নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

গীতিকবিতা ১ (মনে পড়ে তোমায়) - ফিডব্যাক

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪





চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়

চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্ত রজনী

চলে গেলে আমার অধিক কিছু থেকে যাবে

আমার না থাকা জুড়ে




মনে পড়ে তোমায়

মনে পড়ে ভালবাসায়

মনে পড়ে অপমানে

মনে পড়ে ক্ষমায়

মনে পড়ে আলিঙ্গনে

মনে পড়ে অপারগতায়

মনে পড়ে অতল তোমার চাহনিতে

মনে পড়ে প্রতারনায়

মনে পড়ে শান্তনায়

মনে পড়ে যন্ত্রনায়

মনে পড়ে আর্তনাদ করে কেঁদেছি

মনে পড়ে বিদায় বেলায়

মনে পড়ে অকালে আমার মনের শান্তি মরে দেয়

মনে পড়ে শুধু বছরে বছরে গড়া সংসারে কি যেন হারিয়ে যায়

মনে পড়ে নিদ্রাহীন কত রাতে জেগে আছি শুধু ভোরের আশায়

এই হৃদয় তোমার কুঠার আঘাতে কত রক্ত ঝরেছে বৃথায়

রেখে গেছ বুকের মাঝে চাঁপা ব্যাথা

মনে পড়ে তোমায়



মনে পড়ে তোমায়

মনে পড়ে জটিলতায়

মনে পড়ে শিহরণে

মনে পড়ে অস্থিরতায়

মনে পড়ে কামনায়

মনে পড়ে বাসনায়

মনে পড়ে অভিশাপে

মনে পড়ে নিষ্ঠুরতায়

মনে পড়ে ইর্ষাকাতরতায়

মনে পড়ে বনিবনায়

মনে পড়ে অসহায় হয়ে ছুটেছিলাম প্রেমের মরিচিকায়

মনে পড়ে প্রতিশোধ নেবার প্রবনতায় প্রতিরোধ করার প্রতিক্রিয়ায়

প্রতিয়মান অপরাধী মনে বিষাক্ত তোমার ছোয়ায়



মনে পড়ে জীবনে আমার সকল স্বপ্ন মরে দেয়

মনে পড়ে এই মানুষ নিংড়ানো সংসারে বেঁচে থাকা যে কত দায়

মনে পড়ে নিদ্রাহীন মনের ঝড়ে জেগে আমি শুধু স্বস্তির আশায়

তোমার হৃদয়ে লুকানো ভাটাগারে কত না শিল্পী মরেছে বৃথায়

বেঁচে আছি ব্যাথার মাঝে নতুন ব্যাথায়

মনে পড়ে তোমায়



মনে পড়ে তোমায় অনেক স্মৃতি ভুলে থাকায়

মনে পড়ে শুধু হট্টগোলে

মনে পড়ে নিস্তব্ধায়

মনে পড়ে অপূর্ণতায়

মনে পড়ে অক্ষমতায়

মনে পড়ে নিরুপায়ে, ক্ষোভে, প্রচন্ডতায়

মনে পড়ে অহেতুক সুযোগ নেওয়ায়

মনে পড়ে ঝলমলে মিথ্যে কথায়

মনে পড়ে নিস্প্রান হাসি হেসেছিল তুমি প্রেম প্রেম খেলায়



মনে পড়ে তোমায় নিদারুন এই বাস্তবতায়

আমি জানি আগামী শুধু আসবে আজকের বেঁচে থাকায়

বেঁচে আছি উৎপীড়নে, বেঁচে আছি উন্মাদনায়

বেঁচে আছি বেঁচে থাকা সব কাহিনী তোমারই আশায়

মনে রবে তোমায় অনাগত কোন গীতিকবিতায়

মনে রবে শুধু দীর্ঘশ্বাসে আর এক মিনিট নিরবতায়



চলে যাওয়া মানে প্রস্থান নয়

-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ




"চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়

চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী

চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে

আমার না-থাকা জুড়ে।"



উপরের এই অংশটুকু গীতিকবিতা ১ গানের শুরুতে

ভাস্বর বন্দোপাধ্যায় কন্ঠের আবৃত্তি ব্যবহার করা হয়েছিল














কথাঃ মাকসুদুল হক

সংগীতঃ ফিডব্যাক

এ্যালবামঃ বঙ্গাব্দ ১৪০০ (১৯৯৪)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


আহা !!! দিলেন তো ভাই আজকে রাতের ঘুম হারাম করে। কি গানের কথা মনে করিয়ে দিলেন........

মনে পড়ে অকালে আমার মনের শান্তি মরে গেল
মনে পড়ে শুধু বছরে বছরে গড়া সংসারে কি যেন হারিয়ে যায়
মনে পড়ে নিদ্রাহীন কত রাতে জেগে আছি শুধু ভোরের আশায়
এই হৃদয় তোমার কুঠার আঘাতে কত রক্ত ঝরেছে বৃথায়

মনে পড়ে জীবনে আমার সকল স্বপ্ন মরে গেল
মনে পড়ে এই মানুষ নিংড়ানো সংসারে বেঁচে থাকা যে কত দায়
মনে পড়ে নিদ্রাহীন মনের ঝড়ে জেগে আমি শুধু স্বস্তির আশায়
তোমার হৃদয়ে লুকানো ভাটাগারে কত না শিল্পী মরেছে বৃথায়
বেঁচে আছি ব্যাথার মাঝে নতুন ব্যাথায়
মনে পড়ে তোমায়

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ ভাইয়া।

২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

নীল অভ্র বলেছেন: ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। এটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম আর আবৃত্তির অংশটুকুর রচয়িতা জানার জন্য অনেক চেষ্টা করেছি, তথ্য পাইনি।
শুভ কামনা আপনার জন্য।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

লিরিকস বলেছেন: গীতিকবিতা ২ দিয়েছি, পুরো কবিতাটা আছে।
সুন্দর গান।
ধন্যবাদ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

সেই রকম একটা গান।

চলুক......

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

লিরিকস বলেছেন: গীতিকবিতা ২ দিয়েছি, পুরো কবিতাটা আছে।
সুন্দর গান।
ধন্যবাদ।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১২

নীল বরফ বলেছেন: অসাধারন একটা গান। সুযোগ পেলেই শুনি। :) :)

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

লিরিকস বলেছেন: গীতিকবিতা ২ দিয়েছি, পুরো কবিতাটা আছে।
সুন্দর গান।
ধন্যবাদ।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: এটা রুদ্রর লেখা, জানতামই না !

নয় লাইন ছয় লাইনের লিরিক দিয়ে গান বানানোর চেয়ে এরকম একটা শক্তিশালী, আবেদময় ও সুদীর্ঘ কবিতা দিয়ে গান বানানো অবশ্যই অনেক কঠিন !

এই গানটা অবশ্যই মাকসুদের সেরা ২ / ৩ টার একটা ।

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

লিরিকস বলেছেন: এটা রুদ্রর লেখা কবিতা।
সুন্দর মন্তব্য।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.