নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে।
তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে
তুমি জান না
হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমিনা
শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না আমি
এ চিঠি পাবে কিনা জানি না।।
গেল বছর বন্যা হল এ বছরে খরা
ক্ষেতের ফসল ভাসিয়ে নিল মাঠ শুকিয়ে মরা।
এক মুঠো ঘাস পায় না মহেশ দুঃখ ঘোছে না
তুমি জান না
শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না।।
বর্গীরা আজ দেয় না হানা কেইকো জমিদার
তবু কেন এ দেশ জুড়ে নিত্য হাহাকার।
জেনেছো দেশতো স্বাধীন আছে ওরা বেশ
তোমার গফুর আমিনা আর তোমারই মহেশ।
এক মুঠো ভাত খায় না পেতে গফুর আমিনা
তুমি জান না
শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না আমি
এ চিঠি পাবে কিনা জানি না
শিল্পীঃ ভূপেন হাজারিকা
সুরকারঃ ভুপেন হাজারিকা
গীতিকারঃ ভুপেন হাজারিকা
০১ লা মে, ২০১৪ রাত ৯:৫৮
লিরিকস বলেছেন: আপনার ভালোলাগা গানটা আমি এখনই পোস্ট করব।
২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
এক মুঠো ঘাস পায় না মহেশ দুঃখ ঘোছে না
তুমি জান না
শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২০
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
৩| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪০
সোহানী বলেছেন: বর্গীরা আজ দেয় না হানা কেইকো জমিদার
তবু কেন এ দেশ জুড়ে নিত্য হাহাকার!!!!!!!!
হাঁ বর্গীরা বা জমিদার নেই বাট রাজনৈতিক মাস্তান আছে তাই এ দেশ জুড়ে নিত্য হাহাকার.............
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:১২
মামুন রশিদ বলেছেন: ভূপেন হাজারিকার সব গানই ভালো লাগে । তবে আমার স্পেশালি ভালো লাগে,
‘একখানা মেঘ ভেসে এল আকাশে
এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো..