নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো
কত দূর আর কত দূর …
বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই ।।
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো
কত দূর আর কত দূর …
বল মা……
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় ।।
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুক পেতে লবো
কত দূর আর কত দূর …
বল মা……
যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর …
বল মা……
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো
কত দূর আর কত দূর …
বল মা?
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
অ্যালবামঃ মরুতীর্থ হিংলাজ
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
বছরঃ ১৯৫৯
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ একটি গান।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪
লিরিকস বলেছেন: লেখক বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৪
বৃতি বলেছেন: গানটা অনেক পছন্দের।