|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

এক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
দুঃসহ বেদনার কন্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
যুগের এ নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
কিষাণ কিষাণীর গানে গানে,
পদ্মা, মেঘনার কলতানে,
বাউলের একতারাতে আনন্দ ঝঙ্কারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
আমরা তোমাদের ভুলব না।
কথাঃ গোবিন্দ হালদার
সুরঃ আপেল মাহ্মুদ
 ২৭ টি
    	২৭ টি    	 +৫/-০
    	+৫/-০২|  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  দুপুর ২:১৭
০৪ ঠা এপ্রিল, ২০১৪  দুপুর ২:১৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: সময় ফুরিয়ে যাবার আগেই সরকারকে উদ্যোগ নেয়া উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য। গানটি শেয়ার করে গোবিন্দ হালদারকে নিয়ে উত্থাপিত দাবীকে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার, আপনার এই প্রচেষ্টাকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি।
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:১৪
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:১৪
লিরিকস বলেছেন: সময় ফুরিয়ে যাবার আগেই সরকারকে উদ্যোগ নেয়া উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ।
৩|  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  দুপুর ২:১৯
০৪ ঠা এপ্রিল, ২০১৪  দুপুর ২:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
গানটি এতোই আবেগপূর্ণ যে, শুনলেই শিউরে ওঠি... 
যত বার শুনি তত বারই।
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:১৫
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:১৫
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ।
৪|  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:০৪
০৪ ঠা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন: 
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
আমরা তোমাদের ভুলব না।
 
 গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য সকলের দৃষ্টি আকর্ষণের আপনার এই উদ্যোগকে প্রশংসা জানায়। 
সকলকে এগিয়ে আসার আহ্বান রইলো। 
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:১৬
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:১৬
লিরিকস বলেছেন: সময় ফুরিয়ে যাবার আগেই সরকারকে উদ্যোগ নেয়া উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ। 
৫|  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:১৯
০৪ ঠা এপ্রিল, ২০১৪  বিকাল ৪:১৯
 আমিনুর রহমান বলেছেন: 
এই মুহুর্তেই সরকারের উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানো। খুব বেশী সময় হয়ত আর সময় পাবে না সরকার। গানটি শেয়ারের জন্য ধন্যবাদ। আরও বিস্তারিত কিছু লিখলে হয়ত ভালো হতো।
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:২০
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:২০
লিরিকস বলেছেন: স্টিকি পোস্ট/ আপনার পোস্ট দেখে গানটা দিয়েছি। 
স্টিকি পোস্ট/ আপনার পোস্ট  আরো কিছুদিন স্টিকি রাখলে মনে হয় ভালো হতো।
সময় ফুরিয়ে যাবার আগেই সরকারকে উদ্যোগ নেয়া উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ। 
৬|  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:০০
০৪ ঠা এপ্রিল, ২০১৪  বিকাল ৫:০০
এ কে এম রেজাউল করিম বলেছেন: এই মুহুর্তেই সরকারের উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানো। খুব বেশী সময় হয়ত আর সময় পাবে না সরকার। গানটি শেয়ারের জন্য ধন্যবাদ। আরও বিস্তারিত কিছু লিখলে হয়ত ভালো হতো। [/sb
আমিনুর রহমান-এর সাথে সহমত
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:২৩
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:২৩
লিরিকস বলেছেন: আপনার সাথে সহমত।
বিস্তারিত আমিনুর রহমান-এর পোস্টে পাবেন।
সময় ফুরিয়ে যাবার আগেই সরকারকে উদ্যোগ নেয়া উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ। 
৭|  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৬:১৪
০৪ ঠা এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৬:১৪
ভাসা মেঘ বলেছেন: আসুন গোবিন্দ হালদার এর পাশে দাঁড়াই।
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:২৪
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:২৪
লিরিকস বলেছেন: সময় ফুরিয়ে যাবার আগেই সরকারকে উদ্যোগ নেয়া উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ। 
৮|  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৭:২৩
০৪ ঠা এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৭:২৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
গোবিন্দ হালদারের জন্য আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব এই প্রত্যাশা রইল। গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ। 
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:২৪
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:২৪
লিরিকস বলেছেন: সময় ফুরিয়ে যাবার আগেই সরকারকে উদ্যোগ নেয়া উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ। 
৯|  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:৩৩
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: আমরা গোবিন্দ হালদারের পাশে দাঁড়াব ।
  ০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:৪৩
০৪ ঠা এপ্রিল, ২০১৪  রাত ১১:৪৩
লিরিকস বলেছেন: আমরা গোবিন্দ হালদারের পাশে দাঁড়াব।
ধন্যবাদ
১০|  ০৫ ই এপ্রিল, ২০১৪  সকাল ১০:৪১
০৫ ই এপ্রিল, ২০১৪  সকাল ১০:৪১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমরা গোবিন্দ হালদারের পাশে দাঁড়াবই।
  ০৫ ই এপ্রিল, ২০১৪  রাত ৮:৫৬
০৫ ই এপ্রিল, ২০১৪  রাত ৮:৫৬
লিরিকস বলেছেন: সময় ফুরিয়ে যাবার আগেই সরকারকে উদ্যোগ নেয়া উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ। 
১১|  ১০ ই এপ্রিল, ২০১৪  রাত ১২:২৮
১০ ই এপ্রিল, ২০১৪  রাত ১২:২৮
আবু শাকিল বলেছেন: গুনী কদর নাই...
আপসোস !
  ১১ ই এপ্রিল, ২০১৪  রাত ১১:৪১
১১ ই এপ্রিল, ২০১৪  রাত ১১:৪১
লিরিকস বলেছেন: গুনী কদর নাই...
আপসোস 
সময় ফুরিয়ে যাবার আগেই সরকারকে উদ্যোগ নেয়া উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ। 
১২|  ২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ১২:০৫
২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ১২:০৫
বংশী নদীর পাড়ে বলেছেন: এই গানটি যে কোনো বাঙালীই শুনে থাকবে কিন্তু আমি এই প্রথম দাদা গোবিন্দ হালদারকে দেখলাম। প্রনাম দাদা। ধন্যবাদ ভাই আপনাকেও।
  ২৯ শে এপ্রিল, ২০১৪  সকাল ১১:২৭
২৯ শে এপ্রিল, ২০১৪  সকাল ১১:২৭
লিরিকস বলেছেন: সময় ফুরিয়ে যাবার আগেই সরকারকে উদ্যোগ নেয়া উচিৎ গোবিন্দ হালদারের পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ। 
১৩|  ২২ শে জুলাই, ২০১৪  রাত ১১:৩১
২২ শে জুলাই, ২০১৪  রাত ১১:৩১
রাজিব বলেছেন: বাংলাদেশ তাকে ভুলেনি এবং বাংলাদেশ সরকারও তার দায়িত্ব পালন করেছে কিন্তু গোবিন্দ হালদারের নিজের মেয়ে ও মেয়ের জামাই টাকা মেরে দিয়েছে। ফলে বেচারি গোবিন্দ হালদার এর অবস্থা যেমন ছিল তেমনই আছেঃ 
তার আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে বাংলাদেশ সরকার তাকে ১৫ লাখ রুপি দিয়েছিল অনুদান হিসেবে। এছাড়া বিভিন্ন দেশ থেকে তার সুহৃদরা পাঠিয়েছিলেন অর্থ। সেই অর্থে গোবিন্দ হালদারের ভাল থাকার কথা ছিল। কিন্তু একমাত্র সন্তানের প্রতারণায় তিনি আজ নিজের বাসস্থানচ্যুত হয়ে হাওড়ার নাজিরগঞ্জে শ্বশুরবাড়িতে কোন রকমে আশ্রয়প্রার্থী হিসেবে মৃত্যুর দিন গুনছেন।
সুত্রঃ Click This Link
  ০৪ ঠা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৪৮
০৪ ঠা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৪৮
লিরিকস বলেছেন: খুবই দুঃখজনক।
১৪|  ০৮ ই অক্টোবর, ২০১৪  ভোর ৪:১৮
০৮ ই অক্টোবর, ২০১৪  ভোর ৪:১৮
মনিরুল হাসান বলেছেন: কৃষাণ কৃষাণীর = কিষাণ কিষাণীর
  ১৪ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৫৯
১৪ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৫৯
লিরিকস বলেছেন: ওকে ডান ভাইয়া।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১১:২৮
০৪ ঠা এপ্রিল, ২০১৪  সকাল ১১:২৮
লিরিকস বলেছেন: আসুন গোবিন্দ হালদার এর পাশে দাঁড়াই।