নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
একখানা মেঘ ভেসে এল আকাশে
একঝাঁক বুনোহাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে
সেকি আসে আমি যারে বেসেছি ভালো।
এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে
শরমে রাঙে মন কেন কে জানে
ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা
একমুঠো অনুরাগে মন ভরালো।।
আমি এক যোগ্য মহানগরীর
যারে ডাকি কেন তার পাইনা সাড়া
চোখে তাই ঝরঝর বৃষ্টি ধারা
ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা
এসময়ে ভালো আর লাগেনা একা
বাতাসের হাতে আজ পেলাম চিঠি
বিরহের কথা মেঘ লিখে পাঠালো।।
শিল্পীঃ ভূপেন হাজারিকা
সুরকারঃ ভুপেন হাজারিকা
গীতিকারঃ ভুপেন হাজারিকা
০২ রা মে, ২০১৪ রাত ১০:৫৭
লিরিকস বলেছেন: অবশ্যই দেব ভাইয়া।
অনেক ধন্যবাদ।
২| ০২ রা মে, ২০১৪ রাত ১:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর গান।
০২ রা মে, ২০১৪ রাত ১০:৫৮
লিরিকস বলেছেন: ১০ টি গান।
৩| ০২ রা মে, ২০১৪ রাত ১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
অসাধারন একটা গান +++
০২ রা মে, ২০১৪ রাত ১১:২০
লিরিকস বলেছেন: অসাধারন একটা গান
ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৪ রাত ১১:২৯
মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ । আমার অত্যন্ত প্রিয় একটি গান । পছন্দের তালিকায় এটা তিন নাম্বার । আর এক নাম্বার হলো,
"আজ এই বৃষ্টির কান্না শুনে'- উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী ।
কোন এক উতল বৃষ্টির দিনে গানটি নিয়ে পোস্ট দিবেন ।