|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

একদিন ঘুম ভেঙ্গে দেখি
সুখের সমদ্র শুকিয়ে গেছে
জীবনের কল্পনা নিস্প্রান দেহ হয়ে
শুকনো বালুর বুকে পড়ে আছে।।
নীল নেই আকাশে নেই কোন নীল
ভাসে না চোখে আর আলো ঝিলমিল
শুভ্র মেঘগুলি কালো শাড়ি পড়ে
উড়ায় বিষাদের আচল।
সূর্যটা যেন আজ আড়ালে লুকিয়ে
থেকে থেকে দেয় উকি।
একদিন ঘুম…….।।
কূল নেই জীবনের ভেঙ্গে দুকূল
অকালে ঝরে গেছে প্রেমের মুকুল
স্তব্ধ হয়ে আছে পাখিগুলি ভোরে
কান্নার ঢেউ চেপে বুকে।
শেষ হয়ে গেছে আজ আশা যত জীবনে
মরণ যেন শুধু বাকি।
একদিন ঘুম…….।।
শিল্পীঃ শেখ ইশতিয়াক
অ্যালবামঃ নন্দিতা
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ ??
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০  ০১ লা মে, ২০১৪  সকাল ১১:২৩
০১ লা মে, ২০১৪  সকাল ১১:২৩
লিরিকস বলেছেন: আপনার গানের পছন্দ আমার সাথে মিল আছে।
ভাইয়া ১০টা পছন্দের গানের তালিকা দিয়েন।  
২|  ০১ লা মে, ২০১৪  সকাল ১১:৩৯
০১ লা মে, ২০১৪  সকাল ১১:৩৯
মামুন রশিদ বলেছেন: শেখ ইশতিয়াক আমাদের সময়ের স্মার্ট গায়ক । কলেজে পড়ার সময় তার প্রথম এ্যালবাম বেরোয়, খুব শুনতাম । অল্প বয়সেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন ।
  ০১ লা মে, ২০১৪  বিকাল ৩:৩০
০১ লা মে, ২০১৪  বিকাল ৩:৩০
লিরিকস বলেছেন: গায়কের জন্য শ্রদ্ধা থাকলো।
ধন্যবাদ।
৩|  ০১ লা মে, ২০১৪  সকাল ১১:৪২
০১ লা মে, ২০১৪  সকাল ১১:৪২
সামুর ~ পোকা বলেছেন: সুন্দর গান
  ০১ লা মে, ২০১৪  বিকাল ৩:৩০
০১ লা মে, ২০১৪  বিকাল ৩:৩০
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ। 
৪|  ০১ লা মে, ২০১৪  দুপুর ১:০৭
০১ লা মে, ২০১৪  দুপুর ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন: 
সুন্দর 
  ০১ লা মে, ২০১৪  বিকাল ৩:৩১
০১ লা মে, ২০১৪  বিকাল ৩:৩১
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ। 
৫|  ০১ লা মে, ২০১৪  দুপুর ১:১৩
০১ লা মে, ২০১৪  দুপুর ১:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন: 
চমৎকার কাজ করে যাচ্ছেন। 
  ০১ লা মে, ২০১৪  বিকাল ৩:৩৩
০১ লা মে, ২০১৪  বিকাল ৩:৩৩
লিরিকস বলেছেন: পাশে পাচ্ছি আপনাকে সব সময়।
ধন্যবাদ। 
৬|  ০৫ ই মে, ২০১৪  সকাল ১১:১৪
০৫ ই মে, ২০১৪  সকাল ১১:১৪
তারছেড়া লিমন বলেছেন: ১। একদিন ঘুম ভেঙ্গে দেখি--- শেখ ইশতিয়াক।
২। একলা ঘর---- রুপম ইসলাম ( ফসিলস)।
৩। নগর জীবন---- নচিকেতা।
৪। সেই আবছায়া রাতে--- নচিকেতা।
৫।তারা ভরা রাতে---- আইউব বাচ্চু।
৬।কমলো মেঘেদের ওজন---- রুপম ইসলাম ( ফসিলস)।
৭। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন হারিয়ে যাব---- শ্রীকান্ত আচার্য।
৮।একদিন ঝড় থেমে যাবে---নচিকেতা।
৯।বৃষ্টি দেখে অনেক কেঁদেছি--- পার্থ বড়ুয়া।
১০। দুখীনি দুঃখ করোনা--- জেমস।
১১।জোছনা করেছে আড়ি--- বেগম আকতার।
১২। নয়নও ষোড়শী কেন--- কিশোর কুমার।
১৩।আঁকা বাঁকা সড়কটা চলে গেছে----নচিকেতা।
১৪।প্রতিদান চায় না---- আইউব বাচ্চু।
১৫।সুজন আমার ঘরে তবু আইলো না---- 
আপাতত এই মনে আসছে আপু...................
 ভাল থাকুন সব সময়।
  ০৫ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৮
০৫ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৮
লিরিকস বলেছেন: thank you so much vhaia
আজকে একটা গান দিলাম আপনার পছন্দের।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৪  সকাল ১১:১৯
০১ লা মে, ২০১৪  সকাল ১১:১৯
তারছেড়া লিমন বলেছেন: মন ভালো করে দিলেন..............অনেক ধন্যবাদ আপনাকে...