নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

বিস্তির্ণ দুপাড়ের অসংখ্য মানুষের- ভূপেন হাজারিকা

১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭





বিস্তির্ণ দুপাড়ের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন।।



নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও

নির্লজ্জ অলস ভাবে বইছো কেন

বিস্তির্ণ দুপাড়ের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন।।





জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্য বিহীন নাগরিকের

নেত্রী বিহনতায় মৌন কেন

সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে

লক্ষ জনেরে সবল সংগ্রামী আর

অগ্রগামী করে তোল না কেন।



ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক

সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত

তবে শিথিল সমাজকে ভাঙ্গনা কেন

সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে

লক্ষ জনেরে সবল সংগ্রামী আর

অগ্রগামী করে তোল না কেন।।



স্রোতষিনী কেন নাহি বও

তুমি নিশ্চয় জান্নবী নও

তাহলে প্রেরণা দাও না কেন

উন্মত্ততার কুরুক্ষেত্রের শরশয্যাকে আলিঙ্গন করা

লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন।।











শিল্পীঃ ভূপেন হাজারিকা

সুরকারঃ ভুপেন হাজারিকা

গীতিকারঃ ভুপেন হাজারিকা

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫

তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ ১৪২১...............................................

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩

লিরিকস বলেছেন: শুভ নববর্ষ লিমন ভাইয়া।

২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৬

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩

লিরিকস বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪

লিরিকস বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া।

৪| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০০

রাজিব বলেছেন: শৈশব থেকেই যে ভারতের দেখা ভুপেন হাজারিকা পেয়েছিলেন সে ভারত ছিল দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। গানের মাধ্যমে তিনি মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন।
তার মাতৃভাষা অসমীয়া এবং মজার একটা জিনিস পেলাম উইকিপিডিয়াতে। তার বিখ্যাত গান গুলোর নাম অসমীয়া ভাশায়ঃ
Bistirno Parore
Moi Eti Jajabor
Ganga Mor Maa
Bimurto Mur Nixati Jen
Manuhe Manuhor Babey
Snehe Aamar Xoto Shrabonor
Gupute Gupute Kimaan Khelim
Buku Hom Hom Kore

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

লিরিকস বলেছেন: বেশ মজার তথ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.