|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না । ।
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।
তোমার কথা ভেবে ভেবে আমি 
গল্প কবিতা আর কাব্য লিখি
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি। ।
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।
জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা
ভুল বুঝে কোনোদিনও
আমায় তুমি করোনা একা। ।
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না.....
শিল্পীঃ শাফিন আহমেদ
সুরকারঃ  মানাম আহমেদ
গীতিকারঃ মাহমুদ খুরশীদ 
ব্যান্ডঃ মাইলস
অ্যালবামঃ প্রতিশ্রুতি
সালঃ ১৯৯০
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ১৩ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৫:২১
১৩ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৫:২১
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২|  ১৩ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৩:২০
১৩ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৩:২০
তূর্য হাসান বলেছেন: তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না
পুরনো দিনের অনেক কথা মনে পড়ে যাচ্ছে...  ধন্যবাদ। 
  ১৩ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৫:২২
১৩ ই এপ্রিল, ২০১৪  বিকাল ৫:২২
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
৩|  ১৪ ই এপ্রিল, ২০১৪  রাত ৩:১৬
১৪ ই এপ্রিল, ২০১৪  রাত ৩:১৬
প্রবাসী পাঠক বলেছেন: আমার অনেক পছন্দের একটি গান।
  ১৪ ই এপ্রিল, ২০১৪  সকাল ৯:৪২
১৪ ই এপ্রিল, ২০১৪  সকাল ৯:৪২
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ। 
শুভ নববর্ষ।
৪|  ১৬ ই এপ্রিল, ২০১৪  সকাল ৮:৫৫
১৬ ই এপ্রিল, ২০১৪  সকাল ৮:৫৫
সাইবার অভিযত্রী বলেছেন: ভার্সিটির প্রথম দিকের গান !
ক্লাশ না থাকলে রুম আটকে গলা ছেড়ে গাইতাম!
  ১৬ ই এপ্রিল, ২০১৪  দুপুর ১:০৬
১৬ ই এপ্রিল, ২০১৪  দুপুর ১:০৬
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ। 
৫|  ১৬ ই এপ্রিল, ২০১৪  সকাল ৯:০৪
১৬ ই এপ্রিল, ২০১৪  সকাল ৯:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: মাইলস এর ইতিহাস, পারিবারিক ঐতিয্য, কিছু তথ্য ও অসাধারণ কিছু গানের লিরিকস !    
মুল লেখা : কবি ও কাব্য , আমার কপি পেষ্ট ! 
  ১৬ ই এপ্রিল, ২০১৪  দুপুর ১:০৭
১৬ ই এপ্রিল, ২০১৪  দুপুর ১:০৭
লিরিকস বলেছেন: পোস্ট টা প্রিয়তে চলে গেছে।
ধন্যবাদ। 
৬|  ২৪ শে জুলাই, ২০১৪  সকাল ৯:৫৪
২৪ শে জুলাই, ২০১৪  সকাল ৯:৫৪
রাজিব বলেছেন: মাইলসের এই গানটি মনে হয় প্রথম ১৯৯২ সালে শুনি। তখন মাত্র এইচএসসি পরিক্ষা শেষ হয়েছে। ব্যান্ড সঙ্গীতের স্বর্ণযুগ। এখন সেই ধরনের ভাল ব্যান্ড গ্রুপের দেখা পাইনা। হয়তো আমার বয়স হয়ে গেছে অথবা পুরনো সব কিছুকেই মানুষের অনেক ভাল লাগে বলে মনে হয়। কিন্তু সত্যিই মাইলস, এলআরবি, ফিডব্যাক, ডিফারেন্ট টাচ, সোলস এদের মত ভাল ব্যান্ড এখন পাইনা।
  ০৪ ঠা আগস্ট, ২০১৪  দুপুর ১:৩০
০৪ ঠা আগস্ট, ২০১৪  দুপুর ১:৩০
লিরিকস বলেছেন: আমারও মনে হয় সেই আগের মত সু্দর গান এখন গাওয়া হয় না।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৪  সকাল ১১:২০
১৩ ই এপ্রিল, ২০১৪  সকাল ১১:২০
n_u_amil বলেছেন: মাইলসের পুরান গানগুলা ভালই লাগে