নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
সবাইতো সুখী হতে চায়।
তবু কেউ সুখী হয় কেউ হয় না
জানি না বলে যা লোকে সত্যি কিনা।
কপালে সবার নাকি সুখ সয় না।।
আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোনদিন সেই সুখ পাখি।
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।।
ভালোবেসে সুখী হতে বলো কে না চায়
রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যাম রায়
আমিও রাধার মত ভালোবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।।
শিল্পীঃ মান্না দে
সুরকারঃ প্রভাস দে
গীতিকারঃ জহর মজুমদার
সালঃ ১৯৮২
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৫
লিরিকস বলেছেন: সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।
২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৪
আমি অপদার্থ বলেছেন: আমিও রাধার মত ভালোবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।।
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
সবাইতো সুখী হতে চায়।
তবু কেউ সুখী হয় কেউ হয় না
এই দুই লাইনের ভিতরেই জীবন।
মান্না দের জন্য বিনম্র শ্রদ্ধা।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৭
লিরিকস বলেছেন: মান্না দের জন্য বিনম্র শ্রদ্ধা।
সুন্দর গান।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬
ঢাকাবাসী বলেছেন: কথাগুলো পড়ে প্রিয় শিল্পির কথা মনে পড়ে!