|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি
নিঠুর ওগো, তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
এ হৃদয় ধূপসম তোমারি জ্বালায়
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়
কিছু তার সুরভি, কিছু তার বেদনা
পড়বে তোমার মনে, যেখানেই থাকো না।
সেদিনের সে স্মৃতি, জানি গো তোমার মনে জ্বালবে না আলো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
শিল্পীঃ বশীর আহমেদ
অ্যালবামঃ মনের মত বউ
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান
বছরঃ ১৯৬৯
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ২০ শে এপ্রিল, ২০১৪  রাত ১০:১৬
২০ শে এপ্রিল, ২০১৪  রাত ১০:১৬
লিরিকস বলেছেন: আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।
২|  ২১ শে এপ্রিল, ২০১৪  সকাল ১১:০৫
২১ শে এপ্রিল, ২০১৪  সকাল ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
বিনম্র শ্রদ্ধা রইল প্রিয় শিল্পীর প্রতি। 
  ২১ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:০২
২১ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:০২
লিরিকস বলেছেন: আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।
৩|  ২১ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:২৬
২১ শে এপ্রিল, ২০১৪  রাত ১১:২৬
তারছেড়া লিমন বলেছেন: এমন দরাজ কন্ঠ আর ফিরে পাব না..................
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি
নিঠুর ওগো, তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো
  ২২ শে এপ্রিল, ২০১৪  সকাল ১১:২৫
২২ শে এপ্রিল, ২০১৪  সকাল ১১:২৫
লিরিকস বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইল প্রিয় শিল্পীর প্রতি।
৪|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:৪৭
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন: 
দারুণ!!! 
এখনকার গান গুলো মানুষের মনে বেশি দিন বেঁচে থাকেনা যেভাবে আগের এসকল গান গুলো এখন বেঁচে আছে। 
  ০৭ ই জুলাই, ২০১৪  সকাল ১১:১৬
০৭ ই জুলাই, ২০১৪  সকাল ১১:১৬
লিরিকস বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইল প্রিয় শিল্পীর প্রতি।
৫|  ২৬ শে জুলাই, ২০১৪  রাত ৮:২১
২৬ শে জুলাই, ২০১৪  রাত ৮:২১
দুঃখ বিলাস বলেছেন: উনি খুব গুনি ছিলেন।
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৪৮
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৪৮
লিরিকস বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইল প্রিয় শিল্পীর প্রতি।
৬|  ৩০ শে জুলাই, ২০১৪  সকাল ৮:৫২
৩০ শে জুলাই, ২০১৪  সকাল ৮:৫২
রাজিব বলেছেন: রাজ্জাকের কণ্ঠের সঙ্গে বশির আহমেদের কণ্ঠ এত সুন্দর মিলে গেছে এখানে যে মনে হচ্ছে রাজ্জাকের কণ্ঠই এখানে।
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫০
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫০
লিরিকস বলেছেন: আমি তো ছোটবেলায় ভাবতাম যে নায়ক সেই গায়ক!!!
৭|  ৩০ শে নভেম্বর, ২০১৪  দুপুর ১:২৭
৩০ শে নভেম্বর, ২০১৪  দুপুর ১:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা
  ০৩ রা ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩৪
০৩ রা ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩৪
লিরিকস বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইল প্রিয় শিল্পীর প্রতি।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৬:৫০
২০ শে এপ্রিল, ২০১৪  সন্ধ্যা  ৬:৫০
তূর্য হাসান বলেছেন: অনেক সুন্দর গান। এখনও কানে বাজে ভরাট গলায় গাওয়া এই গান।
অনেক শ্রদ্ধা বশীর আহমেদকে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।