নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
দ্বীপ ছিল শিখা ছিল
শুধু তুমিই ছিলে না
বলে আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না
বলে মন কথা বললো না।
ঝর্না কেমনে হয় নদী।।
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না।
দ্বীপ ছিল শিখা ছিল।
বুক ভরা আশা নিয়ে
মন আমার শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার
যে মালার ফুল গেছে ঝরে।।
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল রয়ে গেলো
কেউ দোললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না ।
দ্বীপ ছিল শিখা ছিল......
শিল্পীঃ মান্না দে
সুরকারঃ প্রভাস দে
গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সালঃ ১৯৮১
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪
লিরিকস বলেছেন: সবুজ গান।
ধন্যবাদ।
২| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮
আমিনুর রহমান বলেছেন:
লিরিক্সের সাথে যদি এম্পি৩ লিঙ্ক দিয়ে দিতেন তাহলে গানটাও ডাউনলোড করে ফেলা যেতো !
আমি প্রিয় গানের একটা। আসলে মান্না দে'র কোন গানটা যে ভালো লাগেনি সেটা খুঁজে পাওয়া যাবে না।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫
লিরিকস বলেছেন: আসলে মান্না দে'র কোন গানটা যে ভালো লাগেনি সেটা খুঁজে পাওয়া যাবে না।
লিংকের আইডিয়া খুব ভালো।
চেষ্টা করব।
ধন্যবাদ।
৩| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬
কোডব্লকার বলেছেন: আমার অনেক অনেক পছন্দের একটা গান
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬
লিরিকস বলেছেন: সবুজ গান।
ধন্যবাদ।
৪| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫
শায়মা বলেছেন:
আমার প্রথম পোস্টে এই ছবিটা ছিলো আর সাথে একটা গানের লাইন ছিলো এই ছবি দেখেই সেই লাইনটা মনে পড়েছিলো ।
http://www.youtube.com/watch?v=CVt2momtBw0
আবার ব্লগের মাথায় যখন কিছু লিখতে গেলাম মনে পড়লো মান্না দে র এই গানের লাইন গুলিই........
আমার জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমি গানের লাইনের মিল পাই। বিশেষ করে রবিঠাকুরের গানগুলির।
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৭
লিরিকস বলেছেন: সুন্দর তো।
আপনার ১ম পোস্ট দেখে আসবো।
অনেক ভালোলাগা।
ধন্যবাদ।
৫| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৩
রাজিব বলেছেন: যারা গানটি ডাউনলোড করতে চান তারা এ লিংকে গিয়ে করতে পারেনঃ
http://keepvid.com/
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪
লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫
তূর্য হাসান বলেছেন: খুব সুন্দর গান। কখনোই পুরনো হওয়ার না।