নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাই।।
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়া ভরা পথে, হেটেছি এতটা দূর,
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুনে খেপে গিয়ে-করি বাংলায় চিৎকার,
বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।
আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর-মানুষের কাছে আসি
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
মিশে তেরো নদী, সাত সাগরের জল গঙ্গায়-পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।
শিল্পীঃ প্রতুল মুখোপাধ্যায়
সুরকারঃ প্রতুল মুখোপাধ্যায়
গীতিকারঃ প্রতুল মুখোপাধ্যায়
০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১
লিরিকস বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৫
রাজিব বলেছেন: বিবিসি বাংলার শ্রোতাদের মনোনীত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান এর তালিকায় গানটি ছিল ৬ নম্বরে। মাহমুদুজ্জামান বাবুর কণ্ঠেও গানটি খুব সুন্দর লেগেছে। ১৯৭১ সালে যদি এ গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হত তবে এ গানটিও আরও অনেক বেশি জনপ্রিয়তা পেত।
বাঙালি জাতীয়তাবাদ প্রকাশ করে এমন গানগুলোর মধ্যে এটি অন্যতম সেরা। বাংলাভাষী মানুষের মধ্যে গানটি অনেক অনেক বছর ধরে টিকে থাকবে।
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭
লিরিকস বলেছেন: খুব ভালোলাগা একটি গান।
সেরা তালিকাতে থাকতেই হবে।
মন্তব্যে ভালোলাগা।
৩| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:২০
দুঃখ বিলাস বলেছেন: আমি বাংলায় ভালোবাসি,আমি বাংলাকে ভালোবাসি
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩
লিরিকস বলেছেন: খুব ভালোলাগা একটি গান।
৪| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:২১
ফারহান সীমান্ত বলেছেন: যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম- অসাধারন একটি বাংলা গান।
মন ভাল করে দেয়ার মতন একটি সুন্দর গান।
এখানে ক্লিক করে শুনে নিন!!
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
ছণ্ণ্ ছাড়া বলেছেন: