নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

বাড়ীর কাছে আরশী নগর - লালন গীতি

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩





বাড়ীর কাছে আরশী নগর

সেথা এক পড়শী বসত করে

আমি এক দিনও না দেখিলাম তার ।।



বিরাম বেড়ে অগাধ পানি

নাই কিনারা নাই তরণী পাঁড়ে,

বাঞ্ছা করে দেখবো তারি

কেমনে সেথায় যায়রে।।



কি বলবো পরশীর

হস্ত পদ স্কন্ধ মাথা নাইরে,

ক্ষনিক থাকে শূন্যের উপর ক্ষনিক ভাসে নীড়ে

আমি একদিন ও না দেখিলাম তারে ।।



পড়শী যদি আমায় ছুঁতো

যম যাতনা সকল যেত দূরে,

সে আর লালন এক খানে রয়

লক্ষ যোজন ফাঁক রে।।







সুর সঙ্গীত - লালন শাহ



গান টি শুনতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন

পুরুষ কন্ঠ বাড়ীর কাছে আরশী নগর

নারী কন্ঠ বাড়ীর কাছে আরশী নগর





PNF





Warfaze









Khiyo





মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:




বাড়ীর কাছে আরশী নগর
সেথা এক পড়শী বসত করে
আমি এক দিনও না দেখিলাম তার ।।


চলুক....

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫

লিরিকস বলেছেন: চলবে

অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: লালনের গান আমার অনেক ভালো লাগে।

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮

লিরিকস বলেছেন: গানের লিংক দিয়ে দিয়েছি। লালনের পরবর্তি গানটাতেও লিংক দিয়েছি।
পরবর্তি সব গানে লিংক দেবার চেষ্টা করব।
কি করলে আরো ভালো হবে জানাবেন।
ধন্যবাদ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


বাড়ীর কাছে আরশী নগর
সেথা এক পড়শী বসত করে



প্রতি পোস্টে গানের লিঙ্ক যুক্ত করে দিলে আরও ভাল হয়।

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫০

লিরিকস বলেছেন: গানের লিংক দিয়ে দিয়েছি। লালনের পরবর্তি গানটাতেও লিংক দিয়েছি।
পরবর্তি সব গানে লিংক দেবার চেষ্টা করব।
কি করলে আরো ভালো হবে জানাবেন।
ধন্যবাদ।

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার খুব পছন্দের গান!

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১

লিরিকস বলেছেন: গানের লিংক দিয়ে দিয়েছি। লালনের পরবর্তি গানটাতেও লিংক দিয়েছি।
পরবর্তি সব গানে লিংক দেবার চেষ্টা করব।
কি করলে আরো ভালো হবে জানাবেন।
ধন্যবাদ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৪

শংখনীল কারাগার বলেছেন: জ্বালাময়ী মন্তব্য দিতে আসছি কারন আজ থেকে আমি জেনারেল।

কি মন্তব্য করব লালনগীতির লিরিক দেখে ভুলে গেছি।

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২

লিরিকস বলেছেন: :) :)

গানের লিংক দিয়ে দিয়েছি। লালনের পরবর্তি গানটাতেও লিংক দিয়েছি।
পরবর্তি সব গানে লিংক দেবার চেষ্টা করব।
কি করলে আরো ভালো হবে জানাবেন।
ধন্যবাদ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: যে সকল গানের কপিরাইট জনিত কোন সমস্যা নেই সেগুলোর লিঙ্ক দিতে পারেন না হয় না দেয়া ভালো। বাংলা গান কিনে শুনার অভ্যাস তৈরি করাটাও একজন ব্লগারের দায়িত্ব বলে মনে হচ্ছে। আমি নতুন। একটা নিক খুললেই ব্লগার হওয়া যায় কিনা তা জানিনা। কিন্তু একজন সচেতন বাংলাগানের শ্রোতা হিসেবে একজন বাঙ্গালীকে বলতে পারি। সে অধিকার নিশ্চয় আছে। ধন্যবাদ আপনাকে। বিষয়টি ভেবে দেখবেন।

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭

লিরিকস বলেছেন: খুব সুন্দর মন্তব্য।

ধন্যবাদ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

রাজা মশাই বলেছেন: আমি একবার এই গান টা গেয়ে লালন গীতি বিভাগে পুরষ্কার পেয়েছিলাম। লিরিকটা পেয়ে অনেক ভাল লাগল। সরাসরি প্রিয় তে।

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

লিরিকস বলেছেন: তাই নাকি। :)
সুজোগ পেলে আমাদেরকে শুনায়েন।

ধন্যবাদ।

৮| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো জিনিস... ধন্যবাদ :)

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

৯| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাল লাগার গান। :)

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

১০| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১

নিয়েল হিমু বলেছেন: সাধু সাধু ।

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

১১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

জন কার্টার বলেছেন: পরশী যদি আমায় ছুতো
যম যাতনা সকল যেত দূরে,


অনেক অনেক প্রিয় একটি গান ।

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

১২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: ভাল লাগা গান।
পোস্টে আইছিলাম গানের কথাগুলোর কিছটা ব্যাখ্যা পাবো মনে কৈরে। সাঁইজির গান শুনি আত্মহারা হয়ে, কিন্তু বুঝে আসে না অনেক কিছুই।

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

এহসান সাবির বলেছেন: এই গান টা আমার কাছে নেশার মতো লাগে....


পড়শী যদি আমায় ছুঁইতো........................




ছোট কিছু টাইপো আছে

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

ঠিক করে দিয়েছি।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪

এহসান সাবির বলেছেন: আমি এক দিনও না দেখিলাম তার ।।

ওখানে তারে হবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.