০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১০:৫৭
লিরিকস বলেছেন: ধন্যবাদ লিংক দেবার জন্য।
৫|  ০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:৪০
০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:৪০
তারছেড়া লিমন বলেছেন: দারুন একটা গান.............
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১০:৫৮
০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১০:৫৮
লিরিকস বলেছেন: খুব ভালো গান টা।
ধন্যবাদ।
৬|  ০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:৪৪
০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন: 
নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখনা তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতেতো কিছু পারি না .... 
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১০:৫৯
০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১০:৫৯
লিরিকস বলেছেন: খুব ভালো গান টা।
ধন্যবাদ।
৭|  ০২ রা এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৭:৩০
০২ রা এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৭:৩০
অ্যামাটার বলেছেন: সবগুলো লিরিকসই দারুন। চমৎকার ব্লগ।
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১০:৫৯
০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১০:৫৯
লিরিকস বলেছেন: ধন্যবাদ।
৮|  ২৬ শে জুলাই, ২০১৪  রাত ৮:১৯
২৬ শে জুলাই, ২০১৪  রাত ৮:১৯
দুঃখ বিলাস বলেছেন: প্রিয় গান।
  ০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৪৫
০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৪৫
লিরিকস বলেছেন: খুব ভালো গান টা।
ধন্যবাদ। 
৯|  ৩০ শে জুলাই, ২০১৪  সকাল ৮:৫০
৩০ শে জুলাই, ২০১৪  সকাল ৮:৫০
রাজিব বলেছেন: গানটা আগে শুনিনি। শুনে বেশ ভাল লাগলো। তবে বাংলা ভাষায় বিরহের গান যত বেশী সেই তুলনায় ভালবাসার পরের পর্বের অর্থাৎ আনন্দের গান অনেক কম বলে আমার মনে হয়েছে।
  ০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৪৮
০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৪৮
লিরিকস বলেছেন: খুব ভালো গান টা।
ধন্যবাদ। 
১০|  ০৮ ই অক্টোবর, ২০১৪  ভোর ৪:২৫
০৮ ই অক্টোবর, ২০১৪  ভোর ৪:২৫
মনিরুল হাসান বলেছেন: বুঝনা = বুঝোনা; 
বাঁধাই = বাধাই; 
"বেলি-গোলাপ-গন্ধরাজ আর সুবাসী বকুল।" - এই লাইনে বেলি-গোলাপ বলার পরে কি গন্ধরাজ বলে?
  ১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪৩
১৪ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪৩
লিরিকস বলেছেন: বুঝনা = বুঝোনা;
বাঁধাই = বাধাই; 
বুঝনা মনে হয় লেখা যায়, বাঁধন, বাঁধা, বই বাঁধানো, বাধা দেওয়া, আমি জানি না, আপনি ঠিক করে দিয়েছেন, আমি এডিট করে দিয়েছি।
আমি তো গন্ধলালা শুনি :#>  :#>  :#> 
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৪৯
০২ রা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ ভীষণ ভাল লেগেছে ভাইয়া