নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে- মান্না দে

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯





মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে।

কেউ না জানি এসে কারুকে না কয়ে গেছে কি ঘুরে।।



এলোমেলো করে ছড়ানো ছিল যা

কার দু’টি হাত সাজিয়ে দিল তা।।

চিনি কি চিনি না কোথায় সে থাকে কাছে না দূরে।

মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে।।



ফুলদানিটার বুক চিরে গেছে।।

কী করে বলি

কেন রেখে গেছে সদ্য ফোঁটানো পদ্মকলি।।



পুরানো দ্বীপের কাজল মুছিয়ে

নতুন শিখাটি গেছে জ্বেলে দিয়ে।।

কী পেয়ে হারালো নিশি হাওয়া তাই মরে ঘুরে।

মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে......











শিল্পীঃ মান্না দে

সুরকারঃ প্রভাস দে

গীতিকারঃ শ্যামল গুপ্ত

সালঃ ১৯৮৬

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:






মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে।
কেউ না জানি এসে কারুকে না কয়ে গেছে কি ঘুরে।।

এলোমেলো করে ছড়ানো ছিল যা
কার দু’টি হাত সাজিয়ে দিল তা
চিনি কি চিনি না কোথায় সে থাকে কাছে না দূরে।।

ফুলদানিটার বুক চিরে গেছে।
কী করে বলি
কেন রেখে গেছে সদ্য ফোঁটানো পদ্মকলি।

পুরানো দ্বীপের কাজল মুছিয়ে
নতুন শিখাটি গেছে জ্বেলে দিয়ে।
কী পেয়ে হারালো নিশি হাওয়া তাই বহে দূরে।।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৪

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৩

এন ইউ এমিল বলেছেন: একটা সময় কতবার শুনেছি তার হিসান নাই

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
এখনো শুনি।
ধন্যবাদ।

৩| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৮

রাজিব বলেছেন: মান্নাদের ভক্ত হবার পরও এ গানটি কখনো শুনিনি। বেশ মিষ্টি একটা গান, কিছুটা পাহাড়ি সুরের (নেপাল, দার্জিলিং) ছোঁয়া পেলাম।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০

লিরিকস বলেছেন: আমার খুব প্রিয় গান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.