নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে.
অর্ধেক পুর্ণিমা রাতে,মেঘের আড়ালে
আকাশের লুকোচুরি খেলা,নির্ঘূম রাত শেষে
চাঁদের ফাসিঁ হয়,সূর্যের আশীর্বাদে
ক্লান্ত প্রভাতে,সূর্যের আশীর্বাদে
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই
রাত জাগা অজস্র তারা বানায় আলোর সেতু
নিরব রাতে নিরবতা ভাঙ্গে
উড়ন্ত ধূমকেতু ছায়াপথ ধরে
আমি হেঁটে যাই, অসীম আমি,
ঈশ্বরের মত ভবঘুরে স্বপ্নগুলো
রাতের অরণ্যে ভোজসভায় উৎসবে মাতে
একা আমি একলা রাতে শত শতাব্দি ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে শত শতাব্দি ধরে.
চুপচাপ নিশ্চুপ চারিধার বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে-
যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে, সেই পথে
চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে।
যে পথে পথিক নেই বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে শত শতাব্দি ধরে
পথ ধরে আমি হেঁটে যাই অসীম আমি
ঈশ্বরের মত ভবঘুরে স্বপ্নগুলো
রাতের অরণ্যে ভোজসভায় উৎ সবে মাতে
একা আমি একলা রাতে
চুপচাপ নিশ্চুপ চারিধার বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
যে পথে পথিক নেই বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে-শত শতাব্দি ধরে
শিল্পীঃ জেমস
সুরকারঃ জেমস
গীতিকারঃ আসাদ দেহলভি
এ্যালবামঃ স্ক্রু ড্রাইভার
সালঃ ১৯৯৬
১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০
লিরিকস বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
চুপচাপ নিশ্চুপ চারিধার বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর একগ্লাস অন্ধকার হাতে
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪
লিরিকস বলেছেন: যে পথে পথিক নেই।
ধন্যবাদ ভাইয়া।
৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ++++
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৬
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৭
আমি নিন্দুক বলেছেন:
উরিবাবা!