নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

গাড়ি চলে না চলে না - শাহ্‌ আব্দুল করিম

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩





গাড়ি চলে না চলে না,

চলে না রে, গাড়ি চলে না।

চড়িয়া মানব গাড়ি

যাইতেছিলাম বন্ধুর বাড়ি

মধ্য পথে ঠেকলো গাড়ি

উপায়-বুদ্ধি মেলে না।।

গাড়ি চলে না চলে না,

চলে না রে, গাড়ি চলে না।



মহাজনে যতন করে

তেল দিয়াছে টাংকি ভরে,

গাড়ি চালায় মন ড্রাইভারে

ভালো-মন্দ বোঝে না।।



ইঞ্জিনে ময়লা জমেছে

পার্টসগুলো ক্ষয় হয়েছে।।

ডাইনামা বিকল হয়েছে

হেডলাইট দুইটা জ্বলে না।।



ইঞ্জিনে ব্যতিক্রম করে

কন্ডিশন ভালো নয় রে।।

কখন জানি ব্রেক ফেল করে

ঘটায় কোন্ দুর্ঘটনা।।



আব্দুল করিম ভাবছে এইবার

কোন্ দিন গাড়ি কি করবে আর।।

সামনে বিষম অন্ধকার

করতেছি তাই ভাবনা।।



গাড়ি চলে না চলে না,

চলে না রে, গাড়ি চলে না........











সুর ও সঙ্গীতঃ শাহ্‌ আব্দুল করিম

গান টি সঞ্জীব চৌধুরী খুব সুন্দর করে গেয়েছেন।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল একটা গান +

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ।

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩

বংশী নদীর পাড়ে বলেছেন: গান তো আসলে আত্মার খোড়াক। বাউল শাহ আব্দুল করিমের এই গানটি দেখুন কত সুন্দর করে রচিত হয়েছে---

কোন মেস্তরি নাও বানাইলো
কেমন দেখা যায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়......
দেখো চন্দ্র-সূর্য বান্ধা আছে নাওয়েরই আগায়....

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৪

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ।

৩| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৭

রাজিব বলেছেন: সঞ্জীব চৌধুরী আসলেই খুব সুন্দর করে গেয়েছেন। সঞ্জীব চৌধুরী এবং শাহ্‌ আব্দুল করিম দুজনের প্রতি রইলো শ্রদ্ধা। আর কষ্ট করে এত সুন্দর সুন্দর বাংলা গান দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

লিরিকস বলেছেন: সঞ্জীব চৌধুরী এবং শাহ্‌ আব্দুল করিম দুজনের প্রতি রইলো শ্রদ্ধা

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

মনিরুল হাসান বলেছেন: উচ্চারণে ছোট দু'টো বানান ভুল:

তেল দিয়াছে টাংকি ভরে,
তেল দিয়াছে ট্যাংকি ভরে,

কোন্ দিন গাড়ি কি করবে আর।।
কন্ডেম গাড়ি কী করবে আর।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.