নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

মন শুধু মন ছুঁয়েছে - সোলস

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮





মন শুধু মন ছুঁয়েছে

ও সেতো মুখ খুলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয় নি।।



চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা

বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাঁথা।।



আমিতো সেই কবিতা পড়েছি

মনে মনে সুর দিয়েছি

কেউ জানে নি....



মন শুধু মন ছুঁয়েছে

ও সেতো মুখ খুলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয় নি।



যখনি তোমার চোখে আমার মুখ খানি দেখি

স্বপনও কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি ।।



তুমি কি সেই সুরভি পেয়েছো

স্বপনের দ্বার খুলেছো

কিছু জানে নি



মন শুধু মন ছুঁয়েছে

ও সেতো মুখ খুলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয় নি......





তপন চৌধরী





নকীব খান







শিল্পীঃ তপন চৌধরী/ সোলস

অ্যালবামঃ সুপার সোলস

সুরকারঃ নকীব খান

গীতিকারঃ নকীব খান

বছরঃ ১৯৮০

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪০

সাইবার অভিযত্রী বলেছেন: সুরকারঃ নকীব খান
গীতিকারঃ নকীব খান

কোথায় আছেন উনি এখন? গানের জগতে আছেন ?

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

লিরিকস বলেছেন: আছেন তবে দেখা মেলা ভার।

ধন্যবাদ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২

তারছেড়া লিমন বলেছেন: সোলস এর সব লিজেন্ড গুলোর এক সাথে গাওয়া অসাধারন গান...... আজও মন ছুঁয়ে যায়।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩

লিরিকস বলেছেন: সোলস এর সব লিজেন্ড গুলোর এক সাথে গাওয়া অসাধারন গান...... আজও মন ছুঁয়ে যায়।

মনের মত কথা বলেছেন।

ধন্যবাদ।

৩| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৯

রাজিব বলেছেন: সোলস এর সেরা গান বলে মনে হয় এটিকে আমার। কথা, সুর, কণ্ঠ, বাজনা সবই আমার মত অনেকেরই অসাধারণ লেগেছে।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪২

লিরিকস বলেছেন: চির সবুজ গান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.