নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা- হেমন্ত মুখোপাধ্যায়

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৪





আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি রব দিশাহারা

জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু

পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।।



কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো

সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো।।

নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে,

একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি রব দিশাহারা



আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে

মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে।।

আমার চতুর পাশে সব কিছু যায় আসে

আমি শুধু তুষারিত গতিহীন ধারা।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি রব দিশাহারা.....











শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায

সুরকারঃ সলীল চৌধূরী

গীতিকারঃ সলীল চৌধূরী

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১

ঢাকাবাসী বলেছেন: গানের কথা লিখলেন আর কথাগুলো কার লেখা সেটা বলতে পারলেন না!

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৫

লিরিকস বলেছেন: সুরকারঃ সলীল চৌধূরী
গীতিকারঃ সলীল চৌধূরী

এ্যাড করে দিয়েছি।

খুশি হয়েছেন? ;) ;)

ধন্যবাদ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। মনে হয় এখন লেখাটা পুর্ণতা পেল, তাইনা? আবারো ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

লিরিকস বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

মামুন রশিদ বলেছেন: আহা, সেই সব গান..

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩

সাইবার অভিযত্রী বলেছেন: এই গানটা অনেক আলোচিত হয়েছিল পাকিস্তান নিবাসী বাংগালী গায়ক আলমগীর এর কারণে ।

আলমগীরের উপস্হাপণা একদমই ভাল লাগত না, কিন্তু গলাটা ভাল ছিল !

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮

লিরিকস বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৭

রাজিব বলেছেন: গানটির জন্য আমি হেমন্তের থেকেও বেশি ক্রেডিট দেবো সলীল চৌধূরীকে। দারুণ কথা আর দারুণ সুর। অবশ্যই হেমন্তের তুলনা হতে পারে আরেকজন হেমন্ত। যাইহোক গানটি হিন্দি ও বাংলা দু ভাষাতেই সমান ভাল লেগেছে।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

লিরিকস বলেছেন: এই গানটা অনেকেই গেয়েছেন পরে কিন্তু হেমন্তের টাই বেশি ভালোলাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.