নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

গীতিকবিতা ২ (ধন্যবাদ হে ভালোবাসা) - ফিডব্যাক

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১





ইতিহাস তুমি কেঁদোনা, পরিবর্তন আসে

চিরকান্তির ভাবনা, তোমাকেই ভালবাসে

বন্ধু তুমি কেঁদোনা, আমার'ও কান্না আছে

কাঁদিনা তোমারি জন্য, তুমি ভেসে যাও পাছে ।




চোখ জলে ভেজা স্যাতসেতে,

বালিশের উপর শুয়ে কাটছে অনেক রাত,

ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ হে দু:খ দেয়া।

সুখে থেকো তুমি বলেছিলে, সুখে আছি সবাই বলে,

ঠোট মুখে হাসি লেগে আছে, অন্তর কাদে কেউ না জানে।



পুরোনো চিঠি পড়তে বসে, আজো মনে সন্দেহ জাগে,

আদৌ কি ভালোবেসে ছিলে,

নাকি ছিলো এ ছলনা অবলিলাক্রমে,

চলে গেলে অশান্ত সাগরে,

জীর্ণ ভেলায় যাও তুমি অনিশ্চিতে,

ভেসে যাও নেই কোনো আশ্রয়,

ভেসে যাও নেই কোনো পিছুটানের সংশয়,

আমি স্বর্গহীন পৃথিবী আকড়ে রবো,

ভরা ডুবির আশংকাতে।



নিথর রাতে মিটমিটে জোনাকির আলো দেখে,

জ্বলছে নিভছে মনের আশা,

ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ হে রশিকতা।

বিদায় বিহনে বলেছিলে,

কষ্ট পেলে তুমি দু:খ পাবে,

পরাজয়ের এ জীবন আমার,

এতটুকুতো মেনেই নেবে।

প্রেমের প্রলাপে প্রলেপ মেখে,

বিলিন করলে মিথ্যাচারে,

ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ হে মনভাংআ



ঘৃনার কথা বলেছিলে, ঘৃনায় আমার জীবন চলে,

ঘৃনাতে ভালোবাসা লাগে, এই সত্য কথা কেউ না মানে

ভেসে যাও নেই কোনো প্রাপ্তি,

ভেসে যাও নেই কোনো অকারনে স্বাস্তি,

আমি সত্যহীন পৃথিবী আকড়ে রবো,

চোরা বালির নিমজ্জনে।



যাওগো তুমি স্বপ্ন কূলে,

স্বপ্ন ভাংআর স্বপ্ন দেখে,

দু:স্বপ্ন না হয় আমি ভেবে,

স্বান্তনা দেবো অবুঝ মনে,

চোখ জলে ভেজা স্যাতসেতে,

বালিশের উপর শুয়ে কাটছে অনেক রাত,

ধন্যবাদ হে ভালোবাসা, স্বাগতম হে নি:স্বংগতা।





চলে যাওয়া মানে প্রস্থান নয়

-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ



"চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়

চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী

চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে

আমার না-থাকা জুড়ে।"



ইতিহাস তুমি কেঁদোনা, পরিবর্তন আসে

চিরকান্তির ভাবনা, তোমাকেই ভালবাসে

বন্ধু তুমি কেঁদোনা, আমার'ও কান্না আছে

কাঁদিনা তোমারি জন্য, তুমি ভেসে যাও পাছে ।




এই কবিতার প্রথম চার লাইন গীতিকবিতা ১ ও শেষ চার লাইন গীতিকবিতা ২

গানের শুরুতে ভাস্বর বন্দোপাধ্যায় কন্ঠের আবৃত্তি ব্যবহার করা হয়েছিল














কথাঃ মাকসুদুল হক

সংগীতঃ ফিডব্যাক

এ্যালবামঃ বঙ্গাব্দ ১৪০০ (১৯৯৪)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার একটি কাজ করেছেন। আশাকরি চালিয়ে জাবেন।

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৯

সাইবার অভিযত্রী বলেছেন: রুদ্রে কবিতায় কি প্রচন্ড আবেদন !
আর সেটাকে পুরোপুরি ধরে রেখে
কোন ছন্দ পতন না করে এভাবে গান ..
সত্যই অনিন্দ ..

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

লিরিকস বলেছেন: খুব সুন্দর কবিতা।
ধন্যবাদ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন:
ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ হে দু:খ দেয়া।
ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ হে রশিকতা।
ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ হে মনভাংআ
ধন্যবাদ হে ভালোবাসা, স্বাগতম হে নি:স্বংগতা।


ধন্যবাদ হে রুদ্র : কিভাবে ধন্যবাদ দিতে হয় তা শেখানোর জন্য!

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০

লিরিকস বলেছেন: রুদ্র প্রিয় কবি।

ধন্যবাদ।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



নাইস +++

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১১

লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১১

আধখানা চাঁদ বলেছেন: পোস্ট সোজা প্রিয়তে। গানের অডিও লিংক দিলে পরিপূর্ণ হত পোস্টটা।

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫

লিরিকস বলেছেন: লিংক দেবার চেষ্টা করব।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.