নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

বাঁশি শুনে আর কাজ নাই- শচীন দেব বর্মন

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩





বাঁশি শুনে আর কাজ নাই

সে যে ডাকাতিয়া বাঁশি।।

সে যে দিন-দুপুরে চুরি করে

রাত্রিরেতে কথা নাই।।



শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি

পোড়ায় প্রাণ গরলে

ঘুচাব তার নষ্টামি আজ আমি

সপিব তাই অনলে।।

সে যে দিন-দুপুরে চুরি করে

রাত্রিরেতে কথা নাই...



ও…বাঁশেতে ঘুণ ধরে যদি কেন

বাঁশিতে ঘুণ ধরে না

কতজনায় মরে শুধু পোড়া

বাঁশি কেন মরে না।।

চোরা দিন-দুপুরে চুরি করে

রাত্রিরেতে কথা নাই।











শিল্পীঃ শচীন দেব বর্মন

সুরকারঃ শচীন দেব বর্মন

গীতিকারঃ মীরা দেব বর্মন

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রিয় গান।

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:



বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।।
---প্রিয় গান।

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৫

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

৩| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৯

রাজিব বলেছেন: এত সুন্দর গানে এত কম কমেন্ট কেন বুঝতে পারলাম না। এ গান অনেকেরই প্রিয়। সামু ব্লগে অন্তত ১০,০০০ ব্লগারের/নিকের প্রিয় হবার কথা। ১০০ কমেন্ট হলে ভাল লাগতো। কথাগুলো দারুণ। বিশেষ করে রাত ১২ টার পর শুনতে দারুণ লাগবে যে কারোই।

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯

লিরিকস বলেছেন: ভাইয়া আমি আসলে অনদের পোস্টে কম যাই সেই জন্য অন্যরা আমার পোস্টে আসতে চায় না। আমার উপর সবার রাগ!
আবার আমি আপনাদের কয়েকজনের ব্লগে বেশি যাই সেই জন্যও অন্যদের অনেক রাগ।
তবে আমার পোস্টে এসেছে এবং আমি তার পোস্টে যাই নাই এই রকম রেকর্ড নাই।

আপনাকে পাশে পাই, সাহস পাই।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৭

রাজিব বলেছেন: আপনি যে কাজ করছেন খুবই মহৎ কাজ- বাংলা ভাষার সুন্দর গানগুলো তুলে ধরছেন। একটাই অনুরোধ আপনার প্রতি আপনি থামবেন না এবং অন্তত ৪-৫০০ গান না হওয়া পর্যন্ত অন্য ভাষার (হিন্দি বা ইংরেজি) গান দেবেন না।
আপনার প্রায় প্রতিটি পোস্টে কমেন্ট করার চেষ্টা করেছি শুধু এজন্যই যে আমার আশে পাশে অনেকেই হিন্দি এবং ইংরেজি গানের মহাভক্ত। আমি নিজেও হিন্দি ও ইংরেজি গান কম শুনিনা। তবে আমার পরিচিত অনেকেই বলার চেষ্টা করে যে বাংলা গানের ভাণ্ডার ততটা সমৃদ্ধ নয়। আপনার গানগুলো দেখে আমার শুধু ভাল লেগেছে তাই নয় অনেক গর্বও এসেছে মনের মধ্যে।
খুব ভাল লেগেছে এইজন্য যে আপনি আপনার গানে ২০০ বছর আগের লালন থেকে শুরু করে এই ২০১৪ সালের গায়কের গান দিয়েছেন। আমি এখন এই লিস্ট দেখিয়ে খুব সহজেই যে কাউকে গর্বের সঙ্গে বলতে পারি যে পারলে হিন্দি বা ইংরেজি গানে আমাকে ২০০ বছরের এত সুন্দর একটা ঐতিহ্য দেখাও। মুলত এজন্যই আমি চেষ্টা করেছি প্রায় প্রতিটি পোস্টে কমেন্ট করার।
প্রতিটি গানের সঙ্গে যে সাল তারিখ দেবার চেষ্টা করেছেন তা খুবই মুল্যবান কাজ। আমার সময় থাকলে আমি একটা পোস্ট দিতাম যেখানে সালের ক্রমানুসারে গানগুলোর লিংক (আপনার পোষ্টের) থাকতো। অসামান্য, অমুল্য এবং অসাধারণ একটি কাজ করেছেন আপনি। আশা করি একদিন আমি এবং অন্য অনেক ব্লগার এবং সাংবাদিক আপনার এই কাজ নিয়ে ব্লগ ও পত্রিকার পাতায় লিখবে, সাক্ষাৎকার নেবে।
কেউ হয়তো ছবি দেখে ধরতে পারে কিছু, কেউ শুনে আর আমি পড়ে এবং তাই লিরিকগুলো পড়তে আমার খুব ভাল লাগে।

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৭

লিরিকস বলেছেন: আপনার ১ম মন্তব্য পড়ে আমি যে কি খুশি হয়েছিলাম তা হয়ত লিখে প্রকাশ করতে পারিনি। পারবও না। তখনই মনে হয়েছিল আপনাদের স্নেহ পেলে সামনের দিকে এগো্তে পারব। সামুতে বাংলা গানের ভান্ডার দিতে পারব।

আপনার উপরের লেখা, মন্তব্য হিসাবে নিলাম না। স্নেহের পরশ হিসাবে নিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.